ইউসুফ আরেফিন
প্রকাশ : ০১ ফেব্রুয়ারি ২০২৪, ০২:৩২ এএম
আপডেট : ০১ ফেব্রুয়ারি ২০২৪, ০৮:২১ এএম
প্রিন্ট সংস্করণ

হজে যাওয়ার লোক পাচ্ছে না সরকার

নিবন্ধন শেষ আজ
হজে যাওয়ার লোক পাচ্ছে না সরকার

তিন দফা বাড়ানোর পর আজ বৃহস্পতিবার শেষ হচ্ছে এবারের হজ নিবন্ধনের সময়। তবে মেয়াদ শেষ হলেও হজের কোটা পূরণ করতে পারছে না সরকার। গতকাল বুধবার সন্ধ্যায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত সরকারি ও বেসরকারি ব্যবস্থায় হজে যাওয়ার জন্য ৬৮ হাজার ৩৫৫ জন নিবন্ধন করেছেন। সৌদি আরবের সঙ্গে চুক্তি অনুযায়ী, এবার বাংলাদেশ থেকে হজের সুযোগ পাবেন ১ লাখ ২৭ হাজার ১৯৮ জন। ফলে কোটা পূরণে এখনো প্রায় ৫৯ হাজারের নিবন্ধন হয়নি। কোটা পূরণ না হলেও এর সময় আর বাড়াতে চায় না ধর্ম মন্ত্রণালয়। তবে নিবন্ধনের সময় আরও বাড়ানোর পক্ষে হজ ট্রাভেল এজেন্সিগুলো।

হজ নিয়ে কাজ করা এজেন্সি মালিকদের ধারণা, বর্তমানে দেশে অর্থনৈতিক সংকট চলছে। নিত্যপণ্যের আকাশচুম্বী দাম। মানুষ পণ্যের মূল্যেই দিশেহারা। এ ছাড়া শিক্ষা-চিকিৎসাসহ সব খাতে খরচ বেড়েছে কয়েকগুণ। মানুষের হাতে পর্যাপ্ত টাকা নেই। তার ওপর হজ প্যাকেজের দামও বেশি। ফলে সাধারণ মানুষ—বিশেষ করে মধ্যবিত্তরা এবার হজের প্রতি আগ্রহ কমিয়ে দিয়েছেন। তাদের অনেকেই হজের পরিবর্তে অল্প টাকায় ওমরাহের দিকে ঝুঁকছেন। তবে দেশের সার্বিক অর্থনীতির চাকা সচল হলে ফের হজযাত্রীর সংখ্যা বাড়তে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান, বৃহস্পতিবার নিবন্ধনের সময় শেষ হচ্ছে। আর সময় বাড়ানো হবে না। কারণ, আগামী ৭ ফেব্রুয়ারি হজযাত্রীর সংখ্যা সৌদি কর্তৃপক্ষকে জানিয়ে বাকি কোটা ফিরিয়ে দেবে বাংলাদেশ। ফলে সময় বাড়ানোর সুযোগ মন্ত্রণালয়ের হাতে নেই।

নিবন্ধনের সময় বাড়ানো হবে কি না—এমন প্রশ্নে ধর্ম মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (হজ অনুবিভাগ) মতিউল ইসলাম কালবেলাকে বলেন, নিবন্ধনের সময় বৃহস্পতিবার পর্যন্ত। হজযাত্রীরা এখনো নিবন্ধন করছেন। সময় বাড়ানো হবে কি না, তা এখনো নিশ্চিত নয়। আমরা দেখছি। নিবন্ধনে কোটা পূরণ হতে পারে কি না—এমন প্রশ্নে তিনি বলেন, দেখা যাক। এখনো নিবন্ধন চলছে।

তবে মন্ত্রণালয়ের একাধিক কর্মকর্তা জানিয়েছেন, নিবন্ধনের সময় আর বাড়ছে না। যতজন নিবন্ধন করেছেন, ততজন নিয়েই হজ ফ্লাইট সৌদি যাবে।

