স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ৩০ জুলাই ২০২৩, ০৫:০৪ পিএম
অনলাইন সংস্করণ

ফুটবলের বাজার টালমাটাল করে দিয়েছে সৌদি : গার্দিওলা

ম্যানচেস্টার সিটি কোচ পেপ গার্দিওলা। ছবি : সংগৃহীত
ম্যানচেস্টার সিটি কোচ পেপ গার্দিওলা। ছবি : সংগৃহীত

ম্যানচেস্টার সিটিতে দুর্দান্ত একটি মৌসুম পার করেছেন পেপ গার্দিওলা। দ্বিতীয় ইংলিশ ক্লাব হিসেবে সিটিজেনদের ট্রেবল জিতিয়েছেন এই স্প্যানিশ কোচ। অবিস্মরণীয় সেই সাফল্যের স্মৃতি নিয়ে এশিয়ায় প্রাক-মৌসুমে নামছে ম্যানসিটি। তবে সৌদি প্রো লিগের ক্লাবগুলো ফুটবলারদের দলে টানতে যে লোভনীয় প্রস্তাব দিচ্ছে তাতে চিন্তিত এই স্প্যানিশ কোচ গার্দিওলা।

রোববার (৩০ জুলাই) দক্ষিণ কোরিয়ায় ম্যানসিটির প্রাক-মৌসুমের ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে মাহরেজবিষয়ক প্রশ্নের উত্তরে সৌদি প্রো লিগ নিয়ে পেপ গার্দিওলা বলেন, ‘রিয়াদ ফুটবলের বাজার সম্পূর্ণ বদলে দিয়েছে। গত মৌসুমে শুধু ক্রিশ্চিয়ানো রোনালদোই সেখানে গিয়েছিল। তবে সেসময় সৌদি আরবে এতগুলো সেরা খেলোয়াড় খেলবে কেউ ভাবতে পারেনি।’

সৌদি প্রো লিগ শুরুটা করেছিল ফুটবলের মহাতারকা ক্রিস্টিয়ানো রোনালদোকে দলে ভেড়ানোর মধ্য দিয়ে। এ পর্তুগিজ তারকার পরে একে একে ইউরোপ মাতানো সুপারস্টারদের নিজেদের লিগে ভিড়িয়ে যাচ্ছে মরুর দেশটি। ফলে শঙ্কা তৈরি হচ্ছে ভালো মানের খেলোয়াড়দের ইউরোপীয় ফুটবল ছাড়ার প্রবণতা।

ইউরোপীয় ক্লাব কর্তৃপক্ষদের সতর্ক করে গার্দিওলা বলেন, ‘সৌদি ফুটবলের বাজার ওলট-পালট করে দিয়েছে। ফলে অর্থের কারণে সেরা ফুটবলাররা প্রো লিগে খেলতেই বেশি আগ্রহী। সম্প্রতি ম্যানসিটি ফরোয়ার্ড রিয়াদ মাহরেজকে সৌদি আরবের ক্লাব আল-আহলি দলে ভেড়ালে ম্যাচ পূর্ব সংবাদ সম্মেলনে এই সতর্কবার্তা প্রকাশ করেন ম্যানসিটি কোচ।

ইউরোপ ছেড়ে সৌদি আরবে পাড়ি জমানো খেলোয়াড়দের তালিকাও অনেক লম্বা। সে তালিকায় রয়েছেন রিয়াদ মাহরেজ (ম্যানসিটি থেকে আল আহলি), করিম বেনজেমা (রিয়াল মাদ্রিদ থেকে আল ইত্তিহাদ), এনগোলো কান্তে (চেলসি থেকে আল ইত্তিহাদ), এদুয়ার্দো মেন্দি (চেলসি থেকে আল আহলি), কালিদু কুলিবালি (চেলসি থেকে আল হিলাল), জর্ডান হেন্ডারসন (লিভারপুল থেকে আল ইত্তিফাক), রবার্তো ফিরমিনো (লিভারপুল থেকে আল আহলি), মুসা দেম্বেলে (অলিম্পিক লিওঁ থেকে আল ইত্তিফাক), রুবেন নেভেস (উলভারম্পটন ইউনাইটেড থেকে আল হিলাল), মার্সেলো ব্রজোভিচ (ইন্টার মিলান থেকে আল নাসর) ও অ্যালেক্স তেলেস (ম্যানচেস্টার ইউনাইটেড থেকে আল নাসর)।

