রাজশাহী ব্যুরো
প্রকাশ : ২৮ আগস্ট ২০২৫, ১০:২০ পিএম
অনলাইন সংস্করণ
রাকসু নির্বাচন

২৫ পদে মনোনয়ন ফরম সংগ্রহ করল ছাত্রদল

রাকসুর কোষাধ্যক্ষ কার্যালয় থেকে ছাত্রদলের নেতাকর্মীরা মনোনয়ন ফরম সংগ্রহ করেন। ছবি : কালবেলা
রাকসুর কোষাধ্যক্ষ কার্যালয় থেকে ছাত্রদলের নেতাকর্মীরা মনোনয়ন ফরম সংগ্রহ করেন। ছবি : কালবেলা

রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) ও সিনেটে ছাত্র প্রতিনিধি নির্বাচনে অংশ নিতে ২৫টি পদে মনোনয়ন ফরম সংগ্রহ করেছে ছাত্রদল।

বৃহস্পতিবার (২৮ আগস্ট) বিকেল সাড়ে ৪টার দিকে রাকসুর কোষাধ্যক্ষ কার্যালয় থেকে নেতাকর্মীরা মনোনয়ন ফরম সংগ্রহ করেন।

এর মধ্যে কেন্দ্রীয় সংসদ নির্বাচনের ২৩টি পদে ও সিনেটের দুটি পদে ফরম সংগ্রহ করেছেন তারা। তবে কে, কোন পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন এবং প্যানেলে কে কে থাকছেন, তা জানানো হয়নি। তবে আগামী ৪ সেপ্টেম্বর মনোনয়নপত্র জমা দিয়ে আনুষ্ঠানিকভাবে প্যানেল ঘোষণা করবেন বলে জানানো হয়েছে।

ছাত্রদল সূত্রে জানা যায়, সংগঠনটির পক্ষ থেকে কোনো পদ উল্লেখ না করে বৃহস্পতিবার সাংগঠনিক সম্পাদক মাহমুদুল হাসান মিঠু, সহসভাপতি নুরুদ্দীন আবির, জান্নাতুল নাঈম তুহিনা, যুগ্ম সাধারণ সম্পাদক জাহীন বিশ্বাস এষা, শাহ মুহাম্মদ কাফী, সামাদ মুবিন, দপ্তর সম্পাদক নাফিউল ইসলাম জীবন, সহ-দপ্তর সিয়াম বিন আইয়ুব, মানবাধিকারবিষয়ক সম্পাদক রাফায়েতুল ইসলাম রাবিত, প্রচার সম্পাদক আর রাফি খান, বিজয় ২৪ হলের সভাপতি গাজী ফেরদৌস হাসান ও শেরেবাংলার সভাপতি এম এইচ জেমসসহ পূর্ণাঙ্গ কমিটি এবং কয়েকটি হল কমিটির নেতারা এসে কেন্দ্রীয় ছাত্র সংসদ এবং সিনেটের মনোনয়ন ফরম সংগ্রহ করেন।

ফরম উত্তোলন শেষে যুগ্ম সাধারণ সম্পাদক জাহীন বিশ্বাস এষা বলেন, বিশ্ববিদ্যালয়ে গণতন্ত্রের সবচেয়ে বড় বহিঃপ্রকাশ হচ্ছে রাকসু। আমরা সেই গণতান্ত্রিক প্রক্রিয়ার অংশ হতে মনোনয়নপত্র সংগ্রহ করেছি। আমরা শুরু থেকেই রাকসু চেয়ে আসছিলাম। কারণ রাকসু আমাদের প্রাণের দাবি। তবে নির্বাচন কমিশনের সিদ্ধান্তহীনতা ও নির্বাচনের পরিবেশ নিয়ে কিছু শঙ্কা আছে। আমরা চাই নির্বাচনের আগে সেগুলোর সমাধান হোক।

সাংগঠনিক সম্পাদক মাহমুদুল হাসান মিঠু বলেন, আমরা সিনেটের দুটিসহ ২৫টি ফরম সংগ্রহ করেছি। আগামী ৪ তারিখে ফরম জমা দিয়ে প্যানেল ঘোষণা করব। তবে প্রশাসন ও নির্বাচন কমিশন শুরু থেকে এখন পর্যন্ত অপেশাদার আচরণ করে যাচ্ছে। তাদের দায়িত্বে নির্বাচনী পরিবেশ নিয়ে আমরা এখনো শঙ্কিত। এ বিষয়গুলোর সমাধান চাই।

ছাত্রদলের প্যানেলে শীর্ষ পদে আলোচনায় যারা : ছাত্রদলের সভাপতি-সাধারণ সম্পাদকসহ শীর্ষ নেতারা নির্বাচনে অংশ নিতে না পারায় নিয়মিত ছাত্রত্ব আছে— এমন নেতাদের শীর্ষ পদে বেছে নিতে হবে দলটিকে। দলের নেতাদের মধ্যে নিয়মিত ছাত্রত্ব ও ক্যাম্পাসে পরিচিতি আছে, এমন নেতার সংখ্যা হাতেগোনা।

তবে শেষ পর্যন্ত যদি ছাত্রদল নিজেদের প্যানেল গঠন করে তাহলে ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক মাহমুদুল মিঠুকে ভিপি প্রার্থী হিসেবে দেখা যেতে পারে। এ ছাড়া জিএস পদে যুগ্ম সাধারণ সম্পাদক জাহিন বিশ্বাস এষা থাকতে পারেন বলে আলোচনা রয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জুলাই যোদ্ধাদের নতুন কর্মসূচি

রাজবাড়ীতে ব্যতিক্রম আয়োজনে কালবেলার প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

অনুষ্ঠানে যোগ দিলেও জুলাই সনদে সই করেনি যে দল

বান্দরবানের আলীকদমে কালবেলার প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

কুমিল্লায় নানা আয়োজনে কালবেলার তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

জয়পুরহাটের পাঁচবিবিতে কালবেলার বর্ষপূর্তি উদযাপন

জুলাই সনদ স্বাক্ষরে বিরত থাকার কারণ জানালেন আখতার

মায়ামি ম্যাচ বিতর্কে উত্তাল লা লিগা, খেলোয়াড়দের ভাবনায় প্রতিবাদ

প্রাইভেসি পলিসি কেন জরুরি

কালবেলার গৌরবের ৩ বছর পূর্তিতে পটুয়াখালীর দুমকিতে বর্ণিল উৎসব

১০

বিএনপিতে ঐক্যের নজির, সম্মেলনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নতুন নেতৃত্ব

১১

তৈলাক্ত ত্বকের জন্য সহজ স্কিন কেয়ার রুটিন

১২

পেন কানাডার ‘ভয়েসেস অব ফ্রিডমে’ বাংলাদেশের আবদুল্লাহ আল ইমরান

১৩

চুয়াডাঙ্গায় কালবেলার প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

১৪

বকেয়া বেতনের অভিযোগে বসুন্ধরা কিংস ছাড়লেন তারিক কাজী

১৫

এনসিপির অনুপস্থিতি নিয়ে মির্জা ফখরুলের প্রতিক্রিয়া

১৬

পবিত্র নগরী মক্কাকে ঘিরে সৌদির নতুন পরিকল্পনা

১৭

সাতক্ষীরায় কালবেলার প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করল ছাত্রদল

১৮

ঘরেই বানিয়ে ফেলুন দারুণ নরম চকোলেট স্পঞ্জ কেক

১৯

অভিনব কায়দায় অসুস্থ সাজলেন আসামি, সিসিটিভি দেখে বিস্মিত বিচারক

২০
X