কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৭ মার্চ ২০২৪, ০৪:৪১ পিএম
আপডেট : ১৭ মার্চ ২০২৪, ০৫:০৬ পিএম
অনলাইন সংস্করণ

মেট্রোরেলের ক্যান্টিন ভাড়া মাত্র এক হাজার টাকা!

ডিএমটিসিএলের ক্যান্টিন ভাড়ার বিজ্ঞপ্তি। ছবি : সংগৃহীত
ডিএমটিসিএলের ক্যান্টিন ভাড়ার বিজ্ঞপ্তি। ছবি : সংগৃহীত

ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) উত্তরা ডিপোতে অবস্থিত ৭৫৮০ বর্গফুট স্টাফ ক্যান্টিন পরিচালনার জন্য মাসিক ভাড়া দেওয়া হয়েছে মাত্র এক হাজার টাকায়। এতো কম টাকায় ভাড়া দেওয়ায় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে সমালোচনার ঝড় বইছে।

গত ১৪ মার্চ ডিএমটিসিএলের মহাব্যবস্থাপক (স্টোর ও প্রকিউরমেন্ট) মো. নজরুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তি ক্যান্টিন পরিচালনার জন্য ভাড়া দেওয়ার তথ্য জানা যায়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ভাড়া হিসেবে মাসিক এক হাজার টাকা হারে এক বছরের জন্য ভ্যাট ও আয়কর ব্যতীত সর্বমোট ১২ হাজার টাকা মূল্যে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের আওতায় পরিচালনাধীন এমআরটি লাইন-৬ এর উত্তরা ডিপোতে অবস্থিত ৭৫৮০ বর্গফুট স্টাফ ক্যান্টিন পরিচালনার উদ্দেশ্যে ১ জানুয়ারি ২০২৪ তারিখে দাখিলকৃত ঠিকাদারী প্রতিষ্ঠান খন্দকার এন্টারপ্রাইজের দরপত্রটি ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড কর্তৃক গ্রহণযোগ্য বিবেচিত হয়েছে।

এই নোটিশ জারি করার সাত দিনের মধ্যে ঠিকাদার প্রতিষ্ঠানকে তিন বছরের জন্য চুক্তি সম্পাদন করতে সম্মত রয়েছেন মর্মে লিখিতভাবে জানানোর আহ্বান করা হয় ডিএমটিসিএলের বিজ্ঞপ্তিতে। এছাড়াও কার্য সম্পাদন জামানত হিসেবে তিন লাখ টাকা আগামী ২৮ মার্চ জমা দিতে বলা হয়।

ভাড়ার বিষয়ে ডিএমটিসিএলের মহাব্যবস্থাপক (স্টোর ও প্রকিউরমেন্ট) মো. নজরুল ইসলাম সংবাদমাধ্যমকে জানিয়েছেন, এটা ওপেন টেন্ডার হয়েছে। টেন্ডারের মাধ্যমে এটা নির্ধারণ করা হয়েছে। সরকারি নিয়ম অনুযায়ী এই সব পক্রিয়া সম্পন্ন হয়েছে। চার মাস আগের ঘটনা এখন কেন জিজ্ঞাস করছেন?

জানা যায়, ডিপোতে তিন শিফটে কাজ হয়। গড়ে ১৫০ জনের মত কর্মকর্তা-কর্মচারী ডিপোতে কাজে থাকেন। এছাড়া ডিপোতে কর্মীদের কর্মদক্ষতা উন্নয়নে বিভিন্ন কর্মশালারও আয়োজন হয়ে থাকে।

বিজ্ঞপ্তিটি ফেসবুকে মেট্রোরেল প্যাসেঞ্জার কমিউনিটি নামে একটি গ্রুপে পোস্ট করা হয়েছে। সেখানে অনেকেই পক্ষে-বিপক্ষে সমালোচনা করেছেন।

