ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, নেপাল, ভুটান, আফগানিস্তান, মালদ্বীপ ও ইরানসহ দক্ষিণ এশিয়ার ৯টি দেশের প্রতিনিধি নিয়ে শুরু হচ্ছে ২৪তম দক্ষিণ এশীয় টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থার সম্মেলন।
মঙ্গলবার (৩ অক্টোবর) থেকে ঢাকায় শুরু হচ্ছে এই সম্মেলন। তিন দিনব্যাপী এই সম্মেলনের এবারের আয়োজক দেশ বাংলাদেশ।
কাউন্সিলের ২৪তম এই সভায় দক্ষিণ এশিয়ার ৯টি দেশের টেলিযোগাযোগ ও তথ্য যোগাযোগ প্রযুক্তিবিষয়ক নিয়ন্ত্রক সংস্থার প্রধান, টেলিকম অপারেটর, সরকারি-বেসরকারি সংস্থার কর্মকর্তা, টেলিকম ও তথ্যপ্রযুক্তি সংশ্লিষ্ট বিশেষজ্ঞের শতাধিক প্রতিনিধি এই সম্মেলনে অংশ নেবেন।
ডাক ও টেলিযোগাযোগ বিভাগের তত্ত্বাবধানে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) ও এশিয়া-প্যাসিফিক টেলিকমিউনিটি এই কাউন্সিলের আয়োজন করছে।
সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)।
এতে বলা হয়, মঙ্গলবার রাজধানীর একটি হোটেলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সম্মেলনের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন জাতীয় সংসদের স্পিকার ড. শিরিন শারমিন চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ডাক ও টেলিযোগাযোগ বিভাগের মন্ত্রী মোস্তাফা জব্বার এবং সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ওই বিভাগের সচিব আবু হেনা মোরশেদ জামান।
সভায় স্বাগত বক্তব্য রাখবেন বিটিআরসির চেয়ারম্যান শ্যাম সুন্দর সিকদার এবং এশিয়া প্যাসিফিক টেলিকমিউনিটির মহাসচিব ম্যাসানরি কন্দ।
১৯৯৭ সালে দক্ষিণ এশিয়ার টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ সংস্থাগুলোর সমন্বয়ে সাউথ এশিয়ার টেলিকমিউনিকেশন রেগুলেটরি কাউন্সিল প্রতিষ্ঠিত হয়। এই সংস্থা বেতার তরঙ্গ সমন্বয়, স্টান্ডার্ডাইজেশন, রেগুলেটরি প্রবণতা, টেলিযোগাযোগ খাত উন্নয়নের কৌশল এবং টেলিযোগযোগসংক্রান্ত আঞ্চলিক সহযোগিতা ও আন্তর্জাতিক গুরুত্বপূর্ণ বিষয়াবলি সম্পর্কে কর্মকৌশল নির্ধারণ করে থাকে। সদস্য দেশগুলোর স্বার্থসংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে প্রতি বছর এ কাউন্সিলের সম্মেলন অনুষ্ঠিত হয়। তিন দিনব্যাপী অনুষ্ঠাতব্য এ সম্মেলনে সর্বমোট ৯টি অধিবেশন এবং দুটি গোলটেবিল বৈঠক ও দুটি আলোচনা পর্ব অনুষ্ঠিত হবে।
গত বছরের নভেম্বর ইরানের তেহরানে কাউন্সিলের ২৩তম সভা অনুষ্ঠিত হয়।
মন্তব্য করুন