বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচিতে আহতদের দেখতে হাসপাতালে যাওয়া ও ডাক্তারদের সঙ্গে আচরণ নিয়ে বার্তা দিয়েছেন আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ।
সোমবার (১৯ আগস্ট) রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে তিনি এ বার্তা দেন।
হাসনাত আব্দুল্লাহ বলেন, আপনারা যারা সমন্বয়ক ও সহসমন্বয়ক রয়েছেন, যারা এই গণঅভ্যুত্থানে আহত হয়েছেন এবং সরকারি-বেসরকারি বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন তাদের দেখতে যাচ্ছেন। বিষয়টিকে আমরা ইতিবাচকভাবে দেখি। আমাদের সবার পাশে দাঁড়ানো উচিত। কিন্তু আপনারা জানেন যারা আহত হয়েছেন তাদের জন্য স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে ইতোমধ্যে স্পেশাল ডেডিকেটেড ইউনিট করে দেওয়া হয়েছে। কারণ পোস্টে অপারেটিভ যেই সংক্রামকগুলো ছড়ায় সেগুলো একজন রোগীর জন্য আরও বেশি সমস্যার। অর্থাৎ একজন রোগী এখন যেই পর্যায়ে রয়েছে অপারেশনের পর সেই রোগীকে সংক্রামকগুলো আরও ক্ষতির মুখে ফেলে।
তিনি বলেন, এ জায়গা থেকে আমরা যারা হাসপাতালে পরিদর্শনে যায় আমরা যেন সচেতন থাকি যে আমরা যেন রোগীর ক্যাবিনে প্রবেশ না করি। আমরা যারা যাচ্ছি সর্বোচ্চ একজন বা দুজন হাসপাতালে প্রবেশ করবেন। আর বাকিরা বাইরে থাকবেন। আপনারা দল নিয়ে একসাথে হাসপাতালে গেলে চিকিৎসা সেবা বিঘ্নিত হয়। এটি রোগী এবং আপনাদের সকলের জন্য ঝুঁকিপূর্ণ। এছাড়া এটি চিকিৎসকদের জন্যও বিড়ম্বনার।
হাসনাত আব্দুল্লাহ বলেন, বিভিন্ন জায়গায় স্বপ্রণোদিত হয়ে ডাক্তারদের ইনস্ট্রাকশন দেওয়ার অভিযোগ আসছে। চিকিৎসার বিষয়ে আমার আপনার চেয়ে চিকিৎসকরা বেশি অভিজ্ঞ। সুতরাং স্বপ্রণোদিত হয়ে কেউ ডাক্তারদের জোর করবেন না। আপনাদের কোনো পরামর্শ থাকলে সেটি ডাক্তার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে পোলাইটলি জানাবেন।
তিনি জানান, হাসপাতালে কোনো অভিযোগ থাকলে কোনো ওয়ার্ডে প্রবেশ করার প্রয়োজন নেই। প্রয়োজনে সেটি গার্ডিয়ানদের অবহিত করবেন। এ সময় তিনি সমন্বয়ক ও সহসমন্বয়কদের প্রতি সহযোগিতা কামনা করেন।
মন্তব্য করুন