নারী বিশ্বকাপের মাঝেই হঠাৎই তীব্র বিতর্কের কেন্দ্রে প্রাক্তন পাকিস্তান অধিনায়ক সানা মির। শ্রীলঙ্কার আর প্রেমাদাসা স্টেডিয়ামে পাকিস্তান-বাংলাদেশ ম্যাচে ধারাভাষ্যের সময় তিনি পাকিস্তানি ক্রিকেটার নাতালিয়া পারভেজকে পরিচয় করাতে গিয়ে প্রথমে বলেন, ‘কাশ্মীর থেকে আসা নাতালিয়া…’। কিছুক্ষণ পরই তা সংশোধন করে যোগ করেন, ‘আজাদ কাশ্মীর’। আর এ সংশোধনই সামাজিক মাধ্যমে ঝড় তোলে।
মুহূর্তেই ভিডিও ক্লিপ ভাইরাল হয়ে যায়, অসংখ্য ভক্ত আইসিসি ও চেয়ারম্যান জয় শাহকে ট্যাগ করে সানাকে ধারাভাষ্যকারের দায়িত্ব থেকে সরানোর দাবি জানাতে থাকেন।
অবশেষে অবশ্য নীরবতা ভেঙে মুখ খুলেছেন ৩৯ বছর বয়সী এই সাবেক তারকা। এক্সে (সাবেক টুইটার) তিনি লিখেছেন, ‘দুঃখজনক যে, খেলাধুলায় জড়িত মানুষদের এভাবে অযথা চাপে ফেলা হচ্ছে। আমার মন্তব্যকে রাজনৈতিকভাবে ব্যবহার করা হচ্ছে, অথচ সেটি ছিল কেবলই একজন খেলোয়াড়ের পটভূমি তুলে ধরা।’
সানা মির আরও যোগ করেন, ‘আমরা ধারাভাষ্যে প্রায়ই বলি খেলোয়াড়রা কোন অঞ্চল থেকে উঠে এসেছেন, কীভাবে প্রতিকূলতা জয় করে আন্তর্জাতিক মঞ্চে জায়গা করে নিয়েছেন। নাতালিয়ার ক্ষেত্রেও সেটাই করেছি। আজ আমি অন্য দুই খেলোয়াড় সম্পর্কেও তাদের অঞ্চলের গল্প বলেছি। এর সঙ্গে রাজনীতির কোনো সম্পর্ক নেই।’
প্রাক্তন পাকিস্তান অধিনায়ক ভক্তদের উদ্দেশ্যে আহ্বান জানান, ‘দয়া করে এটিকে রাজনৈতিক রূপ দেবেন না। আমাদের কাজ মাঠের খেলা, দল আর খেলোয়াড়দের অনুপ্রেরণাদায়ক গল্প তুলে ধরা। আমার হৃদয়ে কারও প্রতি বিদ্বেষ নেই, কারও অনুভূতিতে আঘাত করারও কোনো উদ্দেশ্য ছিল না।’
তিনি আরও জানান, খেলোয়াড়দের তথ্য সংগ্রহে যে ওয়েবসাইট ব্যবহার করেন তার একটি স্ক্রিনশটও প্রকাশ করেছেন—যেখানে সংশ্লিষ্ট তথ্য ওইভাবেই লেখা ছিল।
এদিকে মাঠের খেলায় বাংলাদেশ নারী দল দুর্দান্ত জয় তুলে নেয় পাকিস্তানের বিপক্ষে। সাত উইকেটের জয়ে বিশ্বকাপ অভিযানে দারুণ সূচনা করে নিগার সুলতানার দল। তবে মাঠের এই জয়কে আড়াল করে দিয়েছে ধারাভাষ্যে সানার এক মন্তব্যকে ঘিরে শুরু হওয়া বিতর্ক।
It's unfortunate how things are being blown out of proportion and people in sports are being subjected to unnecessary pressure. It is sad that this requires an explanation at public level. My comment about a Pakistan player's hometown was only meant to highlight the challenges pic.twitter.com/G722fLj17C — Sana Mir ثناء میر (@mir_sana05) October 2, 2025
মন্তব্য করুন