ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ : ২৫ অক্টোবর ২০২৫, ১২:০০ এএম
আপডেট : ২৫ অক্টোবর ২০২৫, ০৯:০৮ এএম
প্রিন্ট সংস্করণ

লিটনদের সামনে বড় সুযোগ

সংক্ষিপ্ত সংস্করণের সিরিজ ঘিরে প্রস্তুতি শুরু করে দিয়েছেন লিটনরা। ছবি: সংগৃহীত
সংক্ষিপ্ত সংস্করণের সিরিজ ঘিরে প্রস্তুতি শুরু করে দিয়েছেন লিটনরা। ছবি: সংগৃহীত

মিরপুরে ওয়েস্ট ইন্ডিজকে ২-১ ব্যবধানে ওয়ানডে সিরিজ হারিয়ে এখন চট্টগ্রামে বাংলাদেশ দল। তবে এবার সংস্করণ ভিন্ন—দলও কিছুটা ভিন্ন। সংক্ষিপ্ত সংস্করণের সিরিজ ঘিরে প্রস্তুতি শুরু করে দিয়েছেন লিটন দাস, শরিফুল ইসলামরা। বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান ক্রিকেট স্টেডিয়ামে হবে তিন ম্যাচের সিরিজটি। বিশ্বকাপের প্রস্তুতির অংশ হিসেবে সিরিজটিতে বড় সুযোগই অপেক্ষা করছে বাংলাদেশের সামনে।

টি-টোয়েন্টিতে সম্প্রতি দারুণ ছন্দে বাংলাদেশ। দেশে কিংবা দেশের বাইরে একের পর এক সিরিজ জিতেই চলছে লিটন দাসের নেতৃত্বাধীন দল। শ্রীলঙ্কা, পাকিস্তান, নেদারল্যান্ডস ও আফগানিস্তানের মতো দলের বিপক্ষে সিরিজ জয়ের অনুভূতি তো এখনো তরতাজা। এর মধ্যে পাকিস্তান ও নেদারল্যান্ডসকে দেশের মাটিতে সিরিজ হারিয়েছেন তারা। এবার তাদের সামনে প্রতিপক্ষ উইন্ডিজ। সর্বশেষ ক্যারিবীয়দের মাটি থেকে টি-টোয়েন্টি সিরিজ ৩-০ ব্যবধানে জিতে এসেছিল বাংলাদেশ। সেই আত্মবিশ্বাসকে এবার চট্টগ্রামেও কাজে লাগানোর সুযোগের সামনে স্বাগতিকরা।

দল হিসেবে টি-টোয়েন্টিতে নিজেদের গুছিয়ে নিচ্ছে বাংলাদেশ। বিভিন্ন পজিশনে ব্যাটিং ও বোলিং বিভাগে পরীক্ষা-নিরীক্ষাও চলমান রাখছে টিম ম্যানেজমেন্ট। একেক সিরিজের দলের সঙ্গে একেক সিরিজের দলেও দেখা যাচ্ছে দু-একটি করে পরিবর্তন। উইন্ডিজের বিপক্ষে সিরিজটির প্রথম দুই ম্যাচের দলে নেই পেস অলরাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিন। দলের সঙ্গে চট্টগ্রামে আছেন তিনিও। শোনা যাচ্ছে, শেষ ম্যাচের স্কোয়াডে যোগ করা হতে পারে ডানহাতি এই পেসারকে। গতকাল সিরিজ সামনে রেখে প্রথম দিনের অনুশীলন করেছে বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজ দল। চট্টগ্রামে সিরিজটি হওয়ায় ব্যাটিংবান্ধব উইকেট হবে—এমন প্রত্যাশা সফরকারীদের। আবার বিশ্বকাপ সামনে রেখে বাংলাদেশও কন্ডিশনের সুবিধা থেকে ব্যাটিংবান্ধব উইকেটেই মনোযোগ বেশি দিচ্ছে। সেভাবেই পরিকল্পনা করছে টিম ম্যানেজমেন্টও।

আগামী বছরের ৭ ফেব্রুয়ারি থেকে ৮ মার্চের মধ্যেই ভারত ও শ্রীলঙ্কার মাটিতে হওয়ার কথা আসন্ন

