মাহমুদুল হাসান
প্রকাশ : ২০ জুলাই ২০২৩, ১১:১৭ পিএম
আপডেট : ২১ জুলাই ২০২৩, ০৬:২৮ এএম
প্রিন্ট সংস্করণ

ডেঙ্গুতে ২০ দিনে ১০৮ মৃত্যু

ডেঙ্গু আক্রান্ত হয়ে রাজধানীর শিশু হাসপাতালে পাশাপাশি বেডে বেশ কিছুদিন ধরে আছে দুই শিশু জোবায়ের ও হাবিবুল্লাহ। এ সময় তাদের মধ্যে গড়ে ওঠে বন্ধুত্ব। আজ বাসায় ফিরবে জোবায়ের। ফেরার আগে বৃহস্পতিবার হাবিবুল্লাহকে সে সান্ত্বনা দিচ্ছে— তুমিও দ্রুত সেরে উঠবে। ছবি : কাজল হাজরা
ডেঙ্গু আক্রান্ত হয়ে রাজধানীর শিশু হাসপাতালে পাশাপাশি বেডে বেশ কিছুদিন ধরে আছে দুই শিশু জোবায়ের ও হাবিবুল্লাহ। এ সময় তাদের মধ্যে গড়ে ওঠে বন্ধুত্ব। আজ বাসায় ফিরবে জোবায়ের। ফেরার আগে বৃহস্পতিবার হাবিবুল্লাহকে সে সান্ত্বনা দিচ্ছে— তুমিও দ্রুত সেরে উঠবে। ছবি : কাজল হাজরা

দিন দিন ভয়াবহ হচ্ছে ডেঙ্গু পরিস্থিতি। মশাবাহিত জ্বরে মৃত্যু যেন নিত্যদিনের ঘটনা। পরিস্থিতি এতটাই ভয়াবহ যে, চলতি মাসের ২০ দিনেই ডেঙ্গুতে প্রাণ হারিয়েছেন শতাধিক মানুষ। এমনকি খোদ স্বাস্থ্য অধিদপ্তরও বলছে, দেশের ডেঙ্গু পরিস্থিতি এখন আর নিয়ন্ত্রণে নেই। এখন জোর দেওয়া হচ্ছে শুধুই চিকিৎসা খাতে। তবে ডেঙ্গুর বাহক এডিস মশা নিধনে তেমন কার্যকর উদ্যোগ নেই। এমন অবস্থায় ডেঙ্গুর সামনে অসহায়ত্ব মেনে নিচ্ছে সাধারণ মানুষ। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে, চলতি বছরের শুরু থেকে ডেঙ্গু আক্রান্ত হয়ে ১৫৫ জন মারা গেছেন। এর মধ্যে শুধু চলতি মাসেই প্রাণ হারিয়েছেন ১০৮ জন। দেশে ডেঙ্গুতে আক্রান্ত ও মৃতের সংখ্যা ভয়াবহভাবে বাড়ছে। আগামী আগস্ট ও সেপ্টেম্বরে পরিস্থিতি আরও ভয়াবহ হতে পারে বলে শঙ্কা প্রকাশ

করেছেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল বাশার মোহাম্মদ খুরশীদ আলম।

