কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০১ মার্চ ২০২৫, ০৬:০৯ পিএম
অনলাইন সংস্করণ

‘চিকিৎসা ব্যবস্থার উন্নয়নে রাজনৈতিক প্রতিশ্রুতির বিকল্প নেই’

জাতীয় প্রেস ক্লাবে আগড্যাব আয়োজিত আলোচনা সভা। ছবি : কালবেলা
জাতীয় প্রেস ক্লাবে আগড্যাব আয়োজিত আলোচনা সভা। ছবি : কালবেলা

বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদের (বিএসপিপি) সদস্য সচিব ও বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) মহাসচিব কাদের গণি চৌধুরী বলেছেন, দেশের চিকিৎসা ব্যবস্থা উন্নত করতে হলে রাজনৈতিক প্রতিশ্রুতির বিকল্প নেই।

শনিবার (১ মার্চ) দুপুরে জাতীয় প্রেস ক্লাবে ইউনানি আয়ুর্বেদিক গ্র্যাজুয়েট ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (আগড্যাব) আয়োজিত এক আলোচনায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব বলেন।

তিনি আরও বলেন, পার্শ্ববর্তী দেশ যদি স্বল্প ব্যয়ে উন্নত চিকিৎসা দিতে পারে, তবে আমরা কেন পারব না? আমরা বড় বড় প্রকল্প বাস্তবায়ন করছি, অথচ স্বাস্থ্য খাতটিকে উন্নত করতে পারছি না। স্বাস্থ্য খাতে আমাদের দৈন্য বিপুলসংখ্যক রোগীর দেশের বাইরে চলে যাওয়া থেকেই বোঝা যায়। আমাদের পাশের দেশ বাংলাদেশি রোগীদের আকৃষ্ট করতে কলকাতাসহ অন্যান্য শহরে বিশেষ ব্যবস্থা করে রেখেছে।

এ ছাড়া তিনি বলেন, বাংলাদেশের রোগীদের টার্গেট করে উন্নত মানের হাসপাতাল গড়ে তুলছে। দুঃখের বিষয় হচ্ছে, আমাদের সরকারি ও বেসরকারি খাত দেশে রোগী ধরে রাখার মতো কার্যকর কোনো চিকিৎসা ব্যবস্থা গড়ে তুলতে পারছে না। বরং রোগীর সঙ্গে চিকিৎসকের নেতিবাচক আচরণ, সেবার পরিবর্তে ব্যবসায়িক মনোবৃত্তি এবং কোনো কোনো ক্ষেত্রে ভুল চিকিৎসা দিয়ে রোগীর আস্থা নষ্ট করে ফেলছে। বেশিরভাগ চিকিৎসক রোগীর আস্থা অর্জনের বিষয়টিকে গুরুত্ব দিচ্ছে না। তারা পেশাটাকে সেবার পরিবর্তে ব্যবসা হিসেবে নিয়েছে। এ প্রবণতাই রোগীদের বিদেশমুখী করে তুলেছে।

একটি জরিপের তথ্য তুলে ধরে কাদের গণি চৌধুরী বলেন, বাংলাদেশ থেকে বিদেশগামী রোগীদের ৫৩ শতাংশ বিদেশ যান মূলত রোগ নির্ণয় বা চেকআপের জন্য। যত রোগী চিকিৎসার জন্য বিদেশ যান তার ৫ শতাংশ চিকিৎসক। চিকিৎসার জন্য বিশ্বের যেসব দেশের মানুষ বিদেশে বেশি যায় সেই তালিকার দশম স্থানে বাংলাদেশ।

তিনি বলেন, বলা হয় বাংলাদেশে হৃদরোগ চিকিৎসায় উন্নতি হয়েছে। কিন্তু ভারতে সবচেয়ে বেশি রোগী যায় হৃদ‌রোগের অস্ত্রোপচারে। সারা দেশে ৩৪টি কেন্দ্রে হৃদ‌রোগের অস্ত্রোপচার হয়, এর মধ্যে ২৬টি কেন্দ্রই ঢাকা শহরে। দেশের ৯৫ শতাংশ অস্ত্রোপচার হয় ঢাকায়। সারা দেশে অস্ত্রোপচারের ব্যবস্থা থাকলে পরিস্থিতি এমন হতো না।

