কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৬ ডিসেম্বর ২০২৪, ০৫:১৫ পিএম
আপডেট : ১৪ মে ২০২৫, ০৫:৫৩ পিএম
অনলাইন সংস্করণ

বিশ্বমানের সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট প্রোগ্রাম এখন ইউসিএসআই ইউনিভার্সিটি বাংলাদেশে

বিশ্বমানের সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট প্রোগ্রাম এখন ইউসিএসআই ইউনিভার্সিটি বাংলাদেশে

বিগত এক দশকে দেশে গড়ে উঠেছে দেশ-বিদেশের অসংখ্য শিল্প কারখানা ও বাণিজ্যিক প্রতিষ্ঠান। তাই বৈশ্বিক বাণিজ্যের সঙ্গে তাল মিলিয়ে সাপ্লাই চেইন বর্তমানে একটি সম্ভাবনাময় সেক্টর হয়ে উঠেছে। আর সেইসঙ্গে প্রতিদিন নতুন কর্মসংস্থানের সুযোগ তৈরি হচ্ছে।

একথা মাথায় রেখেই ইউসিএসআই ইউনিভার্সিটি বাংলাদেশ ব্রাঞ্চ ক্যাম্পাস শিক্ষার্থীদের জন্য সাপ্লাই চেইন অপারেশন্স ম্যানেজমেন্ট ব্যাচেলরস প্রোগ্রাম অফার করছে। এই প্রোগ্রামে অধ্যয়নের মাধ্যমে শিক্ষার্থীরা একটি পণ্যের কাঁচামাল কেনা থেকে শুরু করে কয়েকটি ধাপে সেই পণ্যটি ভোক্তার কাছে পৌঁছে দেওয়ার পুরো প্রক্রিয়াটি সম্পর্কে বিস্তারিত জানতে পারবে।

গার্মেন্টস থেকে শুরু করে টেক ইন্ডাস্ট্রি প্রতিটি সেক্টরই এখন তীব্র প্রতিযোগিতামূলক। আর এই প্রতিযোগিতায় টিকে থাকতে প্রয়োজন সাপ্লাই চেইন ম্যানেজমেন্টে দক্ষ জনবল। ইউসিএসআই ইউনিভার্সিটি যুগের সঙ্গে তাল মিলিয়ে শিক্ষার্থীদের দক্ষতা বৃদ্ধিতে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে থাকে। ইউসিএসআই ইউনিভার্সিটির বিশ্বমানের কারিকুলাম অনুসরণ করে অভিজ্ঞ শিক্ষকদের নিবিড় তত্ত্বাবধানে বাংলাদেশ ব্রাঞ্চ ক্যাম্পাসে ছাত্র-ছাত্রীদের অধ্যায়নের সুযোগ নিশ্চিত করতে বদ্ধপরিকর।

দক্ষতা বৃদ্ধিতে প্রাতিষ্ঠানিক শিক্ষার কোনো বিকল্প নেই ইউসিএসআই ইউনিভার্সিটি বাংলাদেশ ব্রাঞ্চ ক্যাম্পাসের বিজনেস এন্ড ম্যানেজমেন্ট ফ্যাকাল্টির ডিন অধ্যাপক ড. গোলাম আহমেদ ফারুকী বলেন, সাপ্লাই চেইন সেক্টরে সফল ক্যারিয়ার গড়তে প্রাতিষ্ঠানিক শিক্ষা অপরিহার্য। বর্তমানে দেশে বিভিন্ন প্রতিষ্ঠান এই সেক্টরে চাকরি দিচ্ছে। পাশাপাশি বিদেশেও সাপ্লাই চেইন প্রফেশনালদের প্রচুর চাহিদা রয়েছে। তবে এ জন্য নিজেকে গড়ে তুলতে প্রয়োজন বিশ্বমানের প্রফেশনাল ডিগ্রি। আমরা বিজনেস ফ্যাকাল্টির অধীনে চার-বছর মেয়াদি সাপ্লাই চেইন অপারেশন্স ম্যানেজমেন্ট প্রোগ্রাম অফার করছি। এই প্রোগ্রামের কারিকুলাম মালয়েশিয়ার ইউসিএসআই ইউনিভার্সিটির স্ট্যান্ডার্ড মেনে শিক্ষার্থীদের পড়ানো হচ্ছে। বিদেশি ডিগ্রিধারী শিক্ষকদের তত্ত্বাবধানে তাদের পড়াশোনার অগ্রগতি নিশ্চিত করা হচ্ছে।

এ ছাড়াও আমাদের সাপ্লাই চেইন প্রোগ্রামটি কিউএস র‍্যাঙ্কিং অনুযায়ী বিজনেস এন্ড ম্যানেজমেন্ট ফ্যাকাল্টির অধীনে বিশ্বের শীর্ষ ৩৫০ প্রোগ্রামের মধ্যে অবস্থান করছে। কিউএস র‍্যাঙ্কিংয়ে আমাদের মজবুত অবস্থান বিশ্বব্যাপী আমাদের বিশ্ববিদ্যালয়ের সাপ্লাই চেইন প্রোগ্রামের উপযোগিতা প্রমাণ করে। আমাদের শিক্ষার্থীদের নিয়ে আমি বেশ আশাবাদী যে তারা স্নাতক পাশের পর দেশ-বিদেশের নামকরা প্রতিষ্ঠানে নিজেদের কৃতিত্বের স্বাক্ষর রাখবে।

