ইংলিশ প্রিমিয়ার লিগে সময়ের সবচেয়ে বড় তারকার নাম আর্লিং হলান্ড। ২০২২-২৩ মৌসুমে ইংল্যান্ডে পাড়ি জমিয়ে গোলের পসরা সাজান ম্যানচেস্টার সিটি ফরোয়ার্ড। লিভারপুলের মোহাম্মদ সালাহ’র এক মৌসুমে করা সর্বোচ্চ গোলের রেকর্ড ভেঙে দিয়েছিলেন নরওয়েজিয়ান ফরোয়ার্ড। এবারও ১৬ গোল নিয়ে তালিকার প্রথমে রয়েছেন ম্যানসিটি তারকা। অথচ সেই হলান্ডই চলতি মৌসুমে গোল মিসে সবার ওপরে আছেন।
প্রিমিয়ার লিগে প্রকাশিত এক পরিসংখ্যানে অনুযায়ী, ২০২৩-২৪ মৌসুমে লিগটিতে ২১টি গোল মিস করেছেন হলান্ড। নরওয়েজিয়ান গোল মেশিনের সমান ২১টি সুযোগ মিস করে অনাকাঙ্ক্ষিত রেকর্ডের তালিকায় যৌথভাবে শীর্ষে লিভারপুলের উরুগুয়ের ফরোয়ার্ড ডারউইন নুনেজ।
নিজেদের সবশেষ প্রিমিয়ার লিগ ম্যাচে চেলসির মুখোমুখি হয়েছিল চেলসি। ইতিহাদ স্টেডিয়ামে ১-১ সমতায় শেষ হয় দুই জায়ান্টের লড়াই। ব্লুজদের গোলপোস্ট বরাবর মোট ৩১টি শট নিয়েছিল সিটিজেনরা। কিন্তু একটির বেশি গোলের দেখা পায়নি সিটি। পুরো ম্যাচে ৯টি শট লক্ষ্যে রাখতে সক্ষম হয় পেপ গার্দিওলার শিষ্যরা।
চেলসির বিপক্ষে গোলপোস্টে ৯টি শট নিয়েছিলেন হলান্ড। এর মধ্যে দুটি শট লক্ষ্যে রাখতে পারেন ম্যানসিটি ফরোয়ার্ড। কিন্তু গোল আদায় করতে পারেননি। আগেও দুই বা ততোধিক শট লক্ষ্যে রেখেও গোল পাননি হলান্ড। এই ম্যাচ ছাড়াও চলতি মৌসুমে মোট ২১টি গোলের সুযোগ মিস করেন ট্রেবল জয়ী ফরোয়ার্ড।
প্রিমিয়ার লিগে ২৫ ম্যাচে ৫৭ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে লিভারপুল। এক ম্যাচ কম খেলে ৫৩ পয়েন্ট নিয়ে তালিকার তৃতীয় স্থানে আছে বর্তমান শিরোপাজয়ী ম্যানসিটি। ২৫ ম্যাচ থেকে আর্সেনাল ৫৪ পয়েন্ট নিয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে।
মন্তব্য করুন