স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ৩০ জুলাই ২০২৩, ০৫:০৪ পিএম
অনলাইন সংস্করণ

ফুটবলের বাজার টালমাটাল করে দিয়েছে সৌদি : গার্দিওলা

ম্যানচেস্টার সিটি কোচ পেপ গার্দিওলা। ছবি : সংগৃহীত
ম্যানচেস্টার সিটি কোচ পেপ গার্দিওলা। ছবি : সংগৃহীত

ম্যানচেস্টার সিটিতে দুর্দান্ত একটি মৌসুম পার করেছেন পেপ গার্দিওলা। দ্বিতীয় ইংলিশ ক্লাব হিসেবে সিটিজেনদের ট্রেবল জিতিয়েছেন এই স্প্যানিশ কোচ। অবিস্মরণীয় সেই সাফল্যের স্মৃতি নিয়ে এশিয়ায় প্রাক-মৌসুমে নামছে ম্যানসিটি। তবে সৌদি প্রো লিগের ক্লাবগুলো ফুটবলারদের দলে টানতে যে লোভনীয় প্রস্তাব দিচ্ছে তাতে চিন্তিত এই স্প্যানিশ কোচ গার্দিওলা।

রোববার (৩০ জুলাই) দক্ষিণ কোরিয়ায় ম্যানসিটির প্রাক-মৌসুমের ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে মাহরেজবিষয়ক প্রশ্নের উত্তরে সৌদি প্রো লিগ নিয়ে পেপ গার্দিওলা বলেন, ‘রিয়াদ ফুটবলের বাজার সম্পূর্ণ বদলে দিয়েছে। গত মৌসুমে শুধু ক্রিশ্চিয়ানো রোনালদোই সেখানে গিয়েছিল। তবে সেসময় সৌদি আরবে এতগুলো সেরা খেলোয়াড় খেলবে কেউ ভাবতে পারেনি।’

সৌদি প্রো লিগ শুরুটা করেছিল ফুটবলের মহাতারকা ক্রিস্টিয়ানো রোনালদোকে দলে ভেড়ানোর মধ্য দিয়ে। এ পর্তুগিজ তারকার পরে একে একে ইউরোপ মাতানো সুপারস্টারদের নিজেদের লিগে ভিড়িয়ে যাচ্ছে মরুর দেশটি। ফলে শঙ্কা তৈরি হচ্ছে ভালো মানের খেলোয়াড়দের ইউরোপীয় ফুটবল ছাড়ার প্রবণতা।

ইউরোপীয় ক্লাব কর্তৃপক্ষদের সতর্ক করে গার্দিওলা বলেন, ‘সৌদি ফুটবলের বাজার ওলট-পালট করে দিয়েছে। ফলে অর্থের কারণে সেরা ফুটবলাররা প্রো লিগে খেলতেই বেশি আগ্রহী। সম্প্রতি ম্যানসিটি ফরোয়ার্ড রিয়াদ মাহরেজকে সৌদি আরবের ক্লাব আল-আহলি দলে ভেড়ালে ম্যাচ পূর্ব সংবাদ সম্মেলনে এই সতর্কবার্তা প্রকাশ করেন ম্যানসিটি কোচ।

ইউরোপ ছেড়ে সৌদি আরবে পাড়ি জমানো খেলোয়াড়দের তালিকাও অনেক লম্বা। সে তালিকায় রয়েছেন রিয়াদ মাহরেজ (ম্যানসিটি থেকে আল আহলি), করিম বেনজেমা (রিয়াল মাদ্রিদ থেকে আল ইত্তিহাদ), এনগোলো কান্তে (চেলসি থেকে আল ইত্তিহাদ), এদুয়ার্দো মেন্দি (চেলসি থেকে আল আহলি), কালিদু কুলিবালি (চেলসি থেকে আল হিলাল), জর্ডান হেন্ডারসন (লিভারপুল থেকে আল ইত্তিফাক), রবার্তো ফিরমিনো (লিভারপুল থেকে আল আহলি), মুসা দেম্বেলে (অলিম্পিক লিওঁ থেকে আল ইত্তিফাক), রুবেন নেভেস (উলভারম্পটন ইউনাইটেড থেকে আল হিলাল), মার্সেলো ব্রজোভিচ (ইন্টার মিলান থেকে আল নাসর) ও অ্যালেক্স তেলেস (ম্যানচেস্টার ইউনাইটেড থেকে আল নাসর)।

