শফিকুল ইসলাম
প্রকাশ : ১৮ জুলাই ২০২৩, ১২:০০ এএম
আপডেট : ১৮ জুলাই ২০২৩, ০৮:৩৯ এএম
প্রিন্ট সংস্করণ

সরকারকে হুঁশিয়ারি দিতে চায় বিএনপি

আজ ঢাকাসহ সারা দেশে পদযাত্রা
বিএনপির দলীয় পতাকা
বিএনপির দলীয় পতাকা

অবিলম্বে সরকারের পদত্যাগের দাবিতে একদফা আন্দোলনের পূর্বঘোষিত দুই দিনের পদযাত্রা কর্মসূচি নিয়ে আজ মাঠে নামছে বিএনপি। একদফার প্রথম কর্মসূচি হিসেবে আজ মঙ্গলবার ঢাকাসহ সারা দেশে এবং আগামীকাল বুধবার শুধু রাজধানীতে হবে বিএনপির পদযাত্রা কর্মসূচি। একই ইস্যুতে পদযাত্রা করবে যুগপৎ আন্দোলনের শরিক দল ও জোটগুলো। দুই দিনে রাজধানীতে প্রায় ৪০ কিলোমিটার পদযাত্রা করবে বিএনপি। এরই মধ্যে পদযাত্রা সফল করতে সর্বাত্মক প্রস্তুতি নিয়েছে বিএনপি ও অঙ্গসংগঠনগুলো। এসব পদযাত্রায়ও বিপুল জমায়েত ঘটিয়ে সরকারকে বড় বার্তা দিতে চায় বিএনপি ও যুগপৎ আন্দোলনের শরিক অন্য জোট ও দলগুলো। বর্তমান আওয়ামী লীগ সরকারের অধীনে কোনো নির্বাচন নয় এবং নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন দেওয়ার দাবি আরও জোরালো করতে ঢাকাবাসীকে নিয়ে সরকারকে হুঁশিয়ারি দিতে চায় বিরোধীরা। এরই মধ্যে দলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষকে পদযাত্রায় সর্বাত্মক উপস্থিতি নিশ্চিত করার লক্ষ্যে সিরিজ বৈঠকও করেছেন বিএনপির হাইকমান্ড। সাধারণ মানুষকে সচেতন ও উদ্বুদ্ধ করতে বিতরণ করা হয়েছে লিফলেট। গণমাধ্যমে বিজ্ঞাপন দিয়ে এবং সামাজিক যোগাযোগমাধ্যমেও ব্যাপক প্রচার চালানো হয়েছে। বিশেষ করে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের শীর্ষ নেতারা এ বিষয়ে চার দিন ধরে নিরলস পরিশ্রম করছেন। ছয় ঘণ্টা করে আজ এবং আগামীকাল দুই দিন রাজধানীর একপ্রান্ত থেকে শুরু হয়ে অন্যপ্রান্তে গিয়ে শেষ হবে বিএনপি ও শরিকদের পদযাত্রা। এরই মধ্যে পদযাত্রা কর্মসূচির রোডম্যাপ প্রকাশ করেছে বিএনপি।

ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক ও ডাকসুর সাবেক ভিপি আমানউল্লাহ আমান কালবেলাকে বলেন, আমরা ঢাকাবাসীকে সঙ্গে নিয়ে রাজধানীর গাবতলী থেকে পদযাত্রা কর্মসূচি শুরু করে মগবাজার হয়ে রায়সাহেব বাজার মোড় পর্যন্ত যাব। এরই মধ্যে প্রস্তুতি শেষ হয়েছে। তিনি বলেন, এটি হচ্ছে অবৈধ সরকারের পদত্যাগের দাবিতে একদফার আন্দোলনের নতুন ধাপের কর্মসূচি। আওয়ামী লীগ সরকারকে পদত্যাগ করতেই হবে। আমি মনে করি, অতীতের কর্মসূচিতে ঢাকাবাসী যেভাবে রাজপথে নেমে এসেছে, আজকের পদযাত্রায়ও তারা শরিক হয়ে রাজপথে নামবে। এর মাধ্যমে অবৈধ আওয়ামী লীগ সরকারকে হুঁশিয়ার করবে যে, নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করে ক্ষমতা ছাড়তেই হবে।

গত বুধবার রাজধানীতে সমাবেশে একদফা আন্দোলনের অংশ হিসেবে দুই দিনের পদযাত্রা কর্মসূচি ঘোষণা করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। একদফা দাবিতে সমমনা ৩৬টি রাজনৈতিক দল একই কর্মসূচি দেয়।

