বিশ্ববিদ্যালয়ে ভর্তিচ্ছু দুই হাজারের বেশি শিক্ষার্থীদের জন্য সুখবর। গুচ্ছভুক্ত ২২ বিশ্ববিদ্যালয়ে ২০২২-২৩ শিক্ষাবর্ষে স্নাতক শ্রেণিতে ভর্তি প্রক্রিয়া শেষে দুই হাজারের বেশি আসন শূন্য রয়েছে। এসব আসনে ফের শিক্ষার্থী ভর্তি করানো হবে বলে প্রাথমিক সিদ্ধান্ত নিয়েছে ভর্তি কমিটি।
বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) রাতে গুচ্ছভুক্ত ২২ বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সভায় ফের শিক্ষার্থী ভর্তির বিষয়ে প্রাথমিক সিদ্ধান্ত হয়। বিষয়টি নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে আগামী ২৫ সেপ্টেম্বর আবারও সভা ডাকা হয়েছে। সভায় অংশ নেওয়া এমন দুটি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যরা জানান, প্রায় ২২০০ আসন এখনো শূন্য রয়েছে। এতসংখ্যক আসন ফাঁকা রেখে ক্লাস কার্যক্রম শুরু করতে চায় না ভর্তি কমিটি। আসন শূন্য রেখে ভর্তি কার্যক্রম গুটিয়ে নিলে অনেকে ভর্তিচ্ছুর বিশ্ববিদ্যালয়ে পড়ার স্বপ্ন শেষ হয়ে যাবে। এ ছাড়া বিশ্ববিদ্যালয়গুলোও কাঙ্ক্ষিত শিক্ষার্থীও পাবে না। সার্বিক পরিস্থিতি বিবেচনায় নিয়ে আবারও ভর্তির সুযোগ দিতে যাচ্ছে গুচ্ছ ভর্তি পরীক্ষা কমিটি। যেসব শিক্ষার্থী অপেক্ষমাণ তালিকায় আছে তাদের মেধাতালিকার মাধ্যমে ভর্তি করা হতে পারে।
এর আগে কর্তৃপক্ষ প্রথমে তিন ধাপে ভর্তি প্রক্রিয়া শেষ করার সিদ্ধান্ত নেয়। গত ২০-২৪ জুলাই প্রথম ধাপে ভর্তি শুরু হয়। এরপর দ্বিতীয় ধাপে ২৮-৩০ জুলাই এবং তৃতীয় ধাপে ৩-৫ আগস্ট চলে ভর্তি কার্যক্রম। তারপরও আসন শূন্য থাকায় চতুর্থ ধাপে ২০-২২ আগস্ট ভর্তি নেওয়া হয়। এরপর এক মাস আর ভর্তির জন্য অপেক্ষমাণ তালিকা বা কোনো নির্দেশনা দেওয়া হয়নি।
অথচ বিশ্ববিদ্যায়গুলোতে দুই হাজারের বেশি আসন এখনো শূন্য রয়েছে বলে জানান খোদ ভর্তি কমিটির সদস্যরা। দীর্ঘ একমাস পার হলেও শূন্য এসব আসনে শিক্ষার্থী ভর্তি করানো হবে কিনা, তা নিয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারেনি গুচ্ছ ভর্তির কমিটি।
মন্তব্য করুন