খুলনা ব্যুরো
প্রকাশ : ০৪ অক্টোবর ২০২৫, ১২:০০ এএম
আপডেট : ০৪ অক্টোবর ২০২৫, ১১:৪৭ এএম
প্রিন্ট সংস্করণ

খুলনায় সন্ধ্যা নামলেই ভর করে আতঙ্ক

হত্যাকাণ্ড বেড়েছে তিন গুণ
খুলনা জেলার মানচিত্র। ছবি : কালবেলা গ্রাফিক্স
খুলনা জেলার মানচিত্র। ছবি : কালবেলা গ্রাফিক্স

দিন পেরিয়ে সন্ধ্যা নামলেই অজানা আতঙ্ক ভর করে খুলনার মানুষের মধ্যে, কখন না আবার কোনো স্বজন, পরিচিতজন কিংবা প্রতিবেশীর মৃত্যুর খবর আসে। তবে এ মৃত্যু স্বাভাবিক নয়, কখনো গুলিতে কখনো কুপিয়ে আবার কখনো বা ঘটে পিটিয়ে। প্রায় প্রতিদিনই এমন হত্যার শিকার কোনো না কোনো লাশ দেখতে হচ্ছে খুলনাবাসীকে।

কখনো বা আবার মেলে অজ্ঞাতপরিচয় মরদেহ। এর বাইরে রয়েছে চুরি, ডাকাতি বা হত্যাচেষ্টার মতো ভীতি ছড়ানো অপরাধমূলক আরও নানান কর্মকাণ্ড। সবমিলিয়ে মহানগর থেকে প্রত্যন্ত গ্রাম পর্যন্ত খুলনা যেন এখন এক আতঙ্কের জনপদ। মহানগর থেকে পুরো জেলার সব শ্রেণি-পেশার মানুষের মধ্যে আইনশৃঙ্খরা পরিস্থিতি নিয়ে বিরাজ করছে চরম অস্থিরতা।

শুধু গত এক মাসেই দুর্বৃত্তদের হামলায় নিহত হয়েছে আটজন। আর রহস্যজনক মৃত্যুর পর লাশ উদ্ধার হয়েছে আরও চারজনের। গত বছরের পাঁচ আগস্টের পর থেকে খুলনায় খুনের ঘটনা ঘটেছে ৪৫টি। অথচ আগের এক বছরে এই সংখ্যা ছিল ১৯টি।

এ ছাড়া দুর্বৃত্তদের গুলি ও ধারাল অস্ত্রের আঘাতে আহত হয়েছেন আরও শতাধিক। এর মধ্যে মাদক বিক্রির আধিপত্য নিয়ে যেমন প্রতিপক্ষের হামলার ঘটনা রয়েছে, আবার মায়ের পাশে ঘুমিয়ে থাকা যুবককে জানালা থেকে গুলি করে হত্যার ঘটনাও ঘটছে। নতুন আতঙ্ক তৈরি করছে খুলনার নদীতে একের পর এক ভেসে আসা লাশ। পরিস্থিতি নিয়ন্ত্রণে গত ১১ সেপ্টেম্বর নগরীর আট থানার ওসি পদে রদবদল করা হয়। কিন্তু আইনশৃঙ্খলার দৃশ্যমান উন্নতি হচ্ছে না।

একের পর এক খুন: নগরীর মহেশ্বরপাশা এলাকায় গত ৩০ সেপ্টেম্বর মায়ের পাশে ঘুমিয়ে থাকা মাল্টিন্যাশনাল কোম্পানির সাবেক কর্মকর্তা তানভীর হাসান শুভকে গুলি করে হত্যা করে দুর্বৃত্তরা। একই এলাকায় এক বছরে বিএনপি নেতা, চরমপন্থি নেতাসহ অন্তত তিনটি চাঞ্চল্যকর হত্যার ঘটনা ঘটেছে। ২৯ সেপ্টেম্বর রাত ৯টার দিকে রূপসা থানার জাবুসা চৌরাস্তা মোড়ের কাছে আইডিয়াল কোম্পানির পুকুর থেকে হাত-পা বাঁধা অবস্থায় অজ্ঞাতপরিচয় ব্যক্তির অর্ধগলিত লাশ উদ্ধার করে পুলিশ।

২৩ সেপ্টেম্বর বেলা সাড়ে ১১টার দিকে নগরীর হরিণটানা থানার কেডিএ ময়ূরী আবাসিক এলাকার একটি নির্মাণাধীন ভবনের বাথরুম থেকে নারী দিনমজুরের গলাকাটা লাশ উদ্ধার হয়। ২০ সেপ্টেম্বর বিকেলে ফুলতলার জামিরা বাজারে চাঁদাবাজিতে জড়িত সন্দেহে বাড়ি থেকে ধরে এনে পিটুনি দিয়ে আলমগীর হোসেন রানা নামে এক যুবককে হত্যা করা হয়।

