ইসরায়েলের সাথে আরও এক দেশ যুদ্ধে জড়িয়েছে বলে মন্তব্য করেছেন ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্ট। তিনি বলেন, এজন্য তারা কড়া মূল্য দিচ্ছে। আনাদোলুর এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী বলেন, লেবাননের হিজবুল্লাহ গ্রুপ ইসরায়েলের সাথে যুদ্ধে জড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। এজন্য তারা কড়া মূল্য দিচ্ছে।
ইসরায়েলি আর্মি রেডিওর এক প্রতিবেদনে তাকে উদ্ধৃত করে বলা হয়েছে, তিনি বলেছেন, আমাদের সম্ভাব্য সব চ্যালেঞ্জকে সামনে রেখে সতর্কভাবে প্রস্তুতি নিতে হবে। আমরা এই যুদ্ধের পরিস্থিতি ১৮০ ডিগ্রিতে উলটাতে যাচ্ছি। হামলার দিনটি এমনভাবে স্মরণ করা হবে যে, ওইদিন হামাসের চূড়ান্ত বিলুপ্তি শুরু হয়েছে।
গ্যালান্ট বলেন, আমরা এখন এ নির্দেশনা অনুসারে কাজ করতে যাচ্ছি। এজন্য সময় লাগবে। এজন্য মূল্যও দিতে হবে। কেননা আমরা যুদ্ধে রয়েছি। আমাদের হাতে আর কোনো অপশন নেই। ফলে আমাদের জন্য যা প্রয়োজন তা আমরা করব। যুদ্ধে আমরাই জয়ী হব।
এ সময় লেবানন সীমান্তে ইসরায়েলের সেনাদের উদ্দেশ্যে তিনি বলেন, এটা একটা বিশাল চ্যালেঞ্জ। এজন্য সেনাদের দায়িত্ব নিতে হবে। আমরা যে কোনো পরিস্থিতির জন্য প্রস্তুত আছি।
এদিকে উপর্যুপরি রকেট হামলায় বিপাকে ইসরায়েল। ২১ অক্টোবর শনিবার রাজধানী তেল আবিবসহ মধ্য ইসরায়েলের বাট ইয়াম, আশদদ শহরে রকেট হামলার পর অন্তত ১৮টি অঞ্চলে রেড অ্যালার্ট জারি করা হয়।
এর আগে দক্ষিণ ইসরায়েলের কিছু শহরে হামলা করে ইরান সমর্থিত গ্রুপ হিজবুল্লাহ। এখন পর্যন্ত এসব হামলায় হতাহতের সংখ্যা নিশ্চিত করা যায়নি। এসব হামলার পরেই ইসরায়েলের গুরুত্বপূর্ণ ১৮টি অঞ্চলে রেড অ্যালার্ট জারি করা হয়েছে।
রেড অ্যালার্ট জারি করা এসব জায়গার ভেতর রয়েছে, তেল আবিবের সিটি সেন্টার, দক্ষিণ তেল আবিব, জাফফা, বাত ইয়াম এবং লাখিস অঞ্চলের আসদদের উত্তরের শিল্পাঞ্চল, আসদদের আলেফ, বেত, দালেত, হেহ। এ ছাড়া দক্ষিণ শেফালার কাফর হানাগিদ অঞ্চলেও রেড অ্যালার্ট জারি করা হয়েছে।
মন্তব্য করুন