কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৪ আগস্ট ২০২৪, ১২:৫২ পিএম
অনলাইন সংস্করণ

আন্দোলন প্রত্যাহার করে ফিরে যাওয়ার আহ্বান জবি আওয়ামীপন্থি শিক্ষকদের

জগন্নাথ বিশ্ববিদ্যালয়।  ছবি : সংগৃহীত
জগন্নাথ বিশ্ববিদ্যালয়। ছবি : সংগৃহীত

কোটা সংস্কার আন্দোলনে শিক্ষার্থীদের দাবি পূরণ হয়েছে, তাই আন্দোলন প্রত্যাহার করে ফিরে যাওয়ার আহ্বান জানিয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আওয়ামীপন্থি শিক্ষকদের সংগঠন নীলদল।

আজ রোববার (০৪ আগস্ট) সকাল সাড়ে দশটায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার প্রাঙ্গণে আয়োজিত এক মানববন্ধনে শিক্ষার্থীদের আন্দোলন প্রত্যাহার করে ফিরে যাওয়ার আহ্বান জানান তারা।

আওয়ামীপন্থি শিক্ষকদের মানববন্ধনে শিক্ষক নেতারা বলেন, শিক্ষার্থীদের কোটা সংস্কারে দাবি ইতোমধ্যে পূরণ হয়েছে। প্রধানমন্ত্রী তাদের যৌক্তিক দাবির প্রতি সংহতি জানিয়েছেন। এখন শিক্ষার্থীদের দাবি কোটার মধ্যে নেই। সাম্প্রদায়িক শক্তি অনুপ্রবেশ করে তারা সরকারের পতন ঘটাতে চাই। তাই শিক্ষার্থীদের উচিত, আন্দোলন প্রত্যাহার করে বাসায় ফিরে যাওয়া।

ইতিহাস বিভাগের অধ্যাপক ড. সেলিম বলেন, এই রকম শত শত প্রাণহানি, এটা সবার মধ্যে নাড়া দেবে, এটাই স্বাভাবিক।প্রধানমন্ত্রীও সহানুভূতি দেখিয়েছেন। অনেক ভুলভ্রান্তি ছিল আমাদের। দেশের আইন, বিচার, সংবিধান রক্ষা করে আন্দোলন করতে হবে। ছাত্রদের আমারা সংলাপ ও আলোচনায় অংশগ্রহণ করার আহ্বান করছি। বিশ্ববিদ্যালয়ের সাবেক প্রক্টর অধ্যাপক ড. মোস্তফা কামাল বলেন, এই বাংলাদেশে অরাজকতা সৃষ্টি করবেন না। দেশকে যারা আফগানিস্তান বানাতে চাই, তাদের ফাঁদে পা না দিতে। শিক্ষার্থীদের ঘরে ফিরে যাওয়ার আহ্বান জানাচ্ছি। যারা বিশৃঙ্খলা সৃষ্টি করতে চাই তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে আহ্বান জানাচ্ছি।

বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. আইনুল ইসলাম বলেন, শিক্ষার্থীদের সঙ্গে আমাদের যে গ্যাপ (ফারাক) তৈরি হযেছে, তা যাতে আর না হয়, সে দিকে মনোযোগ দেব। আগস্ট মাসে দুটি মর্মান্তিক ঘটনা আছে। কিন্তু এখন বলা হচ্ছে, ৩৪ জুলাই, ৩৫ জুলাই বলা হচ্ছে, তাহলে আগস্ট মাস কি হারিয়ে যাচ্ছে।

ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের অধ্যাপক ড. শামসুল কবির বলেন, কোটা আন্দোলন অবশ্যই যৌক্তিক ছিল, আমরা তার পক্ষে ছিলাম। তবে এর পরবর্তী যে কর্মসূচি তা মানা যায় না। আমরা দেশের ক্রান্তিকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পাশে আছি। শিক্ষার্থীরা ক্লাসে ফিরে আসেন, আমরা পড়ালেখার সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করব।

বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. মো. মমিন উদ্দিন বলেন, আমি ব্যক্তিগতভাবে শিক্ষার্থীদের কোটা আন্দোলনে সমর্থন করি। কিন্তু এখন যেটি হচ্ছে সেটি কোটা আন্দোলন নেই, তারা দেশে পাকিস্তান বানাতে চায়। শিক্ষার্থীদের আন্দোলনকে দাবার গুটি হিসেবে ব্যবহার করে, যারা নিজেদের ফায়দা হাসিলের চেষ্টা করছে; তাদের ব্যাপারে সতর্ক থাকতে হবে।

বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ড. শেখ মাশরিক হাসান বলেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয় নীল দল ছাত্রদের জন্য কাজ করেছে। নীল দল বঙ্গবন্ধুর আদর্শকে ধারণ করে এবং এই আদর্শের বিরুদ্ধে যারা সংঘবদ্ধ হয়ে ষড়যন্ত্র করবে তাদের আমরা একত্রে প্রতিহত করব।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চট্টগ্রামে শেখ হাসিনাসহ ১৮২ জনের বিরুদ্ধে মামলা

হেসে খেলে ডাচদের হারিয়ে সিরিজ জিতে নিল টাইগাররা

‘জনগণের ভালোবাসা ও আস্থার ভিত্তিতে বিএনপি বারবার রাষ্ট্রক্ষমতায় এসেছে’

শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে এনসিটিবির কড়া সতর্কতা

উমামা ফাতিমার সংবাদ সম্মেলন বয়কট মাল্টিমিডিয়া সাংবাদিকদের

মহাখালী ক্যানসার হাসপাতালে ১ কোটি টাকা অনুদান দিল জামায়াত

চবি ক্যাম্পাসে ১৪৪ ধারা জারি, সময় বাড়ল আরও একদিন

বিএনপি ক্ষমতায় গেলে প্রাথমিক চিকিৎসা ফ্রি হবে : খসরু

ডাকসু নির্বাচনে শিবির সমর্থিত প্যানেলের ইশতেহার ঘোষণা

ঘুম থেকে উঠেই বিছানা পরিষ্কার করা ভালো নাকি খারাপ, যা বলছেন বিশেষজ্ঞরা

১০

নৌ-পুলিশের অচল স্পিডবোটের জন্য বরাদ্দ ২০০ লিটার তেল!

১১

‘আমি নাকি গে!’ গুঞ্জন উড়িয়ে দিলেন অক্ষয় কুমার

১২

আড়াই ঘণ্টা পর ঢাকা-ময়মনসিংহ ট্রেন চলাচল শুরু

১৩

নৌপরিবহন অধিদপ্তরের পরীক্ষায় জালিয়াতি, প্রতারক গ্রেপ্তার 

১৪

মুন্সীগঞ্জে একদিনেই মিলল তিন মরদেহ

১৫

ছাত্র মজলিসের সাবেক কেন্দ্রীয় সভাপতি রহমত আলী আটক

১৬

বিয়ের প্রলোভনে তরুণীকে ধর্ষণ, যুবক গ্রেপ্তার

১৭

অপহরণ মামলায় টাকা নেওয়ার অভিযোগে আশুলিয়ার এসআই ক্লোজড

১৮

ইন্দোনেশিয়ার উত্তাল পরিস্থিতিতেই সব আরোহী নিয়ে নিখোঁজ হেলিকপ্টার

১৯

মেয়াদ উত্তীর্ণ সার্জিক্যাল পণ্য রাখায় তিন ফার্মেসিকে জরিমানা

২০
X