ঢাবি প্রতিনিধি
প্রকাশ : ০৮ এপ্রিল ২০২৫, ০৩:৪২ পিএম
অনলাইন সংস্করণ

গাজায় ইসরায়েলি গণহত্যার প্রতিবাদে ছাত্রদলের বিক্ষোভ

ইসরায়েলি গণহত্যার প্রতিবাদে ঢাবি ক্যাম্পাসে ছাত্রদলের বিক্ষোভকালে ছাত্রদলের নেতাকর্মীরা। ছবি : কালবেলা
ইসরায়েলি গণহত্যার প্রতিবাদে ঢাবি ক্যাম্পাসে ছাত্রদলের বিক্ষোভকালে ছাত্রদলের নেতাকর্মীরা। ছবি : কালবেলা

ফিলিস্তিনের গাজায় দখলদার ইসরায়েলি বাহিনীর চালানো গণহত্যার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল।

‘নো ওয়ার্ক নো স্কুল আনটিল দ্য জেনোসাইড স্টপস’ কর্মসূচির অংশ হিসেবে মঙ্গলবার (৮ এপ্রিল) ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এই কর্মসূচি পালন করে সংগঠনটি। এ সময় নেতানিয়াহুর গ্রেপ্তারসহ গাজায় অবিলম্বে গণহত্যা বন্ধের দাবি জানানো হয়।

সমাবেশে ছাত্রদল সভাপতি রাকিবুল ইসলাম রাকিব বলেন, ফিলিস্তিনে ধারাবাহিকভাবে ইসরায়েল যে গণহত্যা চালাচ্ছে ছাত্রদল সেটি ঘৃণাভরে প্রত্যাখ্যান করছে। যুক্তরাষ্ট্রসহ ইউরোপের বিভিন্ন দেশে যারা রক্ত চক্ষুকে উপেক্ষা করে আন্দোলন সংগ্রাম চালিয়ে যাচ্ছে তাদের সাধুবাদ জানাই।

রাকিব বলেন, গতকাল সোমবার (০৮) যে বা যারা বাটা, কেএফসি ও পিজ্জা হাটে হামলা চালিয়েছে তার নিন্দা জানাই। এতে দেশের ভাবমূর্তি নষ্ট হয়েছে। যারা অনলাইনসহ বিভিন্ন জায়গা মব জাস্টিসের সূচনা করে তাদের প্রতি নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। বর্তমান নির্দলীয় সরকারকে অনুরোধ জানাচ্ছি, আপনারা এসব মব জাস্টিসের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা গ্রহণ করুন।

বিএনপির নির্বাহী কমিটির ছাত্রবিষয়ক সম্পাদক রকিবুল ইসলাম বকুল বলেন, ফিলিস্তিনের শান্তিকামী মুসলমানরা নিজেদের আবাসভূমি স্থায়ী করার জন্য আন্দোলন করে আসছিলেন। কিন্তু দখলদার ইসরায়েলের সন্ত্রাসী হামলার মধ্য দিয়ে পঞ্চাশ হাজারেরও অধিক মানুষ নিহত হয়েছে। যার অর্ধেক নারী ও শিশু। এরকম ধংসযজ্ঞ চলার পরেও যেসব দেশের রাষ্ট্রপ্রধান প্রতিবাদ জানাননি তাদের প্রতি ধিক্কার।

ইসরায়েলি পণ্য বয়কটের ডাক দিয়ে বকুল বলেন, আজ জাতিসংঘসহ সকল মানবাধিকার সংগঠন নিশ্চুপ। গাজায় সর্বোচ্চ মানবাধিকার লঙ্ঘন হলেও তাদের কোনো প্রতিবাদ নেই। আজ থেকে যেখানে আমরা ইসরায়েলী পণ্য পাব সেখানেই বয়কট করবো। আজ যদি সারা বিশ্বের মুসলিমরা ঐক্যবদ্ধ হয় তাহলে তাদের সামনে কেউ দাঁড়াতে পারবে না। এসময় তিনি বিশ্বের সকল মুসলিমকে ঐক্যবদ্ধ হয়ে লড়াই করার আহ্বান জানান।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন, সারা বিশ্বের মানুষ জেগে উঠেছে। গতকাল সোমবার (০৭ এপ্রিল) সারা দেশের মানুষ প্রতিবাদ জানিয়েছে। বাংলাদেশের বিগত ফ্যাসিবাদী সরকার আওয়ামী লীগ পরোক্ষভাবে ইসরায়েলকে স্বীকৃতি দিয়েছিল। বাংলাদেশের পাসপোর্টে ইসরায়েল ব্যতীত সকল রাষ্ট্র গমনের যে নির্দেশনা ছিল, সেখান থেকে ইসরায়েল নাম প্রত্যাহার করে নিয়েছিল।

