আরও এক দিন বাড়ছে গাজায় যুদ্ধবিরতির মেয়াদ। আগামীকাল শুক্রবার পর্যন্ত গাজায় যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানো হয়েছে। বৃহস্পতিবার (৩০ নভেম্বর) আলজাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
যুদ্ধবিরতি ও বন্দিবিনিময়ে মধ্যস্থতাকারী দেশ কাতার জানিয়েছে, গাজায় যুদ্ধবিরতি আরও একদিন বেড়েছে। ছয় দিনের যুদ্ধবিরতি ও মানবিক সহায়তার মেয়াদ শেষ হওয়ার আগ মুহূর্তে উভয়পক্ষ এ বিরতি মেয়াদ আরও একদিন বাড়াতে সম্মত হয়েছে।
Qatar announces agreement between Palestinian, Israeli side to extend the humanitarian pause for an additional day. Doha - November 30, 2023 Official Spokesperson for the Ministry of Foreign Affairs Dr. Majed bin Mohammed Al Ansari announced that the Palestinian and Israeli
— Ministry of Foreign Affairs - Qatar (@MofaQatar_EN) November 30, 2023কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাজেদ আল-আনসারি এক বিবৃতিতে বলেন, ফিলিস্তিন ও ইসরায়েল উভয়পক্ষ আগের শর্ত মেনে যুদ্ধবিরতির মেয়াদ আরও একদিন বাড়াতে সম্মত হয়েছে। এ সময়ে গাজায় আগের মতো করে মানবিক ত্রাণ প্রবেশের সুযোগ দেওয়া হবে। এসব আলোচনায় মধ্যস্থতাকারী দেশ হলো কাতার।
এর আগে বৃহস্পতিবার সকালে শেষ ধাপে আরও ৩০ ফিলিস্তিনিকে মুক্তি দেয় ইসরায়েল। ওই সময়ে ইসরায়েলি প্রিজন সার্ভিস জানায়, বন্দিদের মধ্যে সবশেষ দলকেও মুক্তি দেওয়া হয়েছে।
এর আগে পঞ্চম ধাপে ১২ বন্দিকে মুক্তি দেয় হামাস। জবাবে এ সময় আরও ৩০ ফিলিস্তিনি নারী ও শিশুকে ইসরায়েলি কারাগার থেকে মুক্তি দেওয়া হয়।
উল্লেখ্য, গত ৭ অক্টোবর থেকে ফিলিস্তিনে হামলা শুরু করে ইসরায়েল। টানা দেড় মাসের বেশি সময় ধরে চলা ইসরায়েলের এ হামলায় প্রায় ১৫ হাজার ফিলিস্তিনি নিহত হয়েছেন। তাদের মধ্যে উল্লেখযোগ্য সংখ্যক নারী ও শিশু। অন্যদিকে ইসরায়েলের নিহত হয়েছেন ১ হাজার ২০০ মানুষ।
মন্তব্য করুন