আল নাফি ট্রাভেলসের মালিক মোহাম্মদ নাজিম উদ্দিন কালবেলাকে বলেন, মানুষ কম খরচে এখন ওমরাহর দিকে ঝুঁকছেন। ফলে বেশি খরচ দিয়ে মানুষ হজে যেতে চাচ্ছেন না। এ ছাড়া ১ লাখ ৩৮ হাজার টাকার বিমান টিকিট হঠাৎ করেই প্রায় ২ লাখ হয়ে যাওয়ায় অনেকেই হজে যেতে আগ্রহ দেখাচ্ছেন না। বিমানের টিকিট কমানোর জন্য আমরা বারবার সরকারের কাছে অনুরোধ করা সত্ত্বেও সরকার আমাদের দাবি মানেনি।

তিনি বলেন, হজ এজেন্সিস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (হাব) কোনো কোনো শীর্ষ নেতা টিকিট সিন্ডিকেটের সঙ্গে জড়িত। এজন্য বিমানের টিকিটের দাম হঠাৎ করেই বাড়ানো হয়েছে। বিমান টিকিটের দাম সহনীয় পর্যায়ে থাকলেও এবার কোটা পূরণ করতে পারত বাংলাদেশ।

নাজিম আরও বলেন, নিবন্ধনের সময় আরও দু-তিন দিন বাড়ানো হলে নিবন্ধনকারীর সংখ্যাও বাড়বে। এটি বিবেচনায় নেওয়া দরকার।

গত বছরের ১৬ সেপ্টেম্বর থেকে এবারের হজ নিবন্ধন শুরু হয়ে ১০ ডিসেম্বর পর্যন্ত চলে। তবে কাঙ্ক্ষিত পরিমাণ হজযাত্রী নিবন্ধন না করায় ফের সময় বাড়িয়ে ৩১ ডিসেম্বর করা হয়। এরপর আরেক দফায় ১৮ জানুয়ারি পর্যন্ত নিবন্ধনের সময় বাড়ানো হয়। এরপর তৃতীয় দফায় নিবন্ধনের সময় ১ ফেব্রুয়ারি পর্যন্ত করা হয়। আজ সেই সময়সীমা শেষ হচ্ছে। তবে নিবন্ধনে আশানুরূপ সাড়া মেলেনি। বাংলাদেশের কোটার প্রায় অর্ধেক হজযাত্রী নিবন্ধনের বাইরে রয়েছেন। নিবন্ধনের জন্য চতুর্থ দফায় সময় বাড়ানোর বিষয়ে মন্ত্রণালয়ের ইতিবাচক সাড়া দেখা যাচ্ছে না। গতকাল সন্ধ্যা ৭টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত হজে যাওয়ার জন্য সরকারি ব্যবস্থাপনায় ৪ হাজার ৫৬ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ৬৪ হাজার ২৯৯ জন নিবন্ধন করেছেন। এখনো প্রায় ৫৯ হাজার হজযাত্রীর নিবন্ধন বাকি।

বিশ্বব্যাপী করোনা মহামারি ছড়িয়ে পড়ায় ২০২০ ও ২১ সালে সীমিত আকারে হজ অনুষ্ঠিত হয়। তবে বাংলাদেশ থেকে কোনো হজযাত্রী হজের সুযোগ পাননি। ২০২২ সালে বাংলাদেশকে মাত্র ৬০ হাজার হজযাত্রীর কোটা দেওয়া হয়। সেই কোটা পূরণও হয়। ২০২৩ সালে বাংলাদেশ থেকে ১ লাখ ২২ হাজার ৫৫৮ জন হজ পালন করেন।