তিনি বলেন, আওয়ামী ফ্যাসিবাদী, ইসলাম বিদ্বেষী, আলেম বিদ্বেষীরাই ইসরায়েলপন্থিদের সমর্থক ছিল। আমরা পত্রিকা থেকে যে পরিসংখ্যান পেয়েছি, ৫০ থেকে ৬০ হাজারেরও বেশি ফিলিস্তিনবাসী যারা হত্যাযজ্ঞের শিকার হয়েছে। প্রকৃতপক্ষে এই পরিসংখ্যানের চেয়েও আরো বেশি ফিলিস্তিনিদের হত্যা করা হয়েছে।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন বলেন, আমরা বাংলাদেশ ইসরায়েলে কোনো পণ্য বয়কট করবো তার মানে এই না যে আমরা কোন ব্যবসায়িক প্রতিষ্ঠানে হামলা করবো। গতকাল বাংলাদেশের কয়েকটি ব্যবসায়িক প্রতিষ্ঠানে হামলা হয়েছে, আমরা এর তীব্র নিন্দা জানাই। আইনশৃঙ্খলা বাহিনী ও সরকারের ব্যর্থতা এখানে লক্ষণীয়। তাদের উচিত ছিল আগে থেকে সতর্কতা অবলম্বন করা। তা না হলে বাংলাদেশের নামে এই বদনামটা দিতে হতো না।

তিনি আহ্বান জানিয়ে বলেন, গণহত্যার বিরুদ্ধে যারা সোচ্চার নয়, তারা প্রত্যক্ষ ও পরোক্ষভাবে আমেরিকার মার্কিন বাহিনীর মদদ যোগাচ্ছে। আমরা এর তীব্র নিন্দা ও ক্ষোভ জানাই। মুসলিম বিশ্বের যারা মোড়ল তাদের প্রতি আহ্বান জানাই, আপনারা সারা পৃথিবীতে নির্যাতিত মুসলিমদের পাশে দাঁড়ান। আমরা অবিলম্বে ফিলিস্তিনের গাজা ও রাফায় গণহত্যা বন্ধ চাই।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ / বিদায়ের পর আইসিসির দিকে বাংলাদেশের অভিযোগের তীর 

আফগান আদালতে অপরাধ নয়, শ্রেণি দেখে শাস্তি

শিশুর আত্মবিশ্বাস গড়তে প্রতিদিনের কথার গুরুত্ব

সিম কার্ডের এক কোণা কেন কাটা থাকে

ট্রাক-অটোরিকশা সংঘর্ষে ২ শিক্ষার্থী নিহত

তিতাসের নেতৃত্বে ঐশী-রিফতি

ভারত থেকে এলো ৫১০ টন চাল

ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজে চাকরির সুযোগ

বিমান দুর্ঘটনায় মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী নিহত

মদ্যপ অবস্থায় সাবেক ভারতীয় ক্রিকেটার গ্রেপ্তার

১০

রাশিয়া-ইউক্রেন যুদ্ধে ৪ বছরে হতাহত ১৮ লক্ষাধিক সেনা

১১

খুলনা-৩ আসনে বিএনপির প্রার্থী বকুলকে শোকজ

১২

হরমুজ প্রণালির আকাশসীমা বন্ধ ঘোষণা করল ইরান

১৩

ইতালির ইমিগ্রেশন এবং নাগরিকত্ব ব্যবস্থায় একাধিক পরিবর্তন

১৪

বিএনপির আরও ৪ নেতাকে দুঃসংবাদ

১৫

মস্তিষ্ক ভালো রাখবে ফাইবার

১৬

জার্মানির তৈরি অস্ত্রসহ চিহ্নিত সন্ত্রাসী সস্ত্রীক আটক

১৭

পৃথিবী ধ্বংস হতে আর কতক্ষণ, জানাল ডুমসডে ক্লক

১৮

ঘরের ভেতর জামাকাপড় শুকাচ্ছেন? জেনে নিন হতে পারে যেসব ক্ষতি

১৯

শ্রমিক নেতাকে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ

২০
X