কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ৩০ জুলাই ২০২৫, ০৭:১২ পিএম
অনলাইন সংস্করণ

প্রধান বিচারপতির বাসভবন ভাঙচুরের ভিডিও ডকুমেন্টরি পাঠানো হলো জুলাই স্মৃতি জাদুঘরে

২০২৪ সালের ৫ আগস্টে প্রধান বিচারপতির সরকারি বাসভবনে ভাঙচুর করা হয়। ছবি : সংগৃহীত
২০২৪ সালের ৫ আগস্টে প্রধান বিচারপতির সরকারি বাসভবনে ভাঙচুর করা হয়। ছবি : সংগৃহীত

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের উত্তেজনাপূর্ণ আবহে গত বছরের ৫ আগস্ট প্রধান বিচারপতির সরকারি বাসভবনের কিছু অংশে অনাকাঙ্ক্ষিত ভাঙচুর ও ক্ষয়ক্ষতি সংঘটিত হয়। ওই বাসভবনের সেদিনের বাস্তবতা ও প্রেক্ষাপট দলিলবদ্ধ করার উদ্দেশ্যে একটি তথ্যনির্ভর ভিডিও ডকুমেন্টারি প্রস্তুত করা হয়। ভবিষ্যৎ প্রজন্মের কাছে এ ঘটনার প্রামাণ্য উপস্থাপন নিশ্চিত করতে এবং জাতীয় স্মৃতি-ভাণ্ডারে তা সংরক্ষণের উদ্দেশ্যে ভিডিও ডকুমেন্টারিটি ‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর’-এ পাঠানো হয়েছে।

বুধবার (৩০ জুলাই) ‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরে’ ভিডিও ডকুমেন্টারিটি পাঠান বাংলাদেশ সুপ্রিম কোর্ট। সুপ্রিমকোর্টের জনসংযোগ কর্মকর্তা মো. শফিকুল ইসলাম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, ২০২৪ সালের ৫ আগস্ট বাংলাদেশের গণতান্ত্রিক বিকাশ ও রাজনৈতিক চেতনার ধারায় একটি গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণ হিসেবে বিবেচিত। সেদিন ছাত্রসমাজ ও সাধারণ জনগণের স্বতঃস্ফূর্ত আংশগ্রহণে দেশব্যাপী গণআন্দোলনের সূত্রপাত ঘটে। আন্দোলনের তীব্রতা রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে ছড়িয়ে পড়ে। দেশের বিচারব্যবস্থার কেন্দ্রবিন্দুতে অবস্থিত প্রধান বিচারপতির সরকারি বাসভবনও তখনকার উত্তাল পরিস্থিতির বাইরে থাকেনি। এদিন ছাত্রসমাজ ও সাধারণ জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে দেশব্যাপী যে গণআন্দোলনের সূত্রপাত ঘটে, তা নিছক একটি রাজনৈতিক ঘটনা নয়; বরং তা ছিল জনগণের গভীর প্রত্যাশা, ন্যায়বিচার ও জবাবদিহিতার দাবিকে কেন্দ্র করে উদ্ভূত একটি ঐক্যবদ্ধ জনসঞ্চার।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, আন্দোলনের উত্তেজনাপূর্ণ আবহে বাসভবনের কিছু অংশে অনাকাঙ্ক্ষিত ভাঙচুর ও ক্ষয়ক্ষতি সংঘটিত হয়। প্রধান বিচারপতির সরকারি বাসভবনের সেদিনের বাস্তবতা ও প্রেক্ষাপট দলিলবদ্ধ করার উদ্দেশ্যে একটি তথ্যনির্ভর ভিডিও ডকুমেন্টারি প্রস্তুত করা হয়। এ ডকুমেন্টারিটি কেবল একটি ঘটনার চিত্রায়ন নয়, বরং সময়ের প্রেক্ষিতে গণচেতনাকে ধারণকারী ইতিহাসের এক জীবন্ত অধ্যায়। বাংলাদেশ সুপ্রিম কোর্ট বিশ্বাস করে, আন্দোলনের উত্তেজনাপূর্ণ আবহে প্রধান বিচারপতির সরকারি বাসভবনের কিছু অংশে যে অনাকাঙ্ক্ষিত ভাঙচুর ও ক্ষয়ক্ষতি সংঘটিত হয়েছে তাকে বিচ্ছিন্নভাবে না দেখে, সংশ্লিষ্ট সময়ের সামগ্রিক প্রেক্ষাপট এবং জনগণের দীর্ঘদিনের পুঞ্জীভুত অসন্তোষ ও প্রত্যাশার বাস্তব প্রতিফলন হিসেবে বিবেচনা করা অধিক যুক্তিযুক্ত।