মন্ত্রণালয়ের হিসাব অনুযায়ী, ২০২২ সালে সরকারি ব্যবস্থাপনায় মোট তিনটি প্যাকেজ ঘোষণা করা হয়। প্যাকেজ-১-এ ৪ লাখ ২৫ হাজার টাকা, প্যাকেজ-২-তে ৩ লাখ ৬০ হাজার এবং প্যাকেজ-৩-এ ৩ লাখ ১৫ হাজার টাকা ছিল। বেসরকারি প্যাকেজে ৩ লাখ ৫৮ হাজার টাকা খরচ ঘোষণা করা হয়। তবে পরের বছরই খরচ বেড়ে যায়। সরকারি ব্যবস্থাপনায় হজের খরচ নির্ধারণ করা হয় ৬ লাখ ৮৩ হাজার ১৮ টাকা এবং বেসরকারি ব্যবস্থাপনায় ৬ লাখ ৭২ হাজার ৬১৮ টাকা। তবে এবার হজের প্যাকেজ আগের বছরের চেয়েও কম রাখা হচ্ছে। এবার সাধারণ প্যাকেজে খরচ হবে ৫ লাখ ৭৮ হাজার ৮৪০ টাকা এবং বিশেষ প্যাকেজে ৯ লাখ ৩৬ হাজার ৩২০ টাকা ব্যয় হবে। বেসরকারি ব্যবস্থাপনায় ৮৩ হাজার ২০০ টাকা কমিয়ে সাধারণ প্যাকেজ ৫ লাখ ৮৯ হাজার ৮০০ টাকা এবং বিশেষ প্যাকেজ ৬ লাখ ৯৯ হাজার ৩০০ টাকা নির্ধারণ করেছে হাব।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বরগুনায় ইউপি চেয়ারম্যান যুবলীগ নেতা গ্রেপ্তার

একযোগে পদত্যাগ করলেন ভিসি, ডিন ও বিভাগীয় প্রধানরা  

ঝিলাম নদীর পানি ছেড়ে দিল ভারত, পাকিস্তানের কাশ্মীরে বন্যা

জুলাই আন্দোলনে শহীদের মেয়ের ঝুলন্ত মরদেহ উদ্ধার

আরও ১৫ সনাতন ধর্মাবলম্বী যোগ দিলেন জামায়াতে

দিনাজপুরে ২০০ বছরের পুরোনো ঘোড়ার মেলা শুরু

ইরানের বন্দরে বিস্ফোরণ : নেপথ্যে কি ইসরায়েল?

ধর্ষণ মামলার আসামিকে গ্রেপ্তারের দাবিতে থানা ঘেরাও

কাশ্মীর হামলাকে ‘ষড়যন্ত্র’ বলায় গ্রেপ্তার বিধায়ক

পুলিশ-রিকশাচালক সংঘর্ষে গ্রেপ্তার ১

১০

চীন সব সময় শক্তিশালী বাংলাদেশ দেখতে চায় : মির্জা ফখরুল

১১

ঢাবিতে ছাত্রদল নেতার পরিচ্ছন্নতা অভিযান

১২

ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটিতে চতুর্থ অর্থনীতি গবেষণা সম্মেলন অনুষ্ঠিত

১৩

আবারও শাস্তির মুখে হৃদয়

১৪

কাভার্ডভ্যানচাপায় ছাত্রদল নেতার স্ত্রী নিহত

১৫

পারমাণবিক অস্ত্রে কে এগিয়ে, পাকিস্তান নাকি ভারত?

১৬

কুমিল্লায় তিন স্থানে বিএনপির দুপক্ষের সংঘর্ষে আহত ২০

১৭

উত্তপ্ত পরিস্থিতিতে সেনাদের ‘গতিবিধি’ সম্প্রচারে কড়াকড়ি আনল ভারত

১৮

লাহোরের একাদশ থেকে বাদ পড়লেন রিশাদ

১৯

সোহরাওয়ার্দী উদ্যানে মহাসমাবেশ সফলে হেফাজতের প্রস্তুতি সভা

২০
X