হৃদয়বিদারক এক দুর্ঘটনায় প্রাণ হারাল ১৭ মাস বয়সী এক শিশু। অন্ধ্রপ্রদেশের অনন্তপুর জেলার বুক্কারায়সমুদ্রম গ্রামে অবস্থিত একটি সরকারি আবাসিক বিদ্যালয়ে (আম্বেদকর গুরুকুল স্কুল) ফুটন্ত দুধের হাঁড়িতে পড়ে গিয়ে মৃত্যুবরণ করেছে শিশুটি।
সিসি ক্যামেরারে ফুটেজে ধরা পড়া মর্মান্তিক এই ঘটনার সময় শিশুটি তার মায়ের সঙ্গে বিদ্যালয়ের রান্নাঘরে ছিল। শিশুটির মা কৃষ্ণাবেণী একটি বেসরকারি সংস্থার অধীনে ওই স্কুলে নিরাপত্তারক্ষী হিসেবে কর্মরত।
পুলিশ সূত্রে জানা গেছে, ঘটনার দিন ছাত্রছাত্রীদের জন্য রান্না করা গরম দুধ একটি বড় হাঁড়িতে করে রান্নাঘরে রাখা ছিল ঠান্ডা করার জন্য। সেটি রাখা হয় একটি সিলিং ফ্যানের নিচে।
ভিডিও ফুটেজে দেখা যায়, কৃষ্ণাবেণী ও তার মেয়ে আক্ষিতা রান্নাঘরে প্রবেশ করার পর কিছু সময়ের জন্য বাইরে চলে যান। কিছুক্ষণ পর ছোট্ট আক্ষিতা একা রান্নাঘরে ফিরে আসে, একটি বিড়ালের পেছনে হাঁটতে হাঁটতে।
বিড়ালটি দুধের হাঁড়ির পাশে পৌঁছলে আক্ষিতাও সেখানে গিয়ে দাঁড়ায়। হঠাৎ তার পা পিছলে যায় এবং সে সরাসরি ফুটন্ত দুধে ভর্তি হাঁড়ির মধ্যে পড়ে যায়। এতে তার শরীরের বড় অংশ দগ্ধ হয়।
আক্ষিতার চিৎকার শুনে মা দ্রুত ছুটে এসে তাকে হাঁড়ি থেকে তুলে নেন এবং সঙ্গে সঙ্গে অনন্তপুর সরকারি হাসপাতালে নিয়ে যান। সেখানকার চিকিৎসকরা উন্নত চিকিৎসার জন্য শিশুটিকে কুর্নুল সরকারি হাসপাতালে স্থানান্তর করার নির্দেশ দেন। কিন্তু চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় আক্ষিতার।
এই ঘটনা পুরো এলাকায় গভীর শোকের ছায়া ফেলেছে। স্কুল কর্তৃপক্ষ ও প্রশাসনের গাফিলতির অভিযোগও উঠতে শুরু করেছে স্থানীয়দের মধ্যে। শিশু সুরক্ষার এমন ভয়াবহ ব্যর্থতা নিয়ে তদন্তের দাবি উঠেছে।
সূত্র : এনডিটিভি
মন্তব্য করুন