টি-টোয়েন্টি বিশ্বকাপের পরবর্তী আসর। টুর্নামেন্টে অংশ নিতে যাওয়া ২০ দলও এরই মধ্যে চূড়ান্ত হয়ে গেছে। মেগা আসরটি সামনে রেখে টি-টোয়েন্টিতে বিশেষ মনোযোগ দিচ্ছে দলগুলো। ব্যাপক ব্যস্ততার মধ্য দিয়েও যাচ্ছে তারা। বাংলাদেশও ব্যতিক্রম নয়। গত দু-তিন মাসে একের পর এক সিরিজ খেলে যাচ্ছেন লিটনরা। সামনে আরও বেশ কয়েকটি সিরিজ ও ত্রিদেশীয় টুর্নামেন্ট খেলার কথা রয়েছে। শ্রীলঙ্কার মাটিতে সিরিজটির প্রস্তাব নিয়ে বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান নাজমুল আবেদীন ফাহিম জানিয়েছিলেন, ‘শ্রীলঙ্কা থেকে ত্রিদেশীয় সিরিজ খেলার প্রস্তাব এসেছে। আয়ারল্যান্ড সিরিজ শেষ হবে ২ ডিসেম্বর, আর বিপিএল শুরু হতে পারে ১৪ বা ১৫ ডিসেম্বর। এই মধ্যবর্তী দুই সপ্তাহে সিরিজটি আয়োজনের পরিকল্পনা করছে তারা।’ সিরিজটির পর বিপিএল। এরপর সরাসরি বিশ্বকাপে বাংলাদেশ। সব মিলিয়ে বিশ্বকাপ সামনে রেখে ব্যাপক ব্যস্ততায় বাংলাদেশও।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সালমান শাহর লাশ দেখে মাটিতে বসে পড়েছিলেন আহমেদ শরীফ

ইউনেস্কোর নেতৃত্বে প্যারিসে বাংলাদেশি রাষ্ট্রদূত তালহাকে সংবর্ধনা

ধানের শীষের পক্ষে ভোট চেয়ে ড. ফরহাদের ভ্যান মিছিল

নারায়ণগঞ্জে মাসুদুজ্জামান মাসুদের ৩১ দফার প্রচারণা

পাঁচ জেলায় শেষ হলো ‘মার্কস অলরাউন্ডার’ প্রতিযোগিতার অডিশন

সালমান শাহর মৃত্যুর দিন পাশের বাসাতেই ছিলেন দীপা খন্দকার

উপকূলের সফটশেল কাঁকড়ায় বিশ্ববাজারে সাড়া, রপ্তানিতে নতুন দিগন্ত

ফ্যাসিস্ট চক্রান্তের বিরুদ্ধে সতর্ক থাকার আহ্বান আমিনুল হকের

বিএনপি ক্ষমতায় গেলে একটি বৈষম্যহীন রাষ্ট্র গঠন করা হবে : জুয়েল

নদী দিয়ে শুরু, সড়ক পরিষ্কার করে দায়িত্ব শেষ করলেন ইউএনও

১০

পৌরসভার ৩ গাড়িতে দুর্বৃত্তের আগুন

১১

ধেয়ে আসছে ঘূর্ণিঝড়, ঘণ্টায় ৫০ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে বাতাসের গতিবেগ

১২

পার্বত্য শান্তিচুক্তির ছায়ায় সন্ত্রাস, নেপথ্যে অর্থনীতি ও কূটনীতি

১৩

ধেয়ে আসছে ঘূর্ণিঝড়, ভারী বৃষ্টির দাপট শুরু কবে থেকে?

১৪

গোডাউনে মিলল ১৩ টন গুলির খোসা

১৫

সিভিল সার্ভিসই হলো রাষ্ট্রযন্ত্রের প্রাণশক্তি : ফারুক-ই-আজম

১৬

গণতন্ত্রকে সমুন্নত রাখতে ধানের শীষের বিকল্প নেই : দুলু

১৭

বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপটি রূপ নিতে পারে ঘূর্ণিঝড়ে

১৮

বাহুবলে সাবেক ছাত্রনেতা মুখলিছুর রহমানের নেতৃত্বে ৩১ দফার লিফলেট বিতরণ

১৯

প্রকাশ্যে যুবদল কর্মীকে গুলি করে হত্যা

২০
X