কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৯ মে ২০২৫, ০৫:২৩ পিএম
অনলাইন সংস্করণ

এক ছাতার নিচে আসছে দেশের সব বিশ্ববিদ্যালয়

ইউজিসিতে ‘ইউজিসি-ইআরপি সফটওয়্যার আর্কিটেকচার ও ডিজাইনের ওপর বিশেষজ্ঞ মতামত’ শীর্ষক কর্মশালা। ছবি : কালবেলা
ইউজিসিতে ‘ইউজিসি-ইআরপি সফটওয়্যার আর্কিটেকচার ও ডিজাইনের ওপর বিশেষজ্ঞ মতামত’ শীর্ষক কর্মশালা। ছবি : কালবেলা

দেশের সব সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের কার্যক্রমকে এক ছাতার নিচে এনে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে যাচ্ছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)। এ লক্ষ্যে নিজস্ব উদ্যোগে একটি অত্যাধুনিক এন্টারপ্রাইজ রিসোর্স প্ল্যানিং (ইআরপি) সফটওয়্যার তৈরি করার উদ্যোগ নিয়েছে সংস্থাটি।

সোমবার (১৯ মে) ইউজিসিতে ‘ইউজিসি-ইআরপি সফটওয়্যার আর্কিটেকচার ও ডিজাইনের ওপর বিশেষজ্ঞ মতামত’ শীর্ষক দিনব্যাপী এক কর্মশালায় এই গুরুত্বপূর্ণ তথ্য জানানো হয়েছে। হায়ার এডুকেশন এক্সিলারেশন অ্যান্ড ট্রান্সফরমেশন (হিট) প্রকল্পের অধীনে এই সফটওয়্যারটি নির্মিত হবে।

এই সমন্বিত সফটওয়্যারের মাধ্যমে বিশ্ববিদ্যালয়গুলোর একাডেমিক কার্যক্রম, গবেষণা, অ্যাক্রিডিটেশন প্রক্রিয়া, বিভিন্ন প্রকল্পের প্রস্তাবনা, আর্থিক ব্যবস্থাপনা এবং শিক্ষক-শিক্ষার্থীসহ সবার প্রোফাইল সংক্রান্ত যাবতীয় তথ্য সন্নিবেশিত থাকবে। এছাড়াও, ইউজিসির নিজস্ব বিভিন্ন কার্যক্রমের তথ্যও এই সফটওয়্যারে অন্তর্ভুক্ত করা হবে।

কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউজিসি চেয়ারম্যান প্রফেসর ড. এস এম এ ফায়েজ। তিনি বলেন, দেশের বিশ্ববিদ্যালয়গুলো এবং ইউজিসির সুষ্ঠু ব্যবস্থাপনার স্বার্থে একটি অভিন্ন প্ল্যাটফর্মে আসা অপরিহার্য। এই লক্ষ্যে এই সমন্বিত সফটওয়্যারের প্রয়োজনীয়তা রয়েছে। এই উদ্যোগ সফলভাবে বাস্তবায়িত হলে উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে তথ্য ব্যবস্থাপনার ক্ষেত্রে একটি কার্যকর পদ্ধতি তৈরি হবে, যার মাধ্যমে সময় ও অর্থের সাশ্রয় হবে এবং বিশ্ববিদ্যালয় ও ইউজিসির প্রয়োজনীয় তথ্য সহজে পাওয়া যাবে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউজিসি সদস্য প্রফেসর ড. মো. সাইদুর রহমান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কমিশনের সদস্য প্রফেসর ড. মোহাম্মদ তানজীমউদ্দিন খান। প্রফেসর তানজীমউদ্দিন খান উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলোর কাজের স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করার জন্য এ ধরনের একটি সফটওয়্যারের প্রয়োজনীয়তার ওপর জোর দেন।