২৯ সেপ্টেম্বর সন্ধ্যায় নগরীর লবণচরা থানার কাছ থেকে অজ্ঞাতপরিচয় বৃদ্ধের লাশ উদ্ধার করে পুলিশ। ৮ সেপ্টেম্বর দাকোপের সুতারখালী ইউনিয়নের গুনারী ২নং ওয়ার্ডে পূর্বশত্রুতার জেরে রেখা রানী মণ্ডল নামে এক নারীকে হত্যা করা হয়। ১৪ সেপ্টেম্বর রাত সোয়া ৮টার দিকে সদর থানার সামনে স্টার হোটেলের একটি কক্ষ থেকে উদ্ধার হয় আওয়ামী লীগ নেতা তৌহিদুর রহমান তুহিনের লাশ।

তার আগে গত ৪ সেপ্টেম্বর রূপসা উপজেলার রাজাপুর গ্রামে পারিবারিক কলহে স্বামীর দায়ের কোপে গৃহবধূ পারভীন বেগম খুন হন। একই দিন রাত ১১টার দিকে একই উপজেলার জয়পুর গ্রামে বি-কম্পানির সক্রিয় সদস্য ইমরান হোসেন মানিককে গুলি করে হত্য করা হয়।

অনুসন্ধানে দেখা যায়, আওয়ামী লীগ আমলে খুলনা ও আশপাশের এলাকায় মাদক সিন্ডিকেটসহ সব নিয়ন্ত্রণ এককেন্দ্রিকভাবে শেখ বাড়ির হাতে কুক্ষিগত ছিল। কিন্তু শেখ হাসিনার পতনের মধ্যদিয়ে শেখ বাড়ির সিন্ডিকেট ভেঙে গেলে মাদক কারবারিদের আধিপত্য ও নতুন সিন্ডিকেটের নেতৃত্ব নিয়ে একের পর এক খুন হতে থাকে খুলনায়। এর মধ্যে সব থেকে বেশি খুন হয় রূপসা এলাকায়।

নদীতে অর্ধশতাধিক লাশ: খুলনা অঞ্চলের নদনদীতে ক্রমবর্ধমান লাশ উদ্ধারের ঘটনা সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়াচ্ছে। গত ১২ মাসে এ অঞ্চলের বিভিন্ন নদনদী থেকে মোট ৫০টি লাশ উদ্ধার করা হয়েছে, যার মধ্যে ৩০টি লাশের পরিচয় শনাক্ত করা গেলেও ২০টি এখনো অশনাক্ত রয়ে গেছে।

নৌপুলিশের পরিসংখ্যান অনুযায়ী, ২০২৪ সালের আগস্ট থেকে ২০২৫ সালের সেপ্টেম্বর পর্যন্ত ১২ মাস ১ দিনে মোট ৫০টি লাশ উদ্ধার করা হয়েছে। এর মধ্যে ৩২ পুরুষ, ৭ নারী এবং ১১ জন শিশু। লাশগুলোর মধ্যে রূপসা নদী থেকে ৪০ শতাংশ, ভৈরব নদী থেকে ৩০, পশুর নদী থেকে ২০ এবং অন্যান্য নদী থেকে ১০ শতাংশ উদ্ধার হয়েছে।

নৌপুলিশ সুপার ড. মঞ্জুর মোর্শেদ কালবেলাকে বলেন, ‘নদনদীতে লাশ ফেলা অপরাধীদের কাছে নিরাপদ কৌশল হিসেবে বিবেচিত হচ্ছে। তিনি বলেন, ‘নৌকা বা ফেরি থেকে পড়ে অথবা গোসল করতে গিয়ে অনেকের মৃত্যু হয়। তবে অনেক ক্ষেত্রে হত্যার পর লাশ নদীতে ফেলে দেওয়া হয়।’

কেএমপির অতিরিক্ত কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশন) মো. রাশিদুল ইসলাম খান বলেন, ‘খুলনাঞ্চলে সব থেকে বড় সমস্যা মাদক। খুলনায় যতগুলো হত্যা বা হামলার ঘটনা ঘটেছে, তার বেশিরভাগের নেপথ্যের কারণ মাদক। তবে এসব নিয়ন্ত্রণসহ আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে আমরা কাজ করে চলেছি।

