কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৯ সেপ্টেম্বর ২০২৫, ১০:০০ এএম
আপডেট : ১৯ সেপ্টেম্বর ২০২৫, ১০:২৬ এএম
অনলাইন সংস্করণ

ফোন ভালো রাখতে সপ্তাহে কতবার রিস্টার্ট করবেন?

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

বর্তমান যুগে স্মার্টফোন ছাড়া একমুহূর্তও কল্পনা করা কঠিন। যোগাযোগ থেকে শুরু করে অফিসের কাজ, অনলাইন ক্লাস, বাজার করা কিংবা বিদ্যুৎ-গ্যাস বিল দেওয়া—সবকিছুই এখন মোবাইলের মাধ্যমে করা হয়।

সারাদিনই হাতের মুঠোয় থাকে ফোন, রাতেও অনেক সময় চার্জে দিয়ে রেখে ঘুমানো হয়। কিন্তু কখনো কি ভেবেছেন, সারাক্ষণ সচল থাকা এই ডিভাইসটিরও প্রয়োজন হয় ‘বিশ্রামের’?

বিশেষজ্ঞরা বলছেন, ফোনে যেমন নিয়মিত চার্জ দেওয়া জরুরি, তেমনি ফোনকে সপ্তাহে অন্তত একবার বন্ধ করে রাখাও জরুরি। মাত্র এক মিনিটের জন্য হলেও ফোন রিস্টার্ট করলে এর আয়ু বেড়ে যায় এবং ভবিষ্যতে বড় ধরনের সমস্যা হওয়ার ঝুঁকি অনেকটাই কমে যায়।

কেন ফোনকে বিশ্রাম দেওয়া দরকার?

১. ব্যাটারির স্বাস্থ্য রক্ষায়

ফোন সারাক্ষণ চালু থাকলে ব্যাটারির ওপর চাপ পড়ে, অতিরিক্ত গরম হয় এবং দ্রুত চার্জ শেষ হয়ে যায়। সপ্তাহে অন্তত একবার ফোন রিস্টার্ট করলে ব্যাটারি ঠান্ডা হওয়ার সুযোগ পায় এবং দীর্ঘদিন ভালো থাকে।

২. ফোনের পারফরম্যান্স উন্নত হয়

ফোন চালু থাকলে অনেক সময় অ্যাপস বন্ধ হওয়ার পরও কিছু র‍্যাম ব্যবহার করে যায়, যাকে বলা হয় মেমোরি লিক। এতে ফোন ধীরে ধীরে স্লো হয়ে যায়। সপ্তাহে একবার রিস্টার্ট করলে এসব সমস্যা কমে গিয়ে ফোন দ্রুত কাজ করে।

৩. নেটওয়ার্ক সমস্যা মেটে

বিশেষ করে পুরোনো ফোনগুলোতে অনেক সময় মোবাইল ডাটা বা ওয়াইফাই হঠাৎ কাজ করা বন্ধ করে দেয়। এক্ষেত্রে ফোন রিস্টার্ট করলেই নেটওয়ার্ক আবার নতুনভাবে কানেক্ট হয়। ফলে ইন্টারনেট ব্যবহারেও ঝামেলা থাকে না।

৪. অপ্রয়োজনীয় ক্যাশ ডাটা মুছে যায়

দীর্ঘদিন ফোন চালু রাখলে ক্যাশড ডাটা জমে গিয়ে ফোনকে স্লো করে দেয়। রিস্টার্ট করলে এসব অপ্রয়োজনীয় ডাটা মুছে গিয়ে ফোনের গতি বেড়ে যায়।

৫. ব্যাকগ্রাউন্ড অ্যাপ নিয়ন্ত্রণে থাকে

অনেক সময় ফোন বন্ধ না করলেও ব্যাকগ্রাউন্ডে অ্যাপ চলতেই থাকে, যা ব্যাটারির খরচ বাড়ায় এবং র‍্যাম দখল করে রাখে। সপ্তাহে একবার রিস্টার্টের পাশাপাশি এই অ্যাপগুলো বন্ধ করে দিলে ফোনের কর্মক্ষমতা বাড়ে।

কতবার রিস্টার্ট করবেন?