তিনি আরও বলেন, স্বাস্থ্য খাতকে অগ্রাধিকার খাত হিসেবে গণ্য করতে হবে। উন্নত চিকিৎসা ব্যবস্থায় আধুনিক মেডিকেল ইকুইপমেন্টসহ দক্ষ টেকনিশিয়ান গড়ে তুলতে হবে। চিকিৎসকদের ব্যবসার পরিবর্তে সেবামনস্ক হতে হবে এবং রোগীর সেবা মুখ্য হয়ে উঠতে হবে।

চিকিৎসকদের উদ্দেশ করে কাদের গণি বলেন, চিকিৎসকের অ্যাপ্রোন পরার সৌভাগ্য সবার হয় না। এই অ্যাপ্রোনের মর্যাদা ধরে রাখতে হবে।

আগড্যাব সভাপতি ডা. মির্জা লুৎফর রহমান লিটনের সভাপতিত্বে আলোচনায় অংশ নেন- ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) সভাপতি অধ্যাপক ডা. হারুন আল রশিদ, ডা. জহিরুল ইসলাম শাকিল, ডা. মেহেদী হাসান, যুগ্ম সচিব শফিউল আলম, ডা. আবু জাহের, ডা. গাউছুল আজম চৌধুরী প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন আগড্যাব মহাসচিব ডা. আমিনুল বারি কানন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হাসনাতের গাড়ি বহরে হামলা, এনসিপির বিক্ষোভ মিছিল

পুলিশের সামনেই গুলি, আহত ৪

তুর্কি আকাশে তালা, কূটনৈতিক ঘেরাটোপে ইসরায়েল

পলিটেকনিক ইনস্টিটিউটে ৬ দিন ধরে চলছে ‘কমপ্লিট শাটডাউন’

লরির চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল কোরআনে হাফেজের

সরকারি জায়গায় দেয়াল নির্মাণের অভিযোগ

গাবতলী পশুর হাটের ইজারায় প্রক্রিয়াগত ভুল অনুসন্ধানে কমিটি গঠন

এনায়েত উল্লাহর ১৯০ গাড়ি জব্দ

নির্বাচন নিয়ে বিএনপির কাছে জানতে চেয়েছে জাপান : আমির খসরু

পরীক্ষায় নকল সরবরাহ, দুই যুবকের কারাদণ্ড

১০

গাজীপুরে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীসহ আ.লীগের ২২৬ জনের নামে মামলা

১১

লুক্সেমবার্গে সামিট গ্রুপের ৫৬ কোটি টাকার বিনিয়োগ ফ্রিজের আদেশ

১২

এমবাপ্পের জোড়া গোলে শিরোপা দৌড়ে টিকে রইলো রিয়াল

১৩

গণমাধ্যমের স্বাধীনতা একটি রাষ্ট্র বিকাশের অপরিহার্য উপাদান : ইসলামী আন্দোলন

১৪

বিধি সংশোধনের আগেই পাবনার আদালতে ‘তড়িঘড়ি নিয়োগ’ নিয়ে প্রশ্ন

১৫

বাংলাফ্যাক্টের গবেষণা / জুলাইয়ে আন্দোলনকারী ও পরিবারের ওপর ৩৬ হামলা

১৬

ভর্তিচ্ছুদের মাঝে কলম, খাতা, স্যালাইন বিতরণ ঢাবি ছাত্রদলের

১৭

প্রকৃত দাম পেলে বিক্রি হবে পুরো গ্রাম!

১৮

এসএসসির ১১তম দিনে বহিষ্কার ২৯ জন, অনুপস্থিত ২৮৭০৯

১৯

ইয়েমেনের ক্ষেপণাস্ত্রে ভাঙল ইসরায়েল-মার্কিন প্রতিরক্ষা ব্যবস্থা

২০
X