কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২২ সেপ্টেম্বর ২০২৫, ০১:১৭ পিএম
আপডেট : ২২ সেপ্টেম্বর ২০২৫, ০১:১৮ পিএম
অনলাইন সংস্করণ

ডাকসু নির্বাচনে মিডিয়া ট্রায়ালের শিকার হয়েছি : আবিদ

আবিদুল ইসলাম আবিদ। ছবি: সংগৃহীত
আবিদুল ইসলাম আবিদ। ছবি: সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনে ভোটগ্রহণের দিন মিডিয়া ট্রায়ালের শিকার হয়েছেন বলে অভিযোগ করেছেন ছাত্রদলের ভিপি প্রার্থী আবিদুল ইসলাম আবিদ।

সোমবার (২২ সেপ্টেম্বর) মধুর ক্যান্টিনে ডাকসু নির্বাচনের নানা অনিয়ম নিয়ে সংবাদ সম্মেলনে এ অভিযোগ তোলেন তিনি।

আবিদ বলেন, নির্বাচনে ভোটার চিহ্নিত করার জন্য যে মারকার পেন ব্যবহার করা হয় তা অস্থায়ী হওয়ায় একই ব্যক্তি একাধিক ভোট দিয়েছে কি না তা নিয়ে সংশয়ে আছে ছাত্রদল। নির্বাচনের ব্যালট পেপার কোন প্রেস থেকে ছাপা হয়েছে তা প্রকাশ করা হয়নি। এ নিয়ে সব অভিযোগ স্পষ্ট, এটাকে আড়াল করার সুযোগ নেই।

তিনি আরও বলেন, নির্বাচনের দিন থেকে পরবর্তী সময়ে যে অসংগতি ছিল, চাইলে আমরা আন্দোলন, মিছিল, মিটিংয়ে যেতে পারতাম। তবে আমরা পূর্বের রাজনৈতিক সংস্কৃতি ভেঙে যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে এগিয়ে চলেছি। তবে নির্বাচনের নানা অভিযোগ নিয়ে লিখিত আবেদন জানানোর পরও আমাদের এড়িয়ে চলছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। নির্বাচনের দিন তিনি নিজেই মিডিয়া ট্রায়ালের শিকার হয়েছেন বলেও দাবি আবিদের।

তিনি আরও উল্লেখ করেন, নির্বাচনের চার দিন পর বিজ্ঞপ্তি দিয়ে জানানো হয় যে পোলিং এজেন্টদের বাছাই প্রক্রিয়ায় অস্বচ্ছতা ছিল এবং আইডি কার্ড যথাসময়ে দেওয়া হয়নি। পোলিং এজেন্টদের অনুপস্থিতিতে ভোট নেওয়া হয়েছে বলেও অভিযোগ করেন আবিদ।

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে ভাইস প্রেসিডেন্ট (ভিপি) পদে দ্বিতীয় সর্বোচ্চ ৫ হাজার ৭০৮ ভোট পেয়ে হারেন ছাত্রদল সমর্থিত প্যানেলের প্রার্থী আবিদুল ইসলাম খান। এরপর পরবর্তী ডাকসু নির্বাচন নিয়ে ফেসবুক পোস্টে ভবিষ্যৎ পরিকল্পনা জানান তিনি।

পোস্টে আবিদুল লেখেন, সমগ্র বাংলাদেশের ছাত্ররাজনীতির ইতিবাচক পরিবর্তন নিয়ে আসব, ইনশাআল্লাহ। এর প্রতিফলন আপনারা পরবর্তী ডাকসুতে দেখতে পাবেন। আবিদ আপনাদের কখনো ছেড়ে যাবে না।

তিনি লেখেন, ক্ষুদ্র জীবনে আমি এতদূর আসব কোনোদিন ভাবিনি। নির্বাচনের আগের রাতে খালেদ মুহিউদ্দীন ভাই আমাকে জিজ্ঞেস করেছিলেন, পাঁচ বছর পর নিজেকে কোথায় দেখতে চাই? আমি কোনো সদুত্তর দিতে পারিনি। আসলে কখনোই জানতাম না নিজেকে কোথায় দেখতে হবে। একের পর এক আন্দোলন-সংগ্রাম এসেছে, নিজেকে রাজপথে সঁপে দিয়েছি। সেই পথই আজ আমাকে এতদূর নিয়ে এসেছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মুক্তিযোদ্ধাকে নানা সাজিয়ে ‘ভুয়া তথ্যে’ পুলিশে চাকরি

‘গুলি করে ভারত-পাকিস্তান ম্যাচ শেষ করে দেওয়া উচিত’

হাসিমুখে কারাগারে সাবেক ছাত্রলীগ নেতা জুবায়ের, জেলগেটে জিজ্ঞাসাবাদের নির্দেশ

অভ্যুত্থানের পর নির্বাচনের তারিখ জানাল সিরিয়া

‘৭৩ বছর বয়সে ২০ বার নদীগর্ভে চলে গেছে বসতভিটা’

যুক্তরাজ্যের সরকারি মানচিত্রে ফিলিস্তিনের নাম

রংপুর পলিটেকনিক শিক্ষার্থীদের সম্মেলনে জাতীয় উন্নয়নে কাজ করার অঙ্গীকার

বিশ্বের শীর্ষ ২ শতাংশ গবেষকদের তালিকায় রাবির প্রাক্তন শিক্ষার্থী ড. মুছা

ভারত-পাকিস্তান ম্যাচের পর নতুন যে সমীকরণ বাংলাদেশের সামনে

৩০-এর পর মা হতে চাইলে জেনে নিন গাইনির এই ৫ সতর্কতা

১০

কমপ্লিট শাটডাউনে ফাঁকা রাবি ক্যাম্পাস

১১

নোয়াখালী জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ঢাকায় গ্রেপ্তার

১২

আরেক হত্যা মামলায় সালমান-আনিসুল-আতিক গ্রেপ্তার

১৩

জনগণ ট্যাক্স দেয় কিন্তু সেবা পায় না, গোস্‌সা তো করবেই : অর্থ উপদেষ্টা

১৪

মধুচন্দ্রিমায় মালদ্বীপ যাচ্ছেন শবনম ফারিয়া

১৫

গায়ানাকে হারিয়ে ৫ বছর পর সিপিএলের শিরোপা নাইট রাইডার্সের

১৬

পুকুর থেকে ২ কোটি টাকা মূল্যের বিষ্ণুমূর্তি উদ্ধার

১৭

গবেষণা / কেন পুরুষদের তুলনায় নারীদের মাইগ্রেন বেশি হয়

১৮

প্রাক্তনের কাছে ফেরার আগে নিজেকে করুন এই ৫ প্রশ্ন

১৯

কেন বাড়ছে তেলের দাম

২০
X