স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০৭ সেপ্টেম্বর ২০২৪, ০৮:৪২ পিএম
আপডেট : ০৭ সেপ্টেম্বর ২০২৪, ০৮:৫০ পিএম
অনলাইন সংস্করণ

এখনো নিকোকে চায় বার্সা

নিকো উইলিয়াম। ছবি : সংগৃহীত
নিকো উইলিয়াম। ছবি : সংগৃহীত

এই মৌসুম শুরুর আগেই নিজেদের আক্রমণ ভাগ সম্পূর্ণ করার জন্য যে কজন ফুটবলারের দিকে স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনার নজর ছিল তাদের মধ্যে অন্যতম ছিল সদ্য ইউরোজয়ী স্প্যানিশ ফরোয়ার্ড নিকো উইলিয়াম। একসময় তো মনে হচ্ছিল কাতালান ক্লাবটিতে অবশ্যই নাম লেখাচ্ছে নিকো। তবে শেষ পর্যন্ত তা হয়ে ওঠেনি।

এই গ্রীষ্মে দলে যোগ না দেওয়ায় মনে হচ্ছিল বার্সা ভক্তদের নিকো-ওলমো-ইয়ামাল ত্রয়ী দেখার স্বপ্নপূরণ হবে না। তবে বার্সা ভক্তদের সে স্বপ্ন এখনো পূরণ হতে পারে কারণ বার্সা এখনো স্বপ্ন দেখছে নিকোকে দলে ভেড়ানোর।

বার্সেলোনা ২০২৫ সালে অ্যাথলেটিক ক্লাবের উইঙ্গার নিকো উইলিয়ামসকে দলে ভেড়ানোর পরিকল্পনা করছে। সাম্প্রতিক ট্রান্সফার উইন্ডোতে তারা ব্যর্থ হলেও উইলিয়ামসের প্রতি তাদের আগ্রহ এখনো অটুট। ইউরোপের শীর্ষ ক্লাবগুলো যেমন- আর্সেনাল এবং চেলসিও তাকে দলে নিতে চেয়েছিল; তবে উইলিয়ামস তার ছেলেবেলার ক্লাবের সঙ্গে আরও একটি মৌসুম কাটানোর সিদ্ধান্ত নিয়েছেন।

স্পোর্টের মতে, বার্সেলোনার পরিকল্পনা সবসময়ই ছিল ২০২৫ সালে উইলিয়ামসের ৪৯ মিলিয়ন ইউরোর রিলিজ ক্লজ পরিশোধ করা। তবে ইউরো ২০২৪-এ উইলিয়ামসের অসাধারণ পারফরম্যান্স আর্সেনাল এবং চেলসির নজর কেড়েছে, যার ফলে বার্সেলোনা সময়ের আগেই তাকে দলে নেওয়ার চেষ্টা করেছে।

এই গ্রীষ্মে উইলিয়ামস বার্সেলোনার প্রস্তাব ফিরিয়ে দিলেও, ক্লাবটি দমে যায়নি। তারা এখনো তাকে তাদের ২০২৫ সালের শীর্ষস্থানীয় টার্গেট হিসেবে দেখছে, যদি তিনি অ্যাথলেটিক ক্লাবের সঙ্গে চুক্তি নবায়ন না করেন এবং তার রিলিজ ক্লজ বৃদ্ধি না পায়। বার্সেলোনা উইলিয়ামসের সঙ্গে সম্পর্ক মজবুত করার লক্ষ্যে কাজ করে যাচ্ছে, যাতে তারা তার স্বাক্ষরের জন্য প্রতিযোগিতায় এগিয়ে থাকে।

আর্সেনালও আগামী গ্রীষ্মে উইলিয়ামসের প্রতি আগ্রহ পুনর্জীবিত করার কথা বিবেচনা করছে। যদিও তারা চেলসি থেকে রাহিম স্টার্লিংকে লোনে নিয়েছে, তবে সে চুক্তির মেয়াদ শেষ হলে নতুন উইঙ্গার প্রয়োজন হতে পারে।

অন্যদিকে, চেলসি ট্রান্সফার ডেডলাইন দিবসে জাডন স্যাঞ্চোকে দলে ভিড়িয়েছে এবং পেদ্রো নেতো এবং জোয়াও ফেলিক্সকে তাদের আক্রমণভাগে যুক্ত করেছে। এতে উইঙ্গার আনার প্রয়োজনীয়তা কমে গেছে বলে মনে হচ্ছে, যদিও চেলসির অপ্রত্যাশিত ট্রান্সফার কার্যক্রম সবসময়ই আলোচনার জন্ম দেয়।

বার্সেলোনা নিকো উইলিয়ামসের পরিস্থিতির উপর নজর রাখবে, আশা করছে যে ২০২৫ সালে তাদের দীর্ঘমেয়াদি পরিকল্পনা সফলভাবে তাকে ক্যাম্প ন্যুতে নিয়ে আসবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রশাসন আমাদের কথায় উঠবে-বসবে গ্রেপ্তার করবে : শাহজাহান চৌধুরী

মারা গেলেন বরেণ্য চলচ্চিত্র নির্মাতা শেখ নজরুল ইসলাম

আপনি কি জানেন, কেন তালার নিচে ছোট্ট ছিদ্র থাকে?

কর্তব্যরত পুলিশ সদস্যের আকস্মিক মৃত্যু

‘নেপাল ইন্টারন্যাশনাল এক্সিলেন্স অ্যাওয়ার্ড’ পেলেন রাবির সাবেক শিক্ষার্থী

পূর্বাচলে প্লট দুর্নীতি : শেখ হাসিনাসহ ১২ জনের রায় ২৭ নভেম্বর

২৪ ঘণ্টায় ৯১ ভূমিকম্প

গুমের দুই মামলায় অভিযোগ গঠনের শুনানি ৩ ও ৭ ডিসেম্বর

ছেলেটাকে খুব ছুঁয়ে দেখতে মন চায়: মাহিয়া মাহি

হাওর থেকে যুবকের মরদেহ উদ্ধার

১০

আসবাবের যেসব রং ঘরকে সুন্দর ও আরামদায়ক দেখাবে

১১

বাউল শিল্পী আবুল সরকারের ফাঁসির দাবিতে বিক্ষোভ

১২

বড় জয়ে আয়ারল্যান্ডকে হোয়াইটওয়াশ করল বাংলাদেশ

১৩

রাত হলেই শিশুপার্কটি হয়ে ওঠে মাদকের আড্ডাখানা

১৪

অপেক্ষা বাড়ছে বাংলাদেশের, দরকার ২ উইকেট

১৫

আয়ারল্যান্ড সিরিজে থাকছেন না তাসকিন, বদলি কে

১৬

নদীগর্ভে বিলীন সড়ক, ৩ জেলার যোগাযোগে দুর্ভোগ

১৭

অসৎ লোককে নির্বাচিত করলে কপালে ভোগান্তিই আসবে : দুদক চেয়ারম্যান

১৮

বড় আকারের ভূমিকম্প মোকাবিলা নিয়ে উদ্বেগ স্বরাষ্ট্র উপদেষ্টার

১৯

দুই দিনে টেস্ট জিতে বড় ‘বিপদে’ অস্ট্রেলিয়া

২০
X