কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৪ জুন ২০২৪, ০৯:১০ এএম
আপডেট : ১৪ জুন ২০২৪, ০৯:৪০ পিএম
অনলাইন সংস্করণ

গোপনে উইঘুরদের পক্ষে কাজ করছে তুরস্ক

উইঘুরের সমর্থনে প্রতিবাদ। ছবি : সংগৃহীত
উইঘুরের সমর্থনে প্রতিবাদ। ছবি : সংগৃহীত

বিশ্বব্যাপী পদ্ধতিগত নির্যাতন ও দমনপীড়নের জন্য বেশ কুখ্যাত পরাশক্তি চীন। বিশেষ করে দেশটির পূর্ব তুর্কিস্তান তথা জিনজিয়াং প্রদেশে বসবাসরত উইঘুর মুসলিমদের ওপর চীনা দমনপীড়নের বিরুদ্ধে সোচ্চার সারা বিশ্ব। যদিও তাতে বিন্দুমাত্র ভ্রুক্ষেপ নেই বেইজিংয়ের। এমনকি নিজ নিজ অর্থনৈতিক সুবিধার স্বার্থে এ বিষয়ে ‍মুখ খুলতে নারাজ অধিকাংশ মুসলিম দেশ। তবে একই ভাষা ও জাতিগোষ্ঠী হওয়ার সুবাদে উইঘুর মুসলিমদের অধিকার নিয়ে বেশকিছু পদক্ষেপ নিয়েছে তুরস্ক। বলা হচ্ছে প্রকাশ্যে না হলেও কূটনৈতিকভাবে উইঘুরদের স্বার্থ রক্ষার্থে নিজের চেষ্টা জারি রেখেছে আঙ্কারা।

মিডল ইস্ট আইয়ের এক প্রতিবেদনে বলা হয়, চলতি সপ্তাহের শুরুর দিকে চীন সফরে যান তুর্কি পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান। এ সময় তুর্কি ভাষাভাষী উইঘুরদের অধিকার ও সংস্কৃতি রক্ষার জন্য গোপনে কূটনৈতিক প্রচেষ্টাও চালান তিনি। দুজন তুর্কি কর্মকর্তার বরাত দিয়ে এমন তথ্য জানায় সংবাদমাধ্যমটি।

বেইজিং সফরকালে হাকান ফিদান চীনা পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই এবং ভাইস প্রেসিডেন্ট হ্যাং ঝ্যাং-এর সঙ্গে সাক্ষাৎ করেন। সফরকালে তুর্কি পররাষ্ট্রমন্ত্রী জিনিজিয়াংয়ের স্বায়ত্তশাসিত অঞ্চলটিতেও ভ্রমণ করেন। ২০১২ সালের পর এটিকে উইঘুর অঞ্চলে সবচেয়ে গুরুত্বপূর্ণ সফর বলে মনে করা হচ্ছে।

জিনজিয়াং সফরকালে ফিদান উরুমকি, কাশগার এবং উইঘুর নেতাদের সঙ্গে বৈঠক করেন। এ সময় তিনি ফিদান একটি ফিরোজা রঙের টাই পরেছিলেন, যা উইঘুর জাতীয় পতাকার সঙ্গে সম্পর্কিত। এ সময় পূর্ব তুর্কিস্তানের শহরগুলোকে প্রাচীন তুর্কি-ইসলামিক শহর হিসাবে উল্লেখ করেন ফিদান, যা চীনকে তুর্কি ও ইসলামিক বিশ্বের সঙ্গে সংযুক্ত করে। তবে এ সময় উইঘুর সংখ্যালঘুদের সঙ্গে চীনের দমনপীড়ন ও পুনঃশিক্ষা ক্যাম্পে বিপুল পরিমাণ উইঘুর নারী-পুরুষকে আটক রাখার ব্যাপারে একেবারেই চুপ ছিলেন তুর্কি পররাষ্ট্রমন্ত্রী।