গতকাল বৃহস্পতিবার রাজধানীর এফডিসিতে ডেঙ্গু প্রতিরোধে নাগরিক সচেতনতা নিয়ে এক ছায়া সংসদে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, গত বছর ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ছিল প্রায় ১৬ হাজার, অথচ এ বছর এরই মধ্যে তা প্রায় ১৮ হাজার ছাড়িয়েছে। ডেঙ্গু আক্রান্তরা দেরিতে হাসপাতালে আসায় মৃত্যুর ঝুঁকি বাড়ছে। খুরশীদ আলম বলেন, বেসরকারি সব হাসপাতালে ডেঙ্গু পরীক্ষার এনএস-১ টেস্ট ফি ৩০০ টাকা, আইজিজি টেস্ট ফি ৩০০, আইজিএম টেস্ট ফি ৩০০ ও সিবিসি টেস্ট ফি ৪০০ টাকা নির্ধারণ করা হয়েছে। অন্য টেস্ট ফি, বেড ভাড়াসহ বিবিধ খরচ নির্ধারণে নীতিমালা তৈরি করা হচ্ছে। বেসরকারি হাসপাতালের মালিকরা এর জন্য এক মাস সময় চেয়েছেন। তবে শুধু আইন দিয়ে নয়, মানবিক মূল্যবোধের মাধ্যমে বিবেকবান মানুষ হিসেবে বেসরকারি হাসপাতালে চিকিৎসাসেবা প্রদান করা উচিত। অধিদপ্তরের তথ্যমতে, রাজধানীর ৭০টি সরকারি, বেসরকারি ও শায়ত্তশাসিত হাসপাতালে ১২১ জনের মৃত্যু হয়েছে। আর ঢাকার বাইরে ৩৪ জনের মৃত্যু হয়েছে। ঢাকায় মৃতদের মধ্যে মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে সর্বোচ্চ ৩৬ জন মারা গেছেন। এ ছাড়া ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ৩০ জন, স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ ও মিটফোর্ড হাসপাতালে ১৪ জন, বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউটে পাঁচ, কুর্মিটোলা জেনারেল হাসপাতালে চার, কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে দুই, ডিএনসিসি কভিড ডেডিকেটেড হাসপাতালে দুই এবং শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে ও সম্মিলত সামরিক হাসপাতালে দুজন মারা গেছেন। বেসরকারি হাসপাতালের হিসাবে সবচেয় বেশি মারা গেছেন পুরান ঢাকার আজগর আলী হাসপাতাল ও স্কয়ার হাসপাতালে পাঁচজন করে মোট ১০ জন। বারডেম হাসপাতাল, কল্যাণপুর ইবনে সিনা হাসপাতাল ও ইসলামী ব্যাংক সেন্ট্র্রাল হাসপাতালে তিনজন করে মোট ৯ জন। পপুলার মেডিকেল কলেজ হাসপাতালে দুজন। এ ছাড়া পান্থপথ গ্রিন লাইফ হাসপাতাল, গুলশান ইউনাইডেট হাসপাতাল, পান্থপথ শমরিতা হাসপাতাল, বসুন্ধরার এভারকেয়ার হাসপাতাল এবং আইচি হসপিটালে একজন করে আরও পাঁচজন মারা গেছেন। রাজধানীর বাইরে মারা যাওয়া ৩৪ জনের মধ্যে চট্টগ্রাম বিভাগে ২০ জন, ময়মনসিংহ বিভাগে চার, খুলনা বিভাগে তিন, বরিশালে তিন, রাজশাহী বিভাগে দুই, রংপুর ও ঢাকা বিভাগে দুইজন মারা গেছেন। চলতি বছরের শুরু থেকে এ পর্যন্ত সেখানে ২৭ হাজার ৫৪৭ রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। শুধু ঢাকা মহানগরে এ পর্যন্ত ১৭ হাজার ২৪৩ জন; ঢাকার বাইরে ১০ হাজার ৩০৪ রোগী ভর্তি হয়েছেন। গতকাল মৃত্যু হওয়া ৯ জনকে নিয়ে এ পর্যন্ত মৃত্যু হয়েছে ১৫৫ জনের। মাস হিসাবে আক্রান্ত ও মৃত্যুর তথ্যে দেখা যায়, জানুয়ারিতে আক্রান্ত হয়েছেন ৫৬৬ জন, ফেব্রুয়ারিতে ১৬৬, মার্চে ১১১, এপ্রিলে ১৪৩, মে মাসে ১ হাজার ৩৬, জুনে ৫ হাজার ৯৫৬ এবং জুলাইয়ের গত ২০ দিনে ১৯ হাজার ৫৬৯ জন। আক্রান্তে পুরুষ আর মৃত্যুতে নারী বেশি: ডেঙ্গু রোগীর তথ্য বিশ্লেষণে দেখা গেছে, ২৭ হাজার ৫৪৭ রোগীর মধ্যে ১৭ হাজার ৪৪৩ পুরুষ আর ১০ হাজার ১০৪ নারী। মৃত ১৫৫ জনের মধ্যে ৮৯ জন পুরুষ, আর ৬৬ নারী। শিশু ও যুবকদের আক্রান্ত-মৃত্যু বেশি : বয়সের তথ্য বিশ্লেষণ করে দেখা গেছে, ১৮ থেকে ৪০ বছরের মধ্যে সবচেয়ে বেশি রোগী। সংখ্যার হিসাবে ১৩ হাজার ৮২৯ জন। ১০ থেকে ১৮ বছরের মধ্যে রয়েছে ৪ হাজার ৩৬২ জন। ৪০ থেকে ৬০ বছরের মধ্যে রয়েছেন ৪ হাজার ৩৬০ জন। ৫ থেকে ১০ বছরের মধ্যে রয়েছেন ১ হাজার ৯৪৪ জন। পাঁচ বছরের নিচে রয়েছে ১ হাজার ৮১৯ জন। ৬০ থেকে ৮০ বছরের মধ্যে ১ হাজার ১৪৩ জন। আর ৮০ তদূর্ধ্বদের মধ্যে ৯০ জন। মৃত্যুর তথ্য বিশ্লেষণ করে দেখা গেছে, ১৮ থেকে ৪০ বছরের মধ্যেই সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে। সংখ্যার হিসাবে ৬২ জনের মৃত্যু হয়েছে। এরপর ৪০ থেকে ৬০ বছরের মধ্যে মারা গেছেন ৩৬ জন, ৬০ থেকে ৮০ বছরের মধ্যে ২২, ১০ থেকে ১৮ বছরের মধ্যে ১৭, পাঁচ বছরের নীচে আট, ৫ থেকে ১০ বছরের মধ্যে সাত এবং ৮০ তদূর্ধ্ব আরও তিনজন মারা গেছেন। স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের সর্বশেষ ডেঙ্গুবিষয়ক প্রতিবেদনে জানানো হয়েছে, ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে গতকাল সারা দেশে ১ হাজার ৭৫৫ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে ঢাকায় ৮৪৫ জন এবং ঢাকার বাইরের বিভিন্ন জেলায় ৯১০ জন চিকিৎসাধীন আছেন। অধিদপ্তরের তথ্য ইউনিটের (এমআইএস) ইনচার্জ ডা. মো. জাহিদুল ইসলাম স্বাক্ষরিত ওই প্রতিবেদনে বলা হয়েছে, বর্তমানে দেশের সরকারি ও বেসরকারি হাসপাতালে ৫ হাজার ৯৩৭ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে চিকিৎসাধীন রয়েছেন। তাদের মধ্যে ঢাকার ৭০টি হাসপাতালে ৩ হাজার ৫২২ জন এবং ঢাকার বাইরে অন্যান্য বিভাগে ২ হাজার ৪১৫ জন। ইউসিবি পাবলিক পার্লামেন্ট শিরোনামে প্রতিযোগিতা অনুষ্ঠানটির আয়োজন করে ডিবেট ফর ডেমোক্রেসি। অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে হাসান আহমেদ চৌধুরী কিরণ বলেন, ৬৪ জেলায় এরই মধ্যে ডেঙ্গুর প্রকোপ ছড়িয়ে পড়েছে। তবে ঢাকায় এর প্রাদুর্ভাব সবচেয়ে বেশি। রাজধানীর দুই সিটি করপোরেশন শুধু বর্ষা মৌসুমে ডেঙ্গু নিয়ন্ত্রণে তৎপর থাকায় পরিস্থিতি অনেকটা নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে। ডেঙ্গু এখন সারা বছরের রোগ। ডেঙ্গু প্রতিরোধে বছরব্যাপী কার্যক্রম পরিচালনা না করলে এর নিয়ন্ত্রণ সম্ভব হবে না। এ সময় ডেঙ্গু প্রতিরোধে নাগরিক সচেতনতার জন্য ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ ১০ দফা সুপারিশ করেন। ‘নাগরিক সচেতনতাই পারে ডেঙ্গু প্রতিরোধ করতে’ শীর্ষক ছায়া সংসদে ইস্টার্ন ইউনিভার্সিটির বিতার্কিকদের পরাজিত করে এশিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশের বিতার্কিকরা চ্যাম্পিয়ন হন। প্রতিযোগিতায় বিচারক ছিলেন অধ্যাপক আবু মুহাম্মদ রইস, সাংবাদিক রাশেদ রাব্বি, সাংবাদিক ফালগুনী রশীদ ও সাংবাদিক জিনিয়া কবির সূচনা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হাসপাতালে বাণিজ্যিক নার্সারি, সন্ধ্যায় বসে মাদকসেবীদের আড্ডা

