খুবি প্রতিনিধি
প্রকাশ : ২৭ আগস্ট ২০২৩, ০৬:০৫ এএম
আপডেট : ২৭ আগস্ট ২০২৩, ০৭:৩১ এএম
অনলাইন সংস্করণ

খুলনা বিশ্ববিদ্যালয়ে হঠাৎ বেড়েছে সাপের উপদ্রব, আতঙ্কে শিক্ষার্থীরা

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

সাম্প্রতিক সময়ে খুলনা বিশ্ববিদ্যালয় (খুবি) ক্যাম্পাসে বেড়ে চলছে সাপের উপদ্রব। গত দুদিনে দুটি বিষধর সাপ বের হওয়ার ঘটনায় আতঙ্কে রয়েছে বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা।

জানা গেছে, দিনের আলোতেই বিষাক্ত সাপ ঝোপঝাড় থেকে বেরিয়ে আসছে। প্রতিনিয়ত ক্যাফেটেরিয়া, একাডেমিক বিল্ডিং, রাস্তাঘাটসহ বিভিন্ন স্থানে দেখা মিলছে এসব বিষাক্ত সাপের। এতে শিক্ষার্থীরা দিনে-রাতে রাস্তাঘাটে চলাচলসহ বিভিন্ন স্থানে অবস্থান করা নিয়ে অনেকটা অনিরাপদ হয়ে পড়েছে।

গত শুক্রবার (২৫ আগস্ট) বিশাল আকৃতির বিষধর কাল কেউটে সাপ বিশ্ববিদ্যালয়ের ক্যাফেটেরিয়া সংলগ্ন লেকের পাশের স্তূপ থেকে বেরিয়ে আসে। এ সময় শিক্ষার্থীরা আতঙ্কিত হয়ে পড়েন এবং অনেক চেষ্টার পর সাপ মারতে সক্ষম হয়।

শনিবার (২৬ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের ৩নং একাডেমিক ভবন থেকেও বিশালাকৃতির এক সাপের দেখা পাওয়া যায়। অনেক চেষ্টার পর সেটিকে ধরাশায়ী করেন সংশ্লিষ্টরা। এ দুটি ছাড়া এর আগেও বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন স্থানে নানা প্রকার বিষধর সাপ দেখেছেন বলে শিক্ষার্থীরা জানিয়েছেন।

এদিকে ক্যাম্পাসে সাপের উপদ্রব বাড়ায় আতঙ্কে আছেন শিক্ষার্থীরা। বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে দ্রুত পদক্ষেপ না নিলে যে কোনো সময় বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কাও করছেন তারা।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের তৃতীয় বর্ষের সৌরভ আজাদ বলেন, আগের চেয়ে ক্যাম্পাসে সাপের উপদ্রব বেড়েছে, মাঝে মাঝেই ক্যাম্পাসে সাপ বের হয়। এতে করে যে কোনো সময় ভয়ানক পরিস্থিতি সৃষ্টি হতে পারে তাই আমরা আতঙ্কিত। আমরা চাই বিশ্ববিদ্যালয় প্রশাসন সাপ নিধনে দ্রুত ব্যবস্থা নিক। যে সব জায়গায় সাপ থাকার মতো সেগুলো ভালো মতো পরিষ্কার করা এবং শিক্ষার্থীদের সচেতনভাবে চলাফেরা করলে আশা করি কোনো দুর্ঘটনা ঘটবে না।

বিশ্ববিদ্যালয়ের ছাত্রবিষয়ক পরিচালক প্রফেসর মো. শরীফ হাসান লিমন বলেন, যেহেতু এখন বর্ষাকাল তাই বৃষ্টির কারণে সাপগুলো বাইরে বের হয়ে আসছে। এ ধরনের কিছু দেখা দিলেই আমরা সাপুড়ে দিয়ে ধরার চেষ্টা করি, যদি কোনো উপায়ন্তর না পাই তখন মেরে ফেলা হয়। বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ঝোপঝাড় নিয়মিতভাবেই পরিষ্কার করা হয়। তবুও এ কার্যক্রম আরও জোরদার করা হবে।

পাশাপাশি শিক্ষার্থীদের সতর্কভাবে চলাফেরা করার পরামর্শ দেন তিনি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জুলাই যোদ্ধাদের নতুন কর্মসূচি

রাজবাড়ীতে ব্যতিক্রম আয়োজনে কালবেলার প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

অনুষ্ঠানে যোগ দিলেও জুলাই সনদে সই করেনি যে দল

বান্দরবানের আলীকদমে কালবেলার প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

কুমিল্লায় নানা আয়োজনে কালবেলার তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

জয়পুরহাটের পাঁচবিবিতে কালবেলার বর্ষপূর্তি উদযাপন

জুলাই সনদ স্বাক্ষরে বিরত থাকার কারণ জানালেন আখতার

মায়ামি ম্যাচ বিতর্কে উত্তাল লা লিগা, খেলোয়াড়দের ভাবনায় প্রতিবাদ

প্রাইভেসি পলিসি কেন জরুরি

কালবেলার গৌরবের ৩ বছর পূর্তিতে পটুয়াখালীতে বর্ণিল উৎসব

১০

বিএনপিতে ঐক্যের নজির, সম্মেলনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নতুন নেতৃত্ব

১১

তৈলাক্ত ত্বকের জন্য সহজ স্কিন কেয়ার রুটিন

১২

পেন কানাডার ‘ভয়েসেস অব ফ্রিডমে’ বাংলাদেশের আবদুল্লাহ আল ইমরান

১৩

চুয়াডাঙ্গায় কালবেলার প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

১৪

বকেয়া বেতনের অভিযোগে বসুন্ধরা কিংস ছাড়লেন তারিক কাজী

১৫

এনসিপির অনুপস্থিতি নিয়ে মির্জা ফখরুলের প্রতিক্রিয়া

১৬

পবিত্র নগরী মক্কাকে ঘিরে সৌদির নতুন পরিকল্পনা

১৭

সাতক্ষীরায় কালবেলার প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করল ছাত্রদল

১৮

ঘরেই বানিয়ে ফেলুন দারুণ নরম চকোলেট স্পঞ্জ কেক

১৯

অভিনব কায়দায় অসুস্থ সাজলেন আসামি, সিসিটিভি দেখে বিস্মিত বিচারক

২০
X