ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ : ০৪ এপ্রিল ২০২৫, ০৭:১৪ পিএম
অনলাইন সংস্করণ

মোহামেডানের অধিনায়কত্ব পাচ্ছেন হৃদয়!

তাওহীদ হৃদয়। ছবি : সংগৃহীত
তাওহীদ হৃদয়। ছবি : সংগৃহীত

হার্ট অ্যাটাকের পর এখন বাসায় সময় কাটছে জাতীয় দলের সাবেক ওপেনার ও মোহামেডান স্পোর্টিং ক্লাবের বর্তমান অধিনায়ক তামিম ইকবালের। পেশাদার ক্রিকেটে ফিরতে কতদিন লাগবে, সেটা এখনও অনিশ্চিত। তবে এই মৌসুমে যে আর ফেরা হচ্ছে না তার—তা মোটামুটি নিশ্চিত করে বলাই যায়। লিগের মাঝপথে তামিমের অসুস্থতায় নতুন করে নেতৃত্ব নিয়ে ভাবতে হচ্ছে মোহামেডানকে। বাকি ম্যাচগুলোতে নেতৃত্বে দেখা যেতে পারে দলটির ব্যাটার তাওহীদ হৃদয়কে। শুক্রবার (০৪ এপ্রিল) দলের ম্যানেজার সাজ্জাদ আহমেদ শিপন গণমাধ্যমের সঙ্গে আলাপকালে এমনই ইঙ্গিত দেন।

আসন্ন জিম্বাবুয়ে সিরিজ সামনে রেখে ব্যস্ত হয়ে পড়বেন জাতীয় দলের ক্রিকেটাররা। সিরিজের জন্য মোহামেডানের হয়ে খেলা হবে না মুশফিকুর রহিম, মেহেদী হাসান মিরাজদের। এতে করে দলটির অধিনায়কত্ব পেতে যাচ্ছেন লাল বলের ক্রিকেটে না থাকা তাওহীদ হৃদয়ই। শিপন বলেছেন, ‘আগামীকালকে (শনিবার) অফিসিয়াল অনুশীলন শুরু। তারপরে জানতে পারব আসলে কে (অধিনায়ক) হবে। এখন পর্যন্ত তাওহীদ হৃদয়ের ভালো সুযোগ রয়েছে। দুই একটি ম্যাচ সে কন্ট্রোল করেছে তামিম যখন বাইরে ছিল তখন। পসিবিলিটি বেশি তবে সেটা টিম ম্যানেজমেন্ট দেখবে বা সেটা ক্লাব দেখবে।’

হৃদয় এখনো দলের সঙ্গে যোগ না দিলেও অনুশীলন ঠিকই শুরু করে দিয়েছেন। বগুড়ায় তার কিছু অনুশীলনের ভিডিও দেখা গেছে সামাজিক যোগাযোগমাধ্যমে। কাল থেকে দলের আনুষ্ঠানিক অনুশীলনেও দেখা যেতে পারে এই ব্যাটারকে। নেতৃত্ব মিললে চ্যালেঞ্জ ছাপিয়ে খেলতে হবে তার।

লিগে এখন পর্যন্ত মোটামুটি অবস্থায় মোহামেডান। তবে শিরোপা জিততে হলে আবাহনীকে টেক্কা দিতে হবে তাদের। এখন পর্যন্ত ৮ ম্যাচ খেলা মোহামেডানের পয়েন্ট ১২। আর সমান ম্যাচে আবাহনীর একটি জয় বেশি থাকায় পয়েন্ট ১৪। অর্থাৎ ২ পয়েন্টে এগিয়ে টেবিলেরও শীর্ষে তারা। লিগ জিততে হলে মোহামেডানের বড় প্রতিদ্বন্দ্বি হতে পারে এই আবাহনীই। গেল কয়েক মৌসুমে দাপুটের সঙ্গে জিতেছিল দলটি। সবমিলিয়ে সামনের ম্যাচগুলো যে কতটা গুরুত্বপূর্ণ সেটা জানা মোহামেডানেরও। শিপন বলেছেন, ‘এইবার একটা লিগ হচ্ছে যেটা খেলা গুরুত্বপূর্ণ সবাই বলছে। প্রতিটা ম্যাচ গুরুত্বপূর্ণ। একটা খেলা হেরে গেলে অনেক পিছিয়ে যেতে হবে। তো আমরা চাচ্ছি প্রতিটা ম্যাচ জিতে সুপার লিগ ধরে রাখতে। চ্যাম্পিয়ন হওয়ার জন্য আর কোনো অপশন নেই। একটা ম্যাচ হেরে গেলে আমরা অনেক পিছিয়ে যাব।’

তারকাদের ছাড়াই লিগে খেলতে হবে মোহামেডানকে। একই অবস্থা অন্যান্য দলগুলোরও। সুপার লিগের বেশিরভাগ দলই এবার খেলবে জাতীয় দলের তারকা খেলোয়াড়দের ছাড়াই। তাইতো বড় চ্যালেঞ্জ ও পারফরম্যান্সের চাপ থাকবে অন্যদের ওপর।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নির্বাচিত সরকার ছাড়া দেশে কোনো সংস্কারই বাস্তবায়ন সম্ভব নয় : ইশরাক 

আ.লীগ হিন্দু সম্প্রদায়ের আবেগ নিয়ে রাজনীতি করেছে : আমান

তারেক রহমানের নেতৃত্বে হাসিনার বিরুদ্ধে আন্দোলন হয়েছে : নজরুল ইসলাম

আন্দোলনরত ৮ দলের লিয়াজোঁ কমিটির বৈঠক অনুষ্ঠিত

নারীসহ দুজনকে বিবস্ত্র করে নির্যাতনের ভিডিও প্রচার, চাঁদা দাবি

পুলিশকে কামড়ে পালানো সেই ছাত্রদল নেতা বহিষ্কার

ভূমিকম্পে ঢাকায় কোন এলাকা নিরাপদ, ‘ব্লাইন্ড ফল্ট’ কোথায়

চার বছর পর ফিরল শতবর্ষী প্যাডেল স্টিমার পিএস মাহসুদ

ইসরায়েলি বাহিনীর ওপর হামলা

চাঁদপুরের বাণিজ্য সম্ভাবনা ও প্রতিবন্ধকতা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

১০

পুলিশ আগে আমাকে গ্রেপ্তার করত, এখন স্যালুট দেয় : শাহজাহান চৌধুরী

১১

সমাধান ছাড়াই শেষ হলো ববি ও বিএম কলেজের আলোচনা

১২

দেশে আর কোনো স্বৈরশাসকের জন্ম হবে না : সেলিমুজ্জামান

১৩

আটকে গেল ১৩ শিক্ষার্থীর জজ হওয়ার স্বপ্ন

১৪

যৌন হয়রানীর অভিযোগে মামলা করলেন শুটার রত্না

১৫

মাতৃমৃত্যুর ৫৫ শতাংশই হয় প্রসব পরবর্তী ২৪ ঘণ্টায়

১৬

মজলুম থেকে জালিম হইয়েন না : আসিফ মাহমুদ

১৭

ইসলামিসহ কয়েকটি দল নির্বাচন বানচালের চেষ্টা করছে : আমিনুল হক

১৮

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্থদের পাশে দাঁড়াল শ্রীলঙ্কা দল

১৯

দেশজুড়ে বিএনপির দোয়া মাহফিল / খালেদা জিয়ার শারীরিক অবস্থা ‘সংকটময়’

২০
X