রিয়াল মাদ্রিদের জার্সিতে যেন নতুন ইতিহাস লিখছেন ফ্রাঙ্কো মাস্তান্তুওনো। মাত্র ১৮ বছর ১৬ দিন বয়সে সান্তিয়াগো বার্নাব্যুতে লা লিগায় প্রথম একাদশে নাম লিখিয়ে রেকর্ড গড়লেন আর্জেন্টাইন এই মিডফিল্ডার। গত পঁচিশ বছরে এত কম বয়সে বার্নাব্যুতে অভিষেক হয়নি আর কারও। ভিনিসিয়ুস জুনিয়র, ফেদেরিকো ভালভার্দে, রদ্রিগো কিংবা দানি কার্ভাহালের মতো নামকরা তারকারাও এ দৌড়ে পিছিয়ে গেলেন।
শনিবার মায়োর্কার বিপক্ষে ম্যাচে মাস্তান্তুওনোকে প্রথম থেকেই মাঠে নামান রিয়ালের কোচ জাবি আলোনসো। সেই ম্যাচেই ফুটবল বিশ্ব প্রত্যক্ষ করে এক নতুন অধ্যায়ের সূচনা। আর্জেন্টিনার রিভার প্লেট থেকে উঠে আসা এই তরুণের চোখজুড়ানো উপস্থিতি জানান দিচ্ছে, রিয়ালের ভবিষ্যৎ মধ্যমাঠে তাকেই ঘিরে গড়তে পারে নতুন স্বপ্ন।
রিয়ালের প্রথম একাদশ সাজাতে আলোনসো ভরসা রেখেছিলেন অভিজ্ঞদের পাশাপাশি এই কিশোর প্রতিভার ওপরও। কোর্তোয়া, এমবাপ্পে, ভিনিসিয়ুস, ভালভার্দে আর গুলেরের মতো তারকাদের সঙ্গে সমানতালে নাম লেখান মাস্তান্তুওনো। ম্যাচের আগেই আলোনসো বলেছিলেন, ‘আমরা চাই দর্শকরা দলটিকে উপভোগ করুক, আর খেলোয়াড়রাও নিজেদের সেরা ফর্ম খুঁজে পাক।’
এদিকে মায়োর্কা লিগের শুরুতেই দুঃসময় পার করছে। প্রথম দুই ম্যাচে জয় না পাওয়া দলটি বার্নাব্যুতে নামলেও সেখান থেকে প্রাপ্তি বলতে লড়াইয়ের অভিজ্ঞতাই। লা লিগায় এতদিনে বার্নাব্যুর মাটিতে দুই দলের লড়াইয়ে মাদ্রিদিজ্তারা জয় পেয়েছে ২৬ বার, মায়োর্কার জয় মাত্র চারটিতে থেমে আছে।
লা লিগার এই ধাপ শেষ করে আন্তর্জাতিক বিরতির পর রিয়ালের অপেক্ষায় আরও বড় পরীক্ষা—চ্যাম্পিয়ন্স লিগ। ম্যানচেস্টার সিটি, লিভারপুল, জুভেন্টাস, বেনফিকা, মার্শেই কিংবা মোনাকোর মতো দলকে সামনে রেখে আলোনসো বলেছেন, ‘গ্রুপ কঠিন হলেও চ্যালেঞ্জ আমাদের প্রেরণা জোগাবে। এমন ভ্রমণ, এমন প্রতিদ্বন্দ্বিতা ভিন্ন মাত্রা যোগ করবে।’
গত মৌসুমে আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী তারকাদের ছাপ ফুটে উঠেছিল ইউরোপিয়ান ক্লাবগুলোতে। এবার মাস্তান্তুওনোর বার্নাব্যু অভিষেক সেই ধারাকে আরও উজ্জ্বল করল।
মন্তব্য করুন