খুলনা মেট্রোপলিশন পুলিশের কমিশনার জুলফিকার আলী হায়দার বলেন, প্রত্যেকটি খুনের সঙ্গে জড়িত আসামিরা গ্রেপ্তার হয়েছে। খুলনায় আমি বদলি হয়ে আসার পর থেকে তালিকাভুক্ত বেশিরভাগ সন্ত্রাসীকে গ্রেপ্তার করা হয়েছে। নদীর লাশগুলো নিয়ে তদন্ত করে নৌপুলিশ। এ ছাড়া ইজিবাইক চোর সিন্ডিকেটের হাতেও কয়েকজন খুন হয়েছেন। পারিবারিক কলহে ও নানান কারণে খুন হচ্ছে। আমরা কোনো হত্যাকাণ্ড বা হামলার ঘটনাকে কম গুরুত্ব দেই না। সব সমান গুরুত্ব দিয়ে কাজ করতে হচ্ছে। সর্বোচ্চ চেষ্টা চালাচ্ছি। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করতে।’

ছেলের হাতে বাবা খুন: নেশার জন্য দাবি করা টাকা না পেয়ে ক্ষিপ্ত হয়ে ছেলে আবু বকর লিমন প্রথমে শ্বাসরোধ ও পরে বঁটি দিয়ে বাবা লিটন খানকে গলা কেটে হত্যা করেছে। খুলনা নগরীর বসুপাড়া বাঁশতলায় গত বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে এ হত্যাকাণ্ড ঘটে।

ঘটনার পর থেকে লিমন ও তার স্ত্রী চাঁদনী পলাতক। নিহত লিটন খান ফেরি করে মাছ বিক্রি করতেন। ১৭ বছর বয়সী আবু বকর লিমন দীর্ঘদিন ধরে বিভিন্ন নেশায় আসক্ত বলে জানিয়েছে স্বজন।

সোনাডাঙ্গা মডেল থানার ওসি কবির হোসেন বলেন, ‘লিটন খান সম্প্রতি একটি বেসরকারি প্রতিষ্ঠান থেকে ৫০ হাজার টাকা ঋণ নিয়েছেন। ওই টাকা থেকে ছেলে লিমন ২০ হাজার টাকা দাবি করে আসছিল; কিন্তু ছেলে নেশাগ্রস্ত হওয়ায় বাবা টাকা দিতে অস্বীকৃতি জানায়।

বৃহস্পতিবার রাতে স্ত্রী অন্যত্র গেলে লিটন খান বাসায় একা থাকে। সুযোগটি কাজে লাগায় ছেলে লিমন ও তার স্ত্রী চাঁদনী । প্রথমে তারা লিটন খানকে গলায় ফাঁস দিয়ে ও পরে মৃত্যু নিশ্চিত করতে ঘরে থাকা বঁটি দিয়ে গলা কেটে হত্যা করে। হত্যাকাণ্ডের পর পরই তারা ঘটনাস্থল ত্যাগ করে।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভোমরা স্থলবন্দরে আমদানি-রপ্তানি শুরু

যেভাবে ফিটনেস ধরে রেখেছেন আলিয়া

ব্রাহ্মণবাড়িয়ায় অতিরিক্ত মদপানে দুজনের মৃত্যু

ওমরাহর নিয়মে ব্যাপক পরিবর্তন, মানতে হবে যে ১০ বিষয়

রোজা শুরু হতে বাকি আর কত দিন?

ফোনের চার্জিং পোর্টে এই ৫টি জিনিস কখনোই লাগাবেন না

শহীদ মিনারে ভাষাসংগ্রামী আহমদ রফিকের প্রতি সর্বস্তরের মানুষের শ্রদ্ধা

জুবিনের স্ত্রীর কাছে ময়নাতদন্তের রিপোর্ট, যা জানা গেল

নিষেধাজ্ঞার আগে মাওয়ায় ইলিশ খাওয়ার হিড়িক

যুক্তরাষ্ট্রের শান্তিচুক্তিতে সমর্থন জানালেন ব্রিটিশ প্রধানমন্ত্রী

১০

৪৮ ঘণ্টার মধ্যে ৩ বিভাগে ভারী বৃষ্টির পূর্বাভাস

১১

মহাসড়কে ডাকাতির ভাইরাল ভিডিও নিয়ে যা জানা গেল

১২

সিরিজের সাফল্যের পর যা বললেন আরিয়ান

১৩

‘সর্বকালের সেরা’ বাছাই করলেন আলভারেজ — কারা আছেন তালিকায়?

১৪

ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ

১৫

অক্টোবরে লঘুচাপ-নিম্নচাপ ও ঘূর্ণিঝড়ের আভাস, বৃষ্টি নিয়ে নতুন তথ্য

১৬

খাগড়াছড়ির অবরোধ পুরোপুরি প্রত্যাহার

১৭

ব্যাটে-বলে ঝলমলে সাকিব, আটলান্টার দাপুটে জয়

১৮

ব্রিটিশ আমেরিকান রিসোর্স সেন্টারে চাকরির সুযোগ

১৯

বালু লুটে বিপর্যয়ের মুখে হাওরাঞ্চলের কৃষি ও পরিবেশ

২০
X