বিএনপির একাধিক শীর্ষ নেতা জানান, যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) প্রতিনিধিদলের ঢাকা সফরের মধ্যেই মাত্র দুই দিনের প্রস্তুতিতে গত বুধবার নয়াপল্টনে বড় সমাবেশ করে একদফা আন্দোলনের নতুন কর্মসূচি ঘোষণা দিয়েছে বিএনপি। দলের নেতারা বলছেন, ওই সমাবেশে ব্যাপক লোকসমাগমের মাধ্যমে বিএনপির সামর্থ্য ও জনসমর্থন সম্পর্কে বিদেশিরা স্পষ্ট ধারণা পেয়েছেন। এরপর গত শনিবার সকালে রাজধানীর গুলশানে দলের চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে ইইউ প্রতিনিধিদলের সঙ্গে বৈঠক করেছে বিএনপির প্রতিনিধিদল। সেখানে বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি, ‘সফল’ সমাবেশ ও রাষ্ট্র মেরামতে ৩১ দফা যৌথ ঘোষণাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়বস্তু তুলে ধরেছেন বিএনপির শীর্ষ নেতারা। এখন সরকারের পদত্যাগ দাবিতে আজ এবং আগামীকালের পদযাত্রা কর্মসূচির মাধ্যমে গত ১২ জুলাইয়ের সমাবেশের মতো ঢাকায় আরেকটি বড় শোডাউন করতে চায় বিএনপি।

ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক মো. আব্দুস সালাম কালবেলাকে বলেন, সরকারের বিরুদ্ধে আমাদের কর্মসূচিতে শুধু দলীয় নেতাকর্মী নন, সাধারণ মানুষের উপস্থিতি ক্রমেই বাড়ছে। বিভিন্ন পেশাজীবী, শ্রমিক, ব্যবসায়ী, দোকানদার ও খেটে খাওয়া মানুষ শরিক হচ্ছেন। যার প্রমাণ গত ১২ জুলাই মাত্র ২৪ ঘণ্টার নোটিশে ঢাকার জনসভায় লাখো মানুষের সমাগম ঘটেছে। সুতরাং এ সরকারের পদত্যাগের দাবিতে আজ একদফা আন্দোলনের পদযাত্রা কর্মসূচিতে মানুষের উপস্থিতি অতীতের মতোই বাড়বে। কারণ, দেশবাসী বর্তমান ফ্যাসিস্ট আওয়ামী লীগের পতন ঘটিয়ে তাদের ভোটাধিকার ও গণতন্ত্র পুনরুদ্ধার করতে চায়।

অন্য দল-জোটের পদযাত্রা : একদফার যুগপৎ আন্দোলনের অংশ হিসেবে আজ মঙ্গলবার সকাল ১১টায় রাজধানীর মিরপুর-১২ নম্বর থেকে গণতন্ত্র মঞ্চের পদযাত্রা শুরু হবে। পদযাত্রার আগে সংক্ষিপ্ত সমাবেশে মঞ্চের শীর্ষ নেতারা বক্তব্য দেবেন। অবৈধ সরকারের পদত্যাগ, অন্তর্বর্তী সরকারের অধীনে নির্বাচন ও সংবিধান সংস্কারের মাধ্যমে রাষ্ট্রের গণতান্ত্রিক রূপান্তরের একদফা দাবিতে ঢাকাসহ দেশব্যাপী পদযাত্রার ডাক দেওয়া হয়েছে বলে জানান মঞ্চের সমন্বয়ক ও বিপ্লবী ওয়ার্কার্স পাটির সাধারণ সম্পাদক সাইফুল হক।