ইহুদিবিদ্বেষ ইস্যুতে মার্কিন রাষ্ট্রদূতকে তলব করল ফ্রান্স

টিভিতে আজকের খেলা

এমবাপ্পের জোড়া গোলে লা লিগায় রিয়ালের সহজ জয়

ইবনে সিনায় চাকরির সুযোগ

সোমবার রাজধানীর যেসব এলাকার মার্কেট বন্ধ

জেনে নিন আজকের নামাজের সময়সূচি

এলোপাতাড়ি কুপিয়ে স্ত্রীকে হত্যা

ক্যাশমেমো নেই, খুচরা বাজারে দ্বিগুণ দাম কাঁচামালে

রামপুরায় ভবনের ৬ তলা থেকে পড়ে রডমিস্ত্রির মৃত্যু

১০

কুড়িয়ে পাওয়া ২ লাখ ৮০ হাজার টাকা ফেরত দিলেন ভ্যানচালক

১১

বুড়িগঙ্গা থেকে লাশ উদ্ধার / ৪ জনকেই হত্যা করা হয়েছে, ধারণা পুলিশের

১২

ওসির বদলির খবরে মোহাম্মদপুর থানার সামনে মিষ্টি বিতরণ স্থানীয়দের

১৩

বিএনপি নেতা আব্দুস সালামের চিকিৎসার খোঁজ নিলেন ডা. কাঁকন 

১৪

সিপিএলে ইতিহাস গড়ে ফ্যালকনসকে জেতালেন সাকিব

১৫

নতুন ই-লার্নিং প্ল্যাটফর্মের উদ্বোধন / মাত্র ১০০ টাকায় করা যাবে দক্ষতা, চাকরি কিংবা ভর্তি প্রস্তুতির কোর্স

১৬

সড়কের মাঝখানে গাছ রেখেই ঢালাই সম্পন্ন 

১৭

বুটেক্স সাংবাদিক সমিতির নবম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

১৮

টানা ৮ ঘণ্টা অবরুদ্ধ জবির ভিসি

১৯

৬৪ জেলার নেতাকর্মীদের নতুন বার্তা দিল এনসিপি

২০
X