তিনি বলেন, সুষ্ঠু বিশ্ববিদ্যালয় ব্যবস্থাপনার জন্য নির্ভুল তথ্য এবং তথ্যে অবাধ প্রবেশাধিকার নিশ্চিত করা দরকার। এই সফটওয়্যার চালু হলে বিশ্ববিদ্যালয়ের প্রকৃত জনবলের সংখ্যা, জনবলের চাহিদা, বিভিন্ন বিভাগের সংখ্যা, নতুন বিভাগ খোলার প্রয়োজনীয়তা এবং চাহিদা অনুযায়ী বাজেট প্রণয়ন করা সম্ভব হবে।

সভাপতির বক্তব্যে প্রফেসর সাইদুর রহমান উল্লেখ করেন, বর্তমানে ইউজিসি ও দেশের অধিকাংশ বিশ্ববিদ্যালয়ে ম্যানুয়াল পদ্ধতিতে তথ্য আদান-প্রদান করা হয়। এই পদ্ধতিতে সময়ের অপচয় হয় এবং চাহিদা অনুযায়ী তথ্য ব্যবহার করা কঠিন হয়ে পড়ে। তিনি আরও জানান, ইউজিসি ও বিশ্ববিদ্যালয়গুলোকে একটি অভিন্ন প্ল্যাটফর্মে নিয়ে আসার জন্য একটি ইউনিভার্সাল মডিউল তৈরি করা হবে। ব্যবহারবান্ধব এই সফটওয়্যারটি দেশে একটি নতুন দৃষ্টান্ত স্থাপন করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

অনুষ্ঠানে ইউজিসি সচিব ড. মো. ফখরুল ইসলাম, ইনফরমেশন এন্ড কমিউনিকেশন টেকনোলজি বিভাগের পরিচালক মো. ওমর ফারুক, হিট প্রকল্পের পরিচালক প্রফেসর ড. আসাদুজ্জামান এবং বাংলাদেশ রিসার্চ অ্যান্ড এডুকেশন নেটওয়ার্ক (বিডিরেন)-এর প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ তৌরিতও মূল্যবান বক্তব্য প্রদান করেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আ.লীগ নেতা চন্দনের পাসপোর্ট জব্দ, দেশত্যাগে নিষেধাজ্ঞা

বিসিবির সহ-সভাপতি পদে নির্বাচিত হলেন যারা

ভয়ঙ্কর রূপে তিস্তা, ১৫ হাজার পরিবার পানিবন্দি

নিষিদ্ধ ছাত্রলীগ নেতা সোহেল রানা গ্রেপ্তার

পরমাণু কর্মসূচি নিয়ে নিজেদের অবস্থান সাফ জানিয়ে দিল ইরান

দুশ্চিন্তা ঘুচিয়ে সোহেল-লামিয়ার ঘরে এলো পাঁচ সন্তান

বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিসিবির সভাপতি বুলবুল

মরিয়া প্রমাণ করা লাগবে আমরা অসুস্থ, আদালতে দীপু মনির প্রশ্ন 

জনমুক্তির ধারাবাহিক আলোচনা / ‘বাংলাদেশের সাংস্কৃতিক বোঝাপড়া’র প্রথম পর্ব অনুষ্ঠিত

বিএনপির সেই নেতার ইচ্ছা পূরণে ভার্চুয়ালি সাক্ষাৎ করলেন তারেক রহমান

১০

নতুন কৌশলে ব্যাংক অ্যাকাউন্ট হ্যাক করছে প্রতারকরা

১১

বিবিসি সাক্ষাৎকারে অন্যরকম তারেক রহমান

১২

অন্তর্বাস থেকে কি আসলেই ক্যানসার হয়

১৩

বিসিবি নির্বাচনে কোন ক্যাটাগরিতে কত ভোট পড়ল?

১৪

সড়ক অবরোধ করে ভাঙচুরের পর বাসে আগুন

১৫

অসুস্থতার নাটক সাজিয়ে টাকা হাতিয়ে নিত এই দম্পতি

১৬

সেপ্টেম্বরে ফের বেড়েছে মূল্যস্ফীতি

১৭

যে ৫ কারণে খাবারের তালিয়া রাখবেন কাঁকরোল

১৮

রাষ্ট্রদূত মেজর জেনারেল আমিনুল হককে প্রত্যাহার

১৯

সিলেটে মাইক্রোবাস-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ২

২০
X