ছোট পর্দা থেকে বড় পর্দায় ব্যস্ত সময় পার করছেন জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি খোলামেলা কথা বলেন ব্যক্তিগত জীবন, ভবিষ্যৎ পরিকল্পনা ও ক্যারিয়ার নিয়ে।
ভবিষ্যৎ নিয়ে দীর্ঘমেয়াদি পরিকল্পনা করতে তিনি ভীত। এমন মন্তব্য করে মেহজাবীন বলেন, ‘আমি বেশি বেশি কথা বলব, অনেক কিছু বলব, এই করে ফেলেছি, ওই করে ফেলেছি, এটা করব—এগুলো সব পরিকল্পনা এবং ফিউচার। আজ এখান থেকে বের হয়ে আমি রাস্তাতেই মারা যেতে পারি। আমরা জানি না আসলে কী হবে। তো, অনেক লম্বা বা অনেক দূরের চিন্তাভাবনা আসলে আমি করতে অনেক ভয় পাই এবং করতে চাইও না।’
অভিনেত্রী বিশ্বাস করেন, একজন শিল্পীর প্রকৃত পরিচয় তার কাজই তুলে ধরে। তিনি বলেন, ‘কতটুকু ভালো করেছি, না করেছি—এগুলো একেবারেই আলাদা আলোচনা। কিন্তু আমার কাজই কথা বলুক।’
তবে বড় পর্দায় কাজ নিয়ে তার আগ্রহ প্রবল। মেহজাবীন জানান, ‘সিনেমা যেহেতু শুরু করেছি, সামনেও সিনেমা করব। যদি ভালো গল্প থাকে, আমার চরিত্র ভালো লাগে—আমি তো কাজ করতেই চাই।’
নতুন কাজের ঘোষণা না দেওয়ার বিষয়ে দর্শকদের ক্ষোভের কথাও স্বীকার করেছেন অভিনেত্রী। তিনি জানান, “আপনারা মাঝে মাঝে মন খারাপ করেন, ‘মেহজাবীন কিছু বলছেন না, আর্টিস্টরা এখন সবকিছু লুকায়।’ কিন্তু ব্যাপারটা তা না। আসলে এর পেছনে রয়েছে কন্ট্রাকচুয়াল বাইন্ডিংস। যে কোনো কাজে অনবোর্ড হলেই সবার আগে প্রযোজনা সংস্থা একটি স্বাক্ষর নেয়, যেখানে শর্ত থাকে প্রোডাকশন হাউসই প্রথম ঘোষণার কাজটি করবে। তারা একটি সুনির্দিষ্ট স্ট্র্যাটেজি সেট করে কবে কী বলতে হবে, কবে কী রিলিজ হবে।’
মন্তব্য করুন