স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০৭ সেপ্টেম্বর ২০২৪, ০৮:৪২ পিএম
আপডেট : ০৭ সেপ্টেম্বর ২০২৪, ০৮:৫০ পিএম
অনলাইন সংস্করণ

এখনো নিকোকে চায় বার্সা

নিকো উইলিয়াম। ছবি : সংগৃহীত
নিকো উইলিয়াম। ছবি : সংগৃহীত

এই মৌসুম শুরুর আগেই নিজেদের আক্রমণ ভাগ সম্পূর্ণ করার জন্য যে কজন ফুটবলারের দিকে স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনার নজর ছিল তাদের মধ্যে অন্যতম ছিল সদ্য ইউরোজয়ী স্প্যানিশ ফরোয়ার্ড নিকো উইলিয়াম। একসময় তো মনে হচ্ছিল কাতালান ক্লাবটিতে অবশ্যই নাম লেখাচ্ছে নিকো। তবে শেষ পর্যন্ত তা হয়ে ওঠেনি।

এই গ্রীষ্মে দলে যোগ না দেওয়ায় মনে হচ্ছিল বার্সা ভক্তদের নিকো-ওলমো-ইয়ামাল ত্রয়ী দেখার স্বপ্নপূরণ হবে না। তবে বার্সা ভক্তদের সে স্বপ্ন এখনো পূরণ হতে পারে কারণ বার্সা এখনো স্বপ্ন দেখছে নিকোকে দলে ভেড়ানোর।

বার্সেলোনা ২০২৫ সালে অ্যাথলেটিক ক্লাবের উইঙ্গার নিকো উইলিয়ামসকে দলে ভেড়ানোর পরিকল্পনা করছে। সাম্প্রতিক ট্রান্সফার উইন্ডোতে তারা ব্যর্থ হলেও উইলিয়ামসের প্রতি তাদের আগ্রহ এখনো অটুট। ইউরোপের শীর্ষ ক্লাবগুলো যেমন- আর্সেনাল এবং চেলসিও তাকে দলে নিতে চেয়েছিল; তবে উইলিয়ামস তার ছেলেবেলার ক্লাবের সঙ্গে আরও একটি মৌসুম কাটানোর সিদ্ধান্ত নিয়েছেন।

স্পোর্টের মতে, বার্সেলোনার পরিকল্পনা সবসময়ই ছিল ২০২৫ সালে উইলিয়ামসের ৪৯ মিলিয়ন ইউরোর রিলিজ ক্লজ পরিশোধ করা। তবে ইউরো ২০২৪-এ উইলিয়ামসের অসাধারণ পারফরম্যান্স আর্সেনাল এবং চেলসির নজর কেড়েছে, যার ফলে বার্সেলোনা সময়ের আগেই তাকে দলে নেওয়ার চেষ্টা করেছে।

এই গ্রীষ্মে উইলিয়ামস বার্সেলোনার প্রস্তাব ফিরিয়ে দিলেও, ক্লাবটি দমে যায়নি। তারা এখনো তাকে তাদের ২০২৫ সালের শীর্ষস্থানীয় টার্গেট হিসেবে দেখছে, যদি তিনি অ্যাথলেটিক ক্লাবের সঙ্গে চুক্তি নবায়ন না করেন এবং তার রিলিজ ক্লজ বৃদ্ধি না পায়। বার্সেলোনা উইলিয়ামসের সঙ্গে সম্পর্ক মজবুত করার লক্ষ্যে কাজ করে যাচ্ছে, যাতে তারা তার স্বাক্ষরের জন্য প্রতিযোগিতায় এগিয়ে থাকে।

আর্সেনালও আগামী গ্রীষ্মে উইলিয়ামসের প্রতি আগ্রহ পুনর্জীবিত করার কথা বিবেচনা করছে। যদিও তারা চেলসি থেকে রাহিম স্টার্লিংকে লোনে নিয়েছে, তবে সে চুক্তির মেয়াদ শেষ হলে নতুন উইঙ্গার প্রয়োজন হতে পারে।

অন্যদিকে, চেলসি ট্রান্সফার ডেডলাইন দিবসে জাডন স্যাঞ্চোকে দলে ভিড়িয়েছে এবং পেদ্রো নেতো এবং জোয়াও ফেলিক্সকে তাদের আক্রমণভাগে যুক্ত করেছে। এতে উইঙ্গার আনার প্রয়োজনীয়তা কমে গেছে বলে মনে হচ্ছে, যদিও চেলসির অপ্রত্যাশিত ট্রান্সফার কার্যক্রম সবসময়ই আলোচনার জন্ম দেয়।

বার্সেলোনা নিকো উইলিয়ামসের পরিস্থিতির উপর নজর রাখবে, আশা করছে যে ২০২৫ সালে তাদের দীর্ঘমেয়াদি পরিকল্পনা সফলভাবে তাকে ক্যাম্প ন্যুতে নিয়ে আসবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মাদ্রাসাপ্রধানদের জন্য অধিদপ্তরের জরুরি নির্দেশনা, না মানলে ব্যবস্থা

বরাদ্দ পেল বগুড়া বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়

স্থিতিশীল অর্থনীতির জন্য গ্যাস উৎপাদন বাড়ানোর দাবি ব্যবসায়ীদের

একদিনের সফরে কক্সবাজার যাচ্ছেন প্রধান উপদেষ্টা

যে বয়সের আগেই শিশুকে ৮ শিক্ষা দেওয়া জরুরি

দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থীকে ‘চাঁদাবাজ’ আখ্যা প্রধান শিক্ষকের, তদন্তে কমিটি

চট্টগ্রাম-৩ আসনে ধানের শীষের মনোনয়নপ্রত্যাশী মিল্টন ভুঁইয়া

বাড়ি ভাড়া ও চিকিৎসা ভাতা নিয়ে ‘সুখবর’ পাচ্ছেন শিক্ষক-কর্মচারীরা

ফেসবুক পেজ জনপ্রিয় করার ৮ কৌশল

বাড়ির আঙিনায় বিষধর পদ্মগোখরা, অতঃপর...

১০

মোবাইল দিয়েই ডিএসএলআর ক্যামেরার মতো ছবি তোলার ৫ কৌশল

১১

বরইতলা নদীর ‘বাঁধ’ এখন মৃত্যু যন্ত্রণায় কাতর

১২

ইস্পাত খাতে বিশেষ তহবিল চান ব্যবসায়ীরা

১৩

বাংলাদেশের সঙ্গে বাণিজ্য বৃদ্ধিতে আগ্রহী পাকিস্তান

১৪

উপকূলজুড়ে টানা বৃষ্টিপাত, জনজীবনে দুর্ভোগ

১৫

উমামা-সাদীর নেতৃত্বে ‘স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্য’ প্যানেল ঘোষণা

১৬

ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৩১১ জন

১৭

ডাকসু নির্বাচন / ঢাবি শিক্ষার্থীদের প্রতি মির্যা গালিবের আহ্বান

১৮

বাংলাদেশি সন্দেহে কলকাতা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের মারধর

১৯

মৃত ব্যক্তির জন্য বিলাপ করে কান্না করলে কি কবরে আজাব হয়?

২০
X