হোসেন মোহাম্মদ শিশির নামে একজন লিখেছেনে, ‘এই যে সবে চুরি শুরু হচ্ছে। এরপর প্রতিটি স্টেশনের ফুড কর্ণার এভাবে ইজারা দেয়া হবে। তারপর ধীরে ধীরে অন্যান্য বিভাগ। ২০ বছর পর মেট্রোরেল থাকবে লসে। বিমান, রেল, ব্যাংকসহ সরকারি বাকী প্রতিষ্ঠানগুলোও এইভাবে লোকসানি খাত হইছে।’

শাহ কামাল নামে অপর একজন লিখেছেন, ‘এই টেন্ডার আগেও একবার হয়েছিল তখন কোনো পক্ষ নিতে আসেনি কেননা এটা শুধুমাত্র স্টাফ ক্যান্টিন। এই স্টাফ ক্যান্টিনে খাবার খাবে শুধুমাত্র যারা ডিপোতে থাকবেন। আবার যারা ডিপোতে থাকবেন তারা সকলেই যে খাবে তা কিন্তু না। কেননা ম্যাক্সিমাম কর্মকর্তা, কর্মচারী নিজ বাসা থেকে দুপুরের লাঞ্চ নিয়ে আসেন। যারা মেট্রোরেল স্টেশনে কর্মরত তারা কিন্তু ডিপোতে এসে খেতে পারবেন না দায়িত্বের জন্য। তাই স্টাফ ক্যান্টিন যারা চালাবে এমনও হতে পারে তারা লসে থাকবে। এটা নামমাত্র মূল্যে দেওয়া হয়েছে। ভবিষ্যতে চাহিদার ভিত্তিতে ভাড়াও বাড়বে। ‘

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কেন্দ্রের পাশ থেকে ইউপি চেয়ারম্যানের গাড়ি জব্দ

জনগণ উপজেলা নির্বাচন বর্জন করেছে : রিজভী 

ব্র্যাক ব্যাংকে নিয়োগ, আবেদনে নেই বয়সসীমা

পিকআপ-অটোরিকশার সংঘর্ষে নিহত ২

বঙ্গোপসাগরে লবণবাহী ট্রলারডুবি

আবারও ইসরায়েলে ফিলিস্তিনি যোদ্ধাদের রকেট হামলা

ঢাবিতে পাণ্ডুলিপিবিষয়ক কর্মশালা শুরু

ব্রাহ্মণবাড়িয়ায় দুই পোলিং এজেন্টসহ তিনজনের কারাদণ্ড

লাঠিতে ভর দিয়ে ভোট দিতে এসেছেন

খাদ্যে ভেজাল রোধে ‘মনের ল্যাবরেটরি’ পরিষ্কার করা দরকার : খাদ্যমন্ত্রী

১০

শাল্লায় দুই প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ

১১

এক্সিকিউটিভ পদে ইউএস-বাংলা গ্রুপে চাকরি, সাপ্তাহিক ছুটি দুদিন

১২

আফতাবনগরে পশুরহাট বসানোয় নিষেধাজ্ঞা

১৩

হঠাৎ চুন্নুর কঠোর সমালোচনায় ব্যারিস্টার সুমন

১৪

ভোট কেনার সময় টাকাসহ ইউপি চেয়ারম্যান আটক

১৫

চার ঘণ্টায় ভোট পড়েছে ১৫ থেকে ২০ শতাংশ : ইসি

১৬

নরসিংদীতে দুই চেয়ারম্যান প্রার্থীর মধ্যে সংঘর্ষ, আহত ৫

১৭

পশ্চিমাদের সাবধান করতে পরমাণু অস্ত্রের মহড়া চালাবে পুতিন

১৮

আইফোন ভেঙে ভক্তকে গ্লাভস দিয়ে আলোচনায় মিচেল

১৯

ভোটারদের হুমকি দেওয়ার অভিযোগে আ.লীগ নেতা আটক 

২০
X