যুগপৎ আন্দোলনের একদফার কর্মসূচি হিসেবে আজ মঙ্গলবার দুপুর আড়াইটায় কাকরাইল মোড় থেকে মতিঝিল শাপলা চত্বর পর্যন্ত এবং আগামীকাল বুধবার বিকেল ৩টায় কমলাপুর স্টেডিয়াম থেকে যাত্রাবাড়ী চৌরাস্তা পর্যন্ত ১২ দলীয় জোট পদযাত্রা করবে বলে জানান জোটের সমন্বয়ক অ্যাডভোকেট সৈয়দ এহসানুল হুদা। এ ছাড়া একই ইস্যুতে আজ দুপুর ১২টায় রাজধানীর বিজয়নগর আল-রাজী কমপ্লেক্স থেকে কাকরাইল-নয়াপল্টন (বিএনপি অফিস)-ফকিরাপুল-মতিঝিল (শাপলা চত্বর)-ইত্তেফাক মোড়-দয়াগঞ্জ হয়ে রায়সাহেব বাজার মোড় পর্যন্ত এবং আগামীকাল বুধবার দুপুর ১২টায় কমলাপুর স্টেডিয়াম থেকে বাসাবো-মুগদাপাড়া-সায়েদাবাদ-যাত্রাবাড়ী (চৌরাস্তা) পর্যন্ত জাতীয়তাবাদী সমমনা জোটের উদ্যোগে পদযাত্রা হবে বলে জানান জোটের সমন্বয়ক এবং ন্যাশনাল পিপলস পার্টির (এনপিপি) চেয়ারম্যান ড. ফরিদুজ্জামান ফরহাদ।

এ ছাড়া বিকেল ৩টায় মতিঝিল নটর ডেম কলেজের উল্টো দিক থেকে জাতীয় প্রেস ক্লাব গণফোরাম, বিকেল ৪টায় পুরানা পল্টনের কালভার্ট রোডের দলীয় অফিসের সামনে থেকে গণঅধিকার পরিষদ (নুর), কারওয়ানবাজার এফডিসি সংলগ্ন অফিস সামনে থেকে সকাল ১১টা মতিঝিল শাপলা চত্বর পর্যন্ত লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি), বিকেল ৩টায় জাতীয় প্রেস ক্লাবের সামনে থেকে গণঅধিকার পরিষদ (রেজা কিবরিয়া), সকাল ১১টায় জাতীয় প্রেস ক্লাবের সামনে থেকে টিকাটুলী মোড় পর্যন্ত লেবার পার্টি, সকাল সাড়ে ১০টায় জাতীয় প্রেস ক্লাবের সামনে থেকে শাহবাগ হয়ে ধানমন্ডি গণতান্ত্রিক বাম ঐক্য জোট এবং সকাল ১১টার দিকে জাতীয় প্রেস ক্লাবের সামনে থেকে শাহবাগ পর্যন্ত বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ পদযাত্রা করবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সুনামগঞ্জে বালু-পাথর লুট ঠেকাতে বিজিবির অভিযান

টি-টোয়েন্টিতে অবিশ্বাস্য রেকর্ড গড়ে যা বললেন সাকিব

ইসির শুনানিতে হট্টগোল / রুমিন ফারহানার সমর্থকদের মহাসড়ক অবরোধ, এনসিপির বিক্ষোভ 

কারাগারে বিক্রমাসিংহে, মুখ খুললেন সাবেক তিন প্রেসিডেন্ট

গোল্ডেন হারভেস্টে বড় নিয়োগ

যুক্তরাষ্ট্রের পর্যটন ভিসার ফি বাড়ছে দ্বিগুণের বেশি

জুম টিভির অফিসে নিরাপত্তা বাহিনীর অভিযান

ধেয়ে আসছে শক্তিশালী ঝড়, ৬ লাখ মানুষকে সরানোর নির্দেশ 

হাসপাতালে বাণিজ্যিক নার্সারি, সন্ধ্যায় বসে মাদকসেবীদের আড্ডা

ইহুদিবিদ্বেষ ইস্যুতে মার্কিন রাষ্ট্রদূতকে তলব করল ফ্রান্স

১০

টিভিতে আজকের খেলা

১১

এমবাপ্পের জোড়া গোলে লা লিগায় রিয়ালের সহজ জয়

১২

ইবনে সিনায় চাকরির সুযোগ

১৩

সোমবার রাজধানীর যেসব এলাকার মার্কেট বন্ধ

১৪

জেনে নিন আজকের নামাজের সময়সূচি

১৫

এলোপাতাড়ি কুপিয়ে স্ত্রীকে হত্যা

১৬

ক্যাশমেমো নেই, খুচরা বাজারে দ্বিগুণ দাম কাঁচামালে

১৭

রামপুরায় ভবনের ৬ তলা থেকে পড়ে রডমিস্ত্রির মৃত্যু

১৮

কুড়িয়ে পাওয়া ২ লাখ ৮০ হাজার টাকা ফেরত দিলেন ভ্যানচালক

১৯

বুড়িগঙ্গা থেকে লাশ উদ্ধার / ৪ জনকেই