সৌদি প্রো লিগ ভবিষ্যতে ইউরোপ থেকে আরও অনেক খেলোয়াড় দলে ভেড়াবে বলে মনে করেন ৫২ বছর বয়সী স্প্যানিশ কোচ। বিষয়টি নিয়ে সংশ্লিষ্টদের ভাবার পরামর্শও দেন তিনি। রিয়াদ মাহরেজ সৌদি থেকে অবিশ্বাস্য প্রস্তাব পাওয়ার কারণে তাকে ‘যেয়ো না’ বলতে পারেনি সিটি।

বিশ্বের সেরা ফুটবলারদের দলে ভেড়ানো সৌদি ক্লাবগুলো অর্থ ব্যয়েও প্রথম সারিতে অবস্থান করছে। বর্তমানে বেশি অর্থ খরচের দিক থেকে দুইয়ে আছে আল হিলাল। রিয়াল মাদ্রিদ ও পিএসজির মতো জায়ান্ট ক্লাবকেও পেছনে ফেলেছে সৌদি ক্লাবটি। এবারের দলবদলে রুবেন নেভেস, কালিদু কোলিবালি এবং ম্যালকমের ১১ জন খেলোয়াড় কিনেছে আল হিলাল। তাদের কিনতে ১৭ কোটি ৮০ লাখ ইউরো খরচ করেছে আল হিলাল বিপরীতে ৭ ফুটবলারকে বিক্রি করে মাত্র ১৩ লাখ ৮০ হাজার ইউরো আয় করেছে ক্লাবটি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মাদ্রাসাপ্রধানদের জন্য অধিদপ্তরের জরুরি নির্দেশনা, না মানলে ব্যবস্থা

বরাদ্দ পেল বগুড়া বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়

স্থিতিশীল অর্থনীতির জন্য গ্যাস উৎপাদন বাড়ানোর দাবি ব্যবসায়ীদের

একদিনের সফরে কক্সবাজার যাচ্ছেন প্রধান উপদেষ্টা

যে বয়সের আগেই শিশুকে ৮ শিক্ষা দেওয়া জরুরি

দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থীকে ‘চাঁদাবাজ’ আখ্যা প্রধান শিক্ষকের, তদন্তে কমিটি

চট্টগ্রাম-৩ আসনে ধানের শীষের মনোনয়নপ্রত্যাশী মিল্টন ভুঁইয়া

বাড়ি ভাড়া ও চিকিৎসা ভাতা নিয়ে ‘সুখবর’ পাচ্ছেন শিক্ষক-কর্মচারীরা

ফেসবুক পেজ জনপ্রিয় করার ৮ কৌশল

বাড়ির আঙিনায় বিষধর পদ্মগোখরা, অতঃপর...

১০

মোবাইল দিয়েই ডিএসএলআর ক্যামেরার মতো ছবি তোলার ৫ কৌশল

১১

বরইতলা নদীর ‘বাঁধ’ এখন মৃত্যু যন্ত্রণায় কাতর

১২

ইস্পাত খাতে বিশেষ তহবিল চান ব্যবসায়ীরা

১৩

বাংলাদেশের সঙ্গে বাণিজ্য বৃদ্ধিতে আগ্রহী পাকিস্তান

১৪

উপকূলজুড়ে টানা বৃষ্টিপাত, জনজীবনে দুর্ভোগ

১৫

উমামা-সাদীর নেতৃত্বে ‘স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্য’ প্যানেল ঘোষণা

১৬

ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৩১১ জন

১৭

ডাকসু নির্বাচন / ঢাবি শিক্ষার্থীদের প্রতি মির্যা গালিবের আহ্বান

১৮

বাংলাদেশি সন্দেহে কলকাতা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের মারধর

১৯

মৃত ব্যক্তির জন্য বিলাপ করে কান্না করলে কি কবরে আজাব হয়?

২০
X