এ ছাড়াও যেসব প্রফেশনালরা ইতোমধ্যে এই সেক্টরে চাকরি করছেন, তাদের দক্ষতা বাড়াতে ও পদোন্নতি পেতে প্রফেশনাল ডিগ্রি জরুরি। তাই স্নাতকধারী শিক্ষার্থী কিংবা চাকরিজীবীদের জন্যও আমরা দুই-বছর মেয়াদি মাস্টার ইন লজিস্টিক্স এন্ড সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট ডিগ্রি অফার করছি।

নিয়োগকারী প্রতিষ্ঠানগুলো সাধারণত প্রফেশনাল ডিগ্রিধারী প্রার্থীদের বাছাই ও নিয়োগের ক্ষেত্রে অগ্রাধিকার দিয়ে থাকে। তাই আমাদের মাস্টার্স ডিগ্রি তাদের ক্যারিয়ারে উন্নতির জন্য সুবর্ণ সুযোগ নিয়ে আসবে।

চাকরির সুযোগ রয়েছে যেখানে

মাল্টিন্যাশনাল কোম্পানি, সরকারি-বেসরকারি উন্নয়ন সংস্থা, গ্রুপ অব কম্পানি, ম্যানুফ্যাকচারিং কোম্পানি, রেডিমেড গার্মেন্টস, টেক্সটাইল, স্পিনিং মিলস, কনজিউমার ও ভোগ্যপণ্য তৈরির প্রতিষ্ঠান, নির্মাণ খাত, ফার্মাসিউটিক্যাল সেক্টর, হাসপাতাল, ফার্নিচার শিল্পসহ নানাবিধ শিল্পপ্রতিষ্ঠানে সাপ্লাই চেইন বিভাগে কাজের সুযোগ সবচেয়ে বেশি।

এ সমস্ত সেক্টরে এন্ট্রি লেভেল থেকে শুরু করে ঊর্ধ্বতন পর্যায় পর্যন্ত চাকরির বিস্তর সুযোগ রয়েছে। যেমন- ম্যাটেরিয়াল শিডিউলার, ম্যাটেরিয়াল অ্যানালিস্ট, প্রকিউরমেন্ট অ্যানালিস্ট, পারচেজিং ম্যানেজার, লজিস্টিকস ম্যানেজার, সাপ্লাই চেইন অ্যানালিস্ট, ইনভেন্টরি স্পেশালিস্ট, ওয়্যারহাউস অপারেশন ম্যানেজার, ফ্যাসিলিটি ম্যানেজার, সাপ্লাই চেইন কনসালটেন্ট ইত্যাদি।

স্টার্টআপ থেকে শুরু করে দেশ-বিদেশের স্বনামধন্য প্রতিষ্ঠানগুলো তাদের পণ্য উৎপাদন থেকে সরবরাহ পর্যন্ত সাপ্লাই চেইন ম্যানেজমেন্টের ওপর নির্ভরশীল। তাই দিন দিন এই সেক্টরে দক্ষ মানুষের চাহিদা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। এই ক্রমবর্ধমান সেক্টরে নিজের ক্যারিয়ার গড়ে তুলতে ইউসিএসআই ইউনিভার্সিটি বাংলাদেশ ব্রাঞ্চ ক্যাম্পাসের সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট প্রোগ্রাম হতে পারে দারুণ একটি অপশন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাকা-সিলেট মহাসড়কে ২০ কিমি যানজট, যাত্রীরা চরম দুর্ভোগে 

নাক ডাকার সমস্যায় ভুগছেন? জেনে নিন সমাধান

বন্যার পানিতে মাছ ধরতে গিয়ে একজনের মৃত্যু

বিয়ের আগেই অন্তঃসত্ত্বা, যা বললেন নেহা

১২ শিক্ষকের সেই স্কুলে এবারও সবাই ফেল

দ্বিতীয় দিনের বাংলাদেশ-যুক্তরাষ্ট্র শুল্ক আলোচনা শেষ

এসএসসিতে আমিরাতের ২ প্রতিষ্ঠানে পাসের হার ৭২ শতাংশ

এক দেশে ৩৫%, অন্যদের ২০% শুল্কের ইঙ্গিত ট্রাম্পের

এসএসসির ফল পুনর্নিরীক্ষণের আবেদন শুরু, যেভাবে করবেন

গাজায় বিস্ফোরণে ইসরায়েলি সেনা নিহত, উত্তেজনা চরমে

১০

প্রথম প্রেম ভুলতে পারেননি আনুশকা

১১

রাবিপ্রবিতে প্রথমবার ছাত্রদলের কমিটি

১২

শেষ ওভারের নাটকীয়তায় রংপুরের জয়

১৩

প্রতিদিন ১৫ মিনিট হাঁটলেই ৭ পরিবর্তন আসবে আপনার

১৪

কক্সবাজারে এসএসসিতে ফেল করায় শিক্ষার্থীর আত্মহত্যা

১৫

নদীতে সেতু ভেঙে পড়া নিয়ে প্রত্যক্ষদর্শীর রোমহর্ষক বর্ণনা

১৬

যমজ দুই ভাইয়ের আশ্চর্যজনক ফলাফল

১৭

ছবিতে প্রথমে কী দেখতে পাচ্ছেন, উত্তরই বলে দেবে আপনি আসলে কেমন

১৮

৮ শিক্ষকের স্কুলে ৯ পরীক্ষার্থী, অথচ সবাই ফেল

১৯

চলন্ত বাইক থেকে ফেলা হলো ছাত্রলীগ নেতাকে, এরপর যা ঘটল

২০
X