বলিউডের দুই খান যখন এক মঞ্চে তখন বিনোদন ভুবনে ঝড় ওঠাটাই স্বাভাবিক। সম্প্রতি টুইঙ্কল খান্না ও কাজলের সঞ্চালনায় জনপ্রিয় টকশো ‘টু মাচ’-এ হাজির হয়েছিলেন সালমান খান ও আমির খান। রসিকতায় ভরপুর এ পর্বে একে অপরকে নিয়ে চলেছে খুনসুটি, উসকানো হয়েছে পুরোনো প্রেমের গুঞ্জন। এমনকি সালমানকে ‘চিরকুমার’ বলে পরিচয় করিয়ে দিয়েছেন টুইঙ্কল, আর টেনে এনেছেন তার বহুবারের প্রেমের গল্প ও বহুল আলোচিত ‘কুমারত্ব’ থাকার দাবি।
ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা যায়, সাক্ষাৎকারের একপর্যায়ে টুইঙ্কল বলেন, ‘সালমান ও আমিরের মধ্যে পদবিই শুধু মিল আছে, বাকিটা একেবারেই আলাদা।’
খানিকটা খোঁচা দিয়ে বললেন, ‘ অথচ সালমান নিজেকে এখনও ভার্জিন বলেন।’ উত্তরে সালমানও হাসতে হাসতে সেই দাবি মেনে নেন। পাশাপাশিএই ভরা মঞ্চে আমিরের একাধিক বিয়ে নিয়েও রসিকতা হয়।
সাক্ষাৎকারে ‘ছেলেরা কাঁদে না’ প্রসঙ্গে সালমান বলেন, ‘পরিবারের জন্য কান্না ঠিক আছে, কিন্তু বান্ধবী চলে গেলে একটু বেশি কাঁদতে হয়।’ তখন টুইঙ্কল মজার ছলে বলেন, ‘এই বয়সে প্রেমিকার জন্য কে কাঁদে?’ সালমান জবাব দেন, ‘এখনকার তরুণ সমাজ তো একটার পর আরেকটা।’
এর আগে ২০১৩ সালে একটি জনপ্রিয় টকশোতেও সালমান নিজেকে ‘ভার্জিন’ বলে দাবি করেছিলেন এবং বলেছিলেন, ‘আমি যাকে বিয়ে করব, তার জন্যই নিজেকে বাঁচিয়ে রেখেছি।’ নতুন শোতেও সেই প্রসঙ্গ নিয়ে হাসিঠাট্টা জমে ওঠে।
মন্তব্য করুন