তাই ভবিষ্যৎ প্রজন্তের কাছে এ ঘটনার প্রামাণ্য উপস্থাপন নিশ্চিত করতে এবং জাতীয় স্মৃতি-ভান্ডারে তা সংরক্ষণের উদ্দেশ্যে ওই ভিডিও ডকুমেন্টারিটি বাংলাদেশ সুপ্রিম কোর্ট বুধবার ‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর’-এ পাঠিয়েছে। বাংলাদেশ সুপ্রিম কোর্ট আশা প্রকাশ করে, জাদুঘর কর্তৃপক্ষ এই গুরুত্বপূর্ণ দলিলটিকে যথাযথ গুরুত্বের সঙ্গে সংরক্ষণ ও প্রদর্শনের ব্যবস্থা গ্রহণ করবেন, যা ইতিহাস সচেতনতা ও নাগরিক দায়িত্ববোধ বৃদ্ধিতে কার্যকর ভূমিকা রাখবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাড়ে চার বছর ধরে অচল দেশের প্রথম বায়ু বিদ্যুৎকেন্দ্র

গণপরিবহনে তৃতীয় লিঙ্গের চাঁদাবাজিতে অতিষ্ঠ যাত্রীরা

শ্বশুরবাড়ি থেকে আ.লীগ নেতা গ্রেপ্তার

আজকের মধ্যে আলোচনা শেষ করতে চায় কমিশন

সুন্দরবনে কোস্টগার্ডের অভিযানে বন্দুক-গুলি জব্দ

বৃত্তি পরীক্ষায় কিন্ডারগার্টেন স্কুলের শিক্ষার্থীদের সুযোগ দেওয়ার দাবিতে বিক্ষোভ

‘চোরাই মোটরসাইকেল গ্যারেজে রেখে বিক্রি করত তারা’

মিয়ানমারে প্রত্যাহার হচ্ছে জরুরি অবস্থা, ডিসেম্বরে নির্বাচন

শিবির নেতা সাদিক কায়েমকে নিয়ে নাহিদের পোস্ট 

স্কুলে মোবাইল-মোটরসাইকেল নিষিদ্ধ করলেন ইউএনও

১০

শেষ টেস্টের আগে ইতিহাসের সামনে দাঁড়িয়ে গিল

১১

কৃষিজমিতে এফ-৩৫ যুদ্ধবিমান বিধ্বস্ত, অক্ষত পাইলট

১২

মোহাম্মদপুরে সুমন হত্যা মামলার প্রধান আসামি ‘পিচ্চি মুন্না’ গ্রেপ্তার

১৩

সীমান্ত দিয়ে ১০ নারী-পুরুষকে বিএসএফের পুশইন

১৪

বাণিজ্যচুক্তি / হয়তো একদিন ভারতে তেল রপ্তানি করবে পাকিস্তান : ট্রাম্প

১৫

প্লট দুর্নীতি  / শেখ রেহানাসহ তিন সন্তানেরও বিচার শুরু, গ্রেপ্তারি পরোয়ানা 

১৬

তাসকিনের বিরুদ্ধে মারধরের অভিযোগ প্রত্যাহার করলেন বন্ধু

১৭

যমুনা ইলেকট্রনিক্সের ‘ঈদ ডাবল খুশি অফার’ বিজয়ীদের মধ্যে কুপন হস্তান্তর

১৮

চিরঞ্জীবীর আতিথেয়তায় মুগ্ধ মৌনি

১৯

কাঁঠালের চিপসে বাজিমাত রুপা খাতুনের

২০
X