কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২০ অক্টোবর ২০২৩, ০৫:৫৩ পিএম
আপডেট : ২০ অক্টোবর ২০২৩, ০৬:৪১ পিএম
অনলাইন সংস্করণ

বদরুন্নেছায় চলে ছাত্রলীগ নেত্রী ‘শেলীর শাসন’

অভিযুক্ত ছাত্রলীগ নেত্রী সেলিনা আক্তার শেলী। ছবি : সংগৃহীত
অভিযুক্ত ছাত্রলীগ নেত্রী সেলিনা আক্তার শেলী। ছবি : সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ ছাত্রলীগের সভাপতি ও কেন্দ্রীয় উপপরিবেশবিষয়ক সম্পাদক সেলিনা আক্তার শেলী। তার বিরুদ্ধে অভিযোগের যেন শেষ নেই। কদিন আগেই ছাত্রলীগ আয়োজিত সোহরাওয়ার্দী উদ্যানে ছাত্র সমাবেশ শেষে ক্যাম্পাসে মারামারির ঘটনায় উঠে এসেছিল তার নাম। এবার তার বিরুদ্ধে অভিযোগ উঠেছে সিট-বাণিজ্য ও চাঁদাবাজির।

সাধারণ শিক্ষার্থীদের অভিযোগ, জোর করে দলীয় মিছিল-মিটিংয়ে যেতে বাধ্য করা, কেউ যেতে না চাইলে মানসিক ও শারীরিক নির্যাতনও করা হয়।

নাম প্রকাশে অনিচ্ছুক ভুক্তভোগী এক শিক্ষার্থী বলেন, হলের সাধারণ শিক্ষার্থী যারা রাজনীতি করে না তাদের মানুষই মনে করে না, যাচ্ছেতাই ব্যবহার করে। আর খাবারের কথা কী বলব, খাবারের চার্টের রিসিটে লেখা আছে ৮০০ টাকা, তারা নেয় ১ হাজার টাকা। খাবারের মান অনেক খারাপ, ওই খাবার খেয়ে বেঁচে আছি এটাই অনেক।

নাম প্রকাশ না করার শর্তে আরেক শিক্ষার্থী জানান, সিটের জন্য আবেদন করার পর অফিসিয়াল কার্যক্রম শেষ করেও সিটে উঠতে পারেননি তিনি। বাধা হয়ে দাঁড়ায় সেলিনার অনুসারীরা। পরে টাকা দিয়ে সিটে ওঠেন তিনি। এ টাকা সেলিনার কাছে পাঠায় তার অনুসারীরা। অভিযোগ রয়েছে, ৭ থেকে ১৩ হাজার টাকা নেওয়ার রেওয়াজ চালু রয়েছে।

কোনো স্লিপ বা ডকুমেন্টস রাখা হয় কিনা জানতে চাইলে এই শিক্ষার্থী বলেন, নগদ টাকা দিতে হয়। কোনো ধরনের স্লিপ কিংবা ডকুমেন্টস রাখা হয় না।

তিনি বলেন, আমি অফিসিয়ালি সিট ইস্যু করছি কিন্তু আমাকে বলছে তোর কোন মা এসে তোকে সিট দেয় আমি দেখব। তুই হলে থাকতে পারবি না, কালই তোকে হল ছাড়তে হবে। পরে শুনেছি নতুন মেয়েরা উঠেছে ওদের কাছ থেকে ১৫ হাজার করে টাকা নিয়েছে। আমাকে দুদিন আগে ডেকে বলে তোমাকে আরও ৬ হাজার টাকা দিতে হবে এটা হলো চার্জ।

শুধু সিট-বাণিজ্যই নয়, বদরুন্নেসা কলেজ ছাত্রলীগের সভাপতির বিরুদ্ধে ক্যান্টিন থেকে দৈনিক ৪০০ টাকা করে চাঁদা আদায়ের অভিযোগও রয়েছে। বদরুন্নেসা কলেজ শিক্ষার্থীরা এসব অভিযোগের বিষয়ে জানান।

