রাজধানীর তেজগাঁওয়ে হলি রোজারি চার্চের সামনে বোমা হামলার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ খ্রিস্টান অ্যাসোসিয়েশন (বিসিএ)। সংগঠনটি বলেছে, উপাসনালয়ে হামলা বাংলাদেশের অসাম্প্রদায়িক চেতনার পরিপন্থি এবং এ ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনা জরুরি।
গত বুধবার (০৮ অক্টোবর) রাত সাড়ে ১০টার দিকে চার্চের সামনে দুষ্কৃতকারীরা বোমা বিস্ফোরণ ঘটায় বলে জানা গেছে। হামলার সময় আশপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। সৌভাগ্যক্রমে বড় ধরনের কোনো হতাহতের খবর পাওয়া যায়নি, তবে স্থানীয়রা বিষয়টিকে ‘অত্যন্ত উদ্বেগজনক’ বলে মন্তব্য করেছেন।
বৃহস্পতিবার এক যৌথ বিবৃতিতে বিসিএর প্রেসিডেন্ট নির্মল রোজারিও ও মহাসচিব হেমন্ত আই কোড়াইয়া বলেন, ‘উপাসনালয় ও তার প্রাঙ্গণ একটি পবিত্র স্থান, যেখানে সৃষ্টিকর্তার আরাধনা করা হয়। সেই স্থানে হামলা অনাকাঙ্ক্ষিত ও অনভিপ্রেত। এটি বাংলাদেশের অসাম্প্রদায়িক ঐতিহ্যের পরিপন্থি।’
নেতারা বলেন, চার্চে হামলার ঘটনা শুধু খ্রিস্টান সম্প্রদায়ের নয়, গোটা জাতির শান্তি ও সম্প্রীতির ওপর আঘাত। তারা তেজগাঁও চার্চসহ দেশের সব চার্চ, ধর্মীয় প্রতিষ্ঠান, শিক্ষাপ্রতিষ্ঠান ও খ্রিস্টান সম্প্রদায়ের নিরাপত্তা জোরদারের দাবি জানিয়েছেন।
বিসিএর পক্ষ থেকে আরও বলা হয়, ‘বাংলাদেশ একটি ধর্মনিরপেক্ষ রাষ্ট্র- এখানে সব ধর্মের মানুষ সমান মর্যাদা ও নিরাপত্তা পাওয়ার অধিকার রাখে। ধর্মীয় স্থানে হামলা দেশের সাংবিধানিক মূল্যবোধের বিরুদ্ধে।’
রাতে অ্যাসোসিয়েশনের পক্ষে ‘অ্যানোনিমাস পিআরসিএম’ থেকে অপু প্লাসিড প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। অ্যানোনিমাস পিআরসিএম বাংলাদেশের খ্রিস্টান সম্প্রদায়ের জন্য নিবেদিত একটি পাবলিক রিলেশন অ্যান্ড কমিউনিকেশন ম্যানেজমেন্ট প্ল্যাটফর্ম, যা দীর্ঘদিন ধরে এ সম্প্রদায়ের সামাজিক, সাংস্কৃতিক ও নেটওয়ার্কিং কার্যক্রমে সম্পূর্ণ অলাভজনকভাবে সহায়তা প্রদান করে যাচ্ছে।
মন্তব্য করুন