তুরস্কের দুটি কূটনৈতিক সূত্র জানায়, আঙ্কারা বেইজিংয়ের কাছে উইঘুর ইস্যুটি গুরুত্বের সঙ্গে দেখার জন্য জোর দিয়েছে। এ সময় তুর্কি কর্মকর্তারা চীনা কর্মকর্তাদের জানান, উইঘুর তুর্কিদের সাংস্কৃতিক অধিকার এবং মূল্যবোধ রক্ষার বিষয়টি তুর্কি বিশ্ব এবং ইসলামিক বিশ্বের সংবেদনশীলতার সঙ্গে সম্পর্কিত। সূত্রগুলো জানায়, আঙ্কারা চীনের ‘এক চীন’ নীতির প্রতি শ্রদ্ধাশীল একই সঙ্গে উইঘুরদের অধিকার রক্ষার প্রতিও গুরুত্ব দেয়।

তুর্কি কর্মকর্তারা বেইজিংকে জানায়, উইঘুরদের সম্পর্কে তুর্কি বিশ্ব ও ইসলামি বিশ্বের উদ্বেগ দূর করা সকলের জন্যই মঙ্গলজনক হবে। এ ব্যাপারে একমাত্র চীন কার্যকর পদক্ষেপ নিতে পারে বলেও মন্তব্য করেন তুর্কি কূটনীতিকরা। অবশ্য ফিদানের এমন কার্যক্রমে বেশ অস্বস্তিতে পড়েছেন চীনা কর্তৃপক্ষ। জিনজিয়াংয়ের শহরগুলোকে তুর্কি ও ইসলামিক শহর বলে উল্লেখ করা চীনের দৃষ্টিভঙ্গির ঠিক উল্টো। তবে বিবৃতিতে ‘এক চীন’ নীতি ও চীনের অভ্যন্তরে কোনো প্রকার সন্ত্রাসী কার্যক্রমের প্রতি তুরস্কের বিরোধীতা দুই দেশের সম্পর্কে অনেকটাই ভারসাম্য এনে দিবে বলে মনে করছেন বিশ্লেষকরা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

লেক থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার

দীপিকার বদলে তৃপ্তি

এখনো পদ্মা সেতুর জন্য মোবাইল রিচার্জে কাটছে টাকা 

এ কোন বিপাশা

২২ বছর পর কান চলচ্চিত্র উৎসবে পানাহির বাজিমাত

ছাত্রশিবিরের নতুন কর্মসূচি ঘোষণা

‘দেশের স্বার্থের বিরুদ্ধে কোনো কিছুতেই আমরা হ্যাঁ বলব না’

জিম্মি স্বজনদের প্রশ্ন ‘রাতের ঘুম হয় কীভাবে, মিস্টার নেতানিয়াহু?’

খালেদা জিয়াকে হয়রানি, দুদকের সাবেক ৩ চেয়ারম্যানের বিরুদ্ধে মামলা

তলিয়ে গেছে ঘাটের রাস্তা, হাওরে বন্ধ ফেরি চলাচল

১০

মুশফিককে যুক্তরাষ্ট্রের পরবর্তী রাষ্ট্রদূত চায় ওয়াশিংটন! 

১১

সমুদ্রবন্দর রক্ষায় নৌবাহিনীকে সংযুক্ত করার চেষ্টা চলছে : উপদেষ্টা সাখাওয়াত

১২

সৌদি থেকে বের করে দেওয়া হলো হাজারো পাকিস্তানিকে

১৩

হ্যাকারের উদ্দেশে ইভ্যালির রাসেলের বার্তা

১৪

চট্টগ্রাম বন্দর বিদেশিদের দেওয়া হলে বৃহত্তর কর্মসূচির হুঁশিয়ারি

১৫

প্রধান উপদেষ্টার সঙ্গে আজ যেসব নেতা বৈঠক করবেন

১৬

গাজীপুরে মহাসড়ক অবরোধ করে শিক্ষার্থীদের বিক্ষোভ

১৭

ছাত্র উপদেষ্টারা গণঅভ্যুত্থানের প্রতিনিধিত্ব করছেন : হাসনাত আবদুল্লাহ

১৮

পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের বক্তব্যের জবাব গণঅধিকার পরিষদের

১৯

গাজায় তীব্র অপুষ্টিতে কাহিল ৭১ হাজার শিশু ও ১৭ হাজার মা

২০
X