তবে এসব অভিযোগ অস্বীকার করেছেন সেলিনা। তিনি বলেন, নিয়মতান্ত্রিক উপায়ে সিট দেয় প্রশাসন। এসবের সঙ্গে কোনো ধরনের সম্পৃক্ততা নেই তার। জোর করে প্রোগ্রামে নেওয়া হয় না বলেও দাবি করেন তিনি।

সেলিনা বলেন, সিট বাণিজ্যের বিষয়টি ভুয়া। ম্যাডামরা সিটের জন্য মেয়েদের আবেদন করতে বলেছে। তাদের শিক্ষা ও রেজাল্ট অনুযায়ী সিট দেওয়া হবে। এখানে তো আমার কোনো হাত নেই। তবে অনেকে আছে আমার বিরোধী তারা এগুলো করানোর চেষ্টা করছে।

ভুক্তভোগীরা জানান, বিশেষ নিয়মকানুন বেঁধে দিয়েছেন ছাত্রলীগের এই নেত্রী। কোনো শিক্ষার্থী এই নিয়মের বাইরে গেলে রুমে ডেকে নিয়ে যাওয়া হয়। তারপর নানা ধরনের নির্যাতন চালানো হয় তার ওপর। আজকের পত্রিকায় এমন সব অভিযোগ তুলে প্রতিবেদন প্রকাশ করা হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

০৩ জানুয়ারি : আজকের নামাজের সময়সূচি

ইয়েমেনে সৌদির বিমান হামলায় নিহত ২০ ছাড়াল, আহত বহু

খালেদা জিয়ার মৃত্যুতে সৌদি বাদশা-যুবরাজ ও কাতার আমিরের শোক

‘সাউথ আরাবিয়া’ নামে বিচ্ছিন্ন রাষ্ট্রের ঘোষণাপত্র প্রকাশ করল এসটিসি ঘনিষ্ঠ গণমাধ্যম

হাদরামাউতে তীব্র সংঘর্ষ চলছে : এসটিসির সামরিক মুখপাত্র

খালেদা জিয়ার কবরে ১২ দলীয় জোটের ফুলেল শ্রদ্ধা

ইয়েমেনের হাদরামাউতে সংঘর্ষে এসটিসির আরও এক সদস্য নিহত

বিমান ভাড়া নিয়ন্ত্রণে অধ্যাদেশ জারি

ফয়েজ আহমদ তৈয়ব-এর ফেসবুক পোস্ট / এনআইআর চালুর পর ক্লোন ফোন নিয়ে বেরিয়ে এলো ভয়াবহ তথ্য

আশুলিয়ায় মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ১৪

১০

খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় কসবায় দোয়া মাহফিল

১১

স্বতন্ত্র প্রার্থীর পক্ষে যাচাই-বাছাইয়ে গিয়ে ২ আ.লীগ নেতা গ্রেপ্তার

১২

দেশের মানুষকে ভালো রাখার জন্য আমৃত্যু লড়েছেন খালেদা জিয়া : খায়রুল কবির

১৩

অনলাইন ট্রাভেল এজেন্সির ব্যাংক গ্যারান্টি ১ কোটি টাকা

১৪

প্রশাসন নিরপেক্ষ না থেকে বিএনপির দিকে ঝুঁকে পড়েছে : হাসনাত

১৫

শরীয়তপুরে পুড়িয়ে হত্যাচেষ্টা / বাদী হয়ে বাবার মামলা, তৃতীয় দিনেও অধরা দুর্বৃত্তরা

১৬

পুলিশ স্বামীর ইউনিফর্ম পরে স্ত্রীর ‘টিকটক’, কনস্টেবল প্রত্যাহার

১৭

‘আমরা থানা পুড়িয়েছি, এসআইকে জ্বালিয়ে দিয়েছি’, বৈষম্যবিরোধী নেতার হুমকি

১৮

মাহমুদউল্লাহর ঝড়ো ক্যামিওতে রংপুরের দারুণ জয়

১৯

যে কারণে বাতিল হলো হামিদুর রহমান আজাদের মনোনয়ন

২০
X