রাশিয়ায় পুতিনের প্রধান সমালোচক কারাবন্দি বিরোধী নেতা আলেক্সি নাভালনিকে চরমপন্থার অভিযোগে আরও ১৯ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। রাষ্ট্রপক্ষ ওই মামলায় নাভালনির ২০ বছরের কারাদণ্ডের দাবি জানিয়েছিল। খবর আলজাজিরার।
আরও পড়ুন : জুন-জুলাইয়ে ৪৩ হাজার সৈন্য হারিয়েছে ইউক্রেন
মস্কো থেকে প্রায় আড়াই শ’ কিলোমিটার দূরে মেলেখোভো এলাকার একটি কারাগারে আছেন নাভালনি। সেখানেই একটি অস্থায়ী আদালত বসিয়ে শুক্রবার রাতে নাভালনিকে আরও ১৯ বছরের কারাদণ্ড দেওয়া হয়। এর আগে ২০২১ সালে প্যারোল লঙ্ঘন, জালিয়াতি ও আদালত অবমাননার দায়ে তাকে ৯ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছিল।
প্রতিবেদনে বলা হয়, গত ২০ জুলাই সর্বশেষ মামলার শুনানিতে রাশিয়ার সরকারি আইনজীবীরা নাভালনিকে আরও কুখ্যাত একটি কারাগারে ২০ বছর বন্দি করে রাখার আহ্বান জানিয়েছিলেন। ওই কারাগারে সাধারণত রাশিয়ার সবচেয়ে বিপজ্জনক অপরাধীদের রাখা হয়।
আরও পড়ুন : হঠাৎ ইউক্রেনে গেলেন রুশ প্রতিরক্ষামন্ত্রী!
শুনানির সময় নাভালনি ইউক্রেনের বিরুদ্ধে রাশিয়ার আগ্রাসনের তীব্র নিন্দা জানিয়েছিলেন। তিনি বলেছিলেন, ‘রাশিয়া গরিব মানুষদের কাদা কিংবা রক্তের পুকুরে ফেলে দিচ্ছে। তাদের হাত-পা ভাঙছে। লাখো মানুষ মারা যাচ্ছেন। একুশ শতকের সবচেয়ে বুদ্ধিহীন ও চেতনাহীন লড়াই চলছে।’
ক্রেমলিনের দাবি করেছিল, এই মামলায় তাদের কোনো হস্তক্ষেপ নেই। আদালত যা ঠিক করবে, তা-ই হবে। তবে নাভালনির বিরুদ্ধে আনা সব অভিযোগকেই রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে মনে করছেন তার সমর্থক গোষ্ঠী ও পশ্চিমা বিশ্ব।
নাভালনির বিরুদ্ধে রুদ্ধদ্বার আদালতের এ রায় ঘোষণার আগে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি বার্তায় নাভালনি বলেন, ‘ভিন্নমত পোষণকারীদের ভয় দেখাতে ‘স্তালিন শাসনামলের’ মতো তার দণ্ড হতে পারে, যাতে ভবিষ্যতে কেউ ক্ষমতাসীনদের বিরুদ্ধে ভিন্নমত প্রকাশ করার সাহস না পায়।’
মন্তব্য করুন