বিশেষজ্ঞদের মতে, সপ্তাহে অন্তত একবার ফোন সম্পূর্ণভাবে বন্ধ করে এক মিনিটের জন্য বিশ্রাম দেওয়া উচিত। এতে ফোন ও এর ব্যাটারির স্বাস্থ্য ভালো থাকে। তবে কেউ যদি অনেক বেশি ফোন ব্যবহার করেন বা পুরোনো ফোন ব্যবহার করেন, তাহলে সপ্তাহে ২–৩ বার রিস্টার্ট করলে আরও ভালো ফল পাওয়া যাবে।

শেষ কথা

স্মার্টফোন আমাদের জীবনকে সহজ করেছে বটে, তবে এরও নিয়মিত যত্ন প্রয়োজন। যেমন চার্জ দিয়ে ফোন সচল রাখি, তেমনি মাঝে মাঝে বন্ধ করে বিশ্রাম দেওয়া উচিত। সপ্তাহে একবারের এই ছোট্ট অভ্যাস শুধু ফোনের আয়ু বাড়াবে না, ব্যবহারকারীরও অযাচিত ঝামেলা কমাবে।

সূত্র : রিডার্স ডাইজেস্টদ্য মিরর

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দলের বিদ্রোহী প্রার্থী হলে ব্যবস্থা গ্রহণ করা হবে : জিকে গউছ

নির্বাচন থেকে সরে দাঁড়ালেন আরও এক এনসিপি নেতা

এসিআই ফর্মুলেশনস পিএলসির নগদ ২৫ শতাংশ লভ্যাংশ ঘোষণা

জমকালো আয়োজনে অনুষ্ঠিত হলো দিয়ামনি ই কমিউনিকেশন আইকনিক স্টার অ্যাওয়ার্ড

দেশ গড়তে সবাইকে উদ্যোগী হওয়ার আহ্বান তারেক রহমানের

একসঙ্গে ১৩ নেতাকে সুখবর দিল বিএনপি

জামায়াত নেতাকে নিয়ে মনোনয়নপত্র জমা দিলেন হাসনাত আবদুল্লাহ

এসএসসি পরীক্ষা নিয়ে জরুরি নির্দেশনা

হাদির হত্যাকারীদের গ্রেপ্তারের তথ্য ভিত্তিহীন বলল পশ্চিমবঙ্গ পুলিশ

যে সময় শিশুদের বাইরে রাখতে নিষেধ করেছেন নবীজি (সা.)

১০

যার পক্ষে যতটুকু সম্ভব দেশের জন্য সচেষ্ট হই : তারেক রহমান

১১

ইস্টার্ন ইউনিভার্সিটিতে ‘ব্যাটল অব ট্রেডার্স-সিজন ৫’ ও উইন্টার ফেস্ট শুরু

১২

বগুড়া-৭ আসনে খালেদা জিয়ার পক্ষে মনোয়নয়নপত্র দাখিল

১৩

‘নির্বাচনের আগে শান্তি বিঘ্নিত করলে কঠোরভাবে মোকাবিলা করা হবে’

১৪

নারায়ণগঞ্জ-২ আসনে মনোনয়নপত্র জমা দিলেন আজাদ

১৫

এনসিপিতে যোগ দিচ্ছেন আসিফ মাহমুদ

১৬

বাবার লাশ দাফনে সন্তানদের বাধা

১৭

দেশে একটি ব্যতিক্রমধর্মী নির্বাচন আয়োজিত হচ্ছে : ডা. তাহের

১৮

জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে এনসিপি

১৯

স্বরাষ্ট্র উপ‌দেষ্টা হওয়ার বিষয়ে যা বললেন খলিলুর রহমান

২০
X