সৌদি প্রো লিগ ভবিষ্যতে ইউরোপ থেকে আরও অনেক খেলোয়াড় দলে ভেড়াবে বলে মনে করেন ৫২ বছর বয়সী স্প্যানিশ কোচ। বিষয়টি নিয়ে সংশ্লিষ্টদের ভাবার পরামর্শও দেন তিনি। রিয়াদ মাহরেজ সৌদি থেকে অবিশ্বাস্য প্রস্তাব পাওয়ার কারণে তাকে ‘যেয়ো না’ বলতে পারেনি সিটি।

বিশ্বের সেরা ফুটবলারদের দলে ভেড়ানো সৌদি ক্লাবগুলো অর্থ ব্যয়েও প্রথম সারিতে অবস্থান করছে। বর্তমানে বেশি অর্থ খরচের দিক থেকে দুইয়ে আছে আল হিলাল। রিয়াল মাদ্রিদ ও পিএসজির মতো জায়ান্ট ক্লাবকেও পেছনে ফেলেছে সৌদি ক্লাবটি। এবারের দলবদলে রুবেন নেভেস, কালিদু কোলিবালি এবং ম্যালকমের ১১ জন খেলোয়াড় কিনেছে আল হিলাল। তাদের কিনতে ১৭ কোটি ৮০ লাখ ইউরো খরচ করেছে আল হিলাল বিপরীতে ৭ ফুটবলারকে বিক্রি করে মাত্র ১৩ লাখ ৮০ হাজার ইউরো আয় করেছে ক্লাবটি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রোববার ঢাকার যেসব এলাকায় মার্কেট বন্ধ

০৬ জুলাই : আজকের নামাজের সময়সূচি

দুপুরের মধ্যে যেসব জেলায় হতে পারে ঝড়বৃষ্টি 

সুনামগঞ্জে সিসিএসের মতবিনিময় সভা

কমিক বইয়ে ‘ভয়ংকর পরিণতির ভবিষ্যদ্বাণী’, জাপানজুড়ে আতঙ্ক

দেশের মানুষকে বাঁচাতে হলে বিএনপির বিকল্প নেই: আব্দুস সালাম

ইসরায়েলের পাঁচ সামরিক ঘাঁটিতে হামলা চালায় ইরান

‘আগামী নির্বাচনে ইসলামপন্থিদের ভোটের বাক্স হবে একটাই’

লঙ্কানদের বিপক্ষে ফাইফারের পর যা বললেন তানভীর

হবিগঞ্জে ছাত্রলীগের দুই নেতা আটক

১০

আঘাত, লাল কার্ড, বিদায়—সব পেছনে ফেলে সেমিতে পিএসজি

১১

৬ জুলাই / বিক্ষোভে উত্তাল দেশ, ‘বাংলা ব্লকেড’ কর্মসূচি ঘোষণা

১২

নারী দলের জন্য গভীর রাতে অভিনব সংবর্ধনার আয়োজন

১৩

পুরোনো খেলায় নতুন প্লেয়ার হতে আসিনি, খেলার নিয়ম বদলাতে এসেছি: নাহিদ ইসলাম

১৪

ক্যান্সার আক্রান্ত জিসানের চিকিৎসার খোঁজ নিলেন তারেক রহমান

১৫

সিরিয়ার নতুন জাতীয় প্রতীক ‘সোনালি ঈগল’, অর্থ কী ও কেন?

১৬

‘বিআইটি মডেল’ বাস্তবায়ন দাবিতে উত্তাল ময়মনসিংহ ইঞ্জিনিয়ারিং কলেজ

১৭

প্রতিদ্বন্দ্বিতামূলক উৎসবমুখর নিরপেক্ষ নির্বাচন চায় বিএনপি : প্রিন্স

১৮

তপশিল ঘোষণার পর জোট বিষয়ে সিদ্ধান্ত হবে : ফারুক

১৯

কুমিল্লায় ৩ খুনের নেতৃত্বে ছিলেন চেয়ারম্যান-মেম্বার

২০
X