কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৬ সেপ্টেম্বর ২০২৫, ০৩:১৭ পিএম
আপডেট : ১৬ সেপ্টেম্বর ২০২৫, ০৩:১৮ পিএম
অনলাইন সংস্করণ

তাপমাত্রা বৃদ্ধিতে বিশ্বে দ্বিতীয় বাংলাদেশ 

‘বাংলাদেশের স্বাস্থ্য ও অর্থনীতিতে তাপের প্রভাব’ শীর্ষক এক গবেষণা প্রতিবেদন অনুষ্ঠানে বক্তারা। ছবি : সংগৃহীত
‘বাংলাদেশের স্বাস্থ্য ও অর্থনীতিতে তাপের প্রভাব’ শীর্ষক এক গবেষণা প্রতিবেদন অনুষ্ঠানে বক্তারা। ছবি : সংগৃহীত

বাংলাদেশ জলবায়ু পরিবর্তনের প্রভাবে দ্রুতই এক ‘হটস্পটে’ পরিণত হচ্ছে। বৈশ্বিক তাপমাত্রা বৃদ্ধির হারে দেশটি বর্তমানে দ্বিতীয় স্থানে রয়েছে। এটি এখন শুধু পরিবেশগত সমস্যা নয়, বরং স্বাস্থ্য ও অর্থনীতির ওপরও মারাত্মক প্রভাব ফেলছে।

মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে আয়োজিত ‘বাংলাদেশের স্বাস্থ্য ও অর্থনীতিতে তাপের প্রভাব’ শীর্ষক গবেষণা প্রতিবেদন প্রকাশ অনুষ্ঠানে এসব তথ্য জানানো হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। বিশেষ অতিথি ছিলেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক ডা. সৈয়দুর রহমান। এ সময় বিশ্বব্যাংকের সিনিয়র অপারেশনস অফিসার মিস ইফফাত মাহমুদ ও সিনিয়র স্বাস্থ্য বিশেষজ্ঞ ওয়ামেক এ রাজা মূলপ্রবন্ধ উপস্থাপন করেন।

বক্তারা বলেন, ১৯৮০ থেকে ২০২৩ সাল পর্যন্ত দেশে সর্বোচ্চ তাপমাত্রা বেড়েছে ১ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস। একই সময়ে ‘অনুভূত তাপমাত্রা’ বৃদ্ধি পেয়েছে ৪ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।

প্রতিবেদন অনুসারে, উষ্ণ আবহাওয়ার ঝুঁকির দিক থেকে বাংলাদেশ বিশ্বে দ্বিতীয় স্থানে রয়েছে। রাজধানী ঢাকার হিট ইনডেক্স জাতীয় গড়ের তুলনায় প্রায় ৬৫ শতাংশ বেশি। শুধু ২০২৪ সালেই তাপজনিত শারীরিক ও মানসিক সমস্যার কারণে প্রায় ২ কোটি ৫০ লাখ কর্মদিবস নষ্ট হয়েছে। এর ফলে আর্থিক ক্ষতি হয়েছে প্রায় ১.৭৮ বিলিয়ন ডলার, যা দেশের মোট দেশজ উৎপাদনের (জিডিপি) প্রায় ০.৪ শতাংশের সমান।

বিশ্ব আবহাওয়া সংস্থার তথ্য অনুযায়ী, ২০১৫ থেকে ২০২৩ সাল পর্যন্ত ৯ বছর ছিল বিশ্বের সবচেয়ে উষ্ণ সময়। এর মধ্যে সবচেয়ে উদ্বেগজনক অবস্থা দেখা গেছে রাজধানী ঢাকায়। ১৯৮০ থেকে ২০২৩ সালের মধ্যে ঢাকার তাপমাত্রা বেড়েছে ১ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস, যা জাতীয় গড় বৃদ্ধির তুলনায় উল্লেখযোগ্যভাবে বেশি।

বিশ্বব্যাংকের সিনিয়র অপারেশনস অফিসার ইফফাত মাহমুদ বলেন, আমাদের গবেষণায় দেখা গেছে, তাপমাত্রা বৃদ্ধি সরাসরি স্বাস্থ্যঝুঁকি এবং উৎপাদনশীলতার হ্রাসের সঙ্গে সম্পর্কিত। তবে প্রমাণভিত্তিক নীতি প্রণয়ন ও সঠিক বিনিয়োগের মাধ্যমে এই পরিস্থিতি কার্যকরভাবে মোকাবিলা করা সম্ভব।

বিশ্বব্যাংকের বাংলাদেশ ও ভুটানবিষয়ক বিভাগীয় পরিচালক জ্যাঁ পেসমে বলেন, চরম গরম কেবল মৌসুমি অসুবিধা নয়, এটি স্বাস্থ্যের পাশাপাশি উৎপাদনশীলতা ও সামগ্রিক সমৃদ্ধির জন্যও বড় হুমকি। তবে সিঙ্গাপুরসহ কয়েকটি দেশের অভিজ্ঞতা প্রমাণ করে, সমন্বিত ও কার্যকর পদক্ষেপ গ্রহণের মাধ্যমে এই সংকট মোকাবিলা করা সম্ভব।

বিশ্বব্যাংকের এই প্রতিবেদন অনুসারে, মানুষ, জীবিকা ও অর্থনীতিকে ক্রমবর্ধমান তাপঝুঁকি থেকে সুরক্ষায় দ্রুত ও সমন্বিত পদক্ষেপ গ্রহণ করতে হবে। প্রতিবেদনের সুপারিশে রয়েছে- জাতীয় প্রস্তুতি জোরদার করা, স্বাস্থ্যসেবায় তাপজনিত রোগ মোকাবিলার সক্ষমতা বৃদ্ধি, শহরে সবুজায়ন বাড়ানো এবং আবহাওয়া ও স্বাস্থ্যসংক্রান্ত সঠিক তথ্য সংগ্রহের ব্যবস্থা করা। পাশাপাশি, আন্তর্জাতিক সহায়তা এবং সরকারি-বেসরকারি অর্থায়নের গুরুত্বও বিশেষভাবে উল্লেখ করেছে প্রতিষ্ঠানটি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চাঁদপুর-৪ আসনে বিএনপি নেতা বহিষ্কারের ভুয়া বিজ্ঞপ্তি ভাইরাল

নিকোটিন পাউচ উৎপাদনের অনুমতির প্রতিবাদে স্টেট ইউনিভার্সিটিতে সেমিনার

শাহরুখের ‘কিং’ লুক বিতর্কে মুখ খুললেন পরিচালক

নেইমারকে ধরে রাখার আশা সান্তোসের

ঢাকা বিশ্ববিদ্যালয়কে ‘বিশেষ মর্যাদা’ ঘোষণার প্রস্তাব সাদা দলের

৬ হাজার ৪শ কেজি জাটকা গেল এতিমখানায়

বগুড়ায় তারেক রহমানের পক্ষে ধানের শীষে ভোট চেয়ে লিফলেট বিতরণ

জুবিনের মৃত্যু নিয়ে আসামের মুখ্যমন্ত্রীর বিস্ফোরক মন্তব্য

বাসা থেকে ডেকে নিয়ে গলা কেটে হত্যা

নতুন ৩ দলকে প্রতীক দিয়ে বিজ্ঞপ্তি জারি ইসির, কে কী পেল 

১০

ইংল্যান্ডের নতুন কেন্দ্রীয় চুক্তিতে জায়গা পেলেন যারা

১১

সৌদি আরবে বাংলাদেশির রহস্যজনক মৃত্যু

১২

রশিতে ঝুলছিল শাকিলের দেহ, চিরকুটে কী লেখা ছিল?

১৩

ব্যর্থ হলে আর কোনো দিন নির্বাচনে আসব না : ফয়জুল করীম

১৪

অতিরিক্ত ঘুমেও লুকিয়ে আছে বিপদ

১৫

৪ জেলায় অতিভারী বৃষ্টি ও ভূমিধসের শঙ্কা

১৬

সম্ভাব্য প্রার্থী নিয়ে যে বার্তা দিলেন মনির খান

১৭

গণহারে ভিসা বাতিলের পথে কানাডা, নেপথ্যে ভারতীয় ও বাংলাদেশিদের জালিয়াতি

১৮

জুলাইয়ে হামলায় জড়িত ঢাবির নিষিদ্ধ ছাত্রলীগের ৪০৩ নেতা শনাক্ত

১৯

চট্টগ্রাম নিউ মার্কেট এলাকায় হকার বসার সময় নির্ধারণ করে দিলেন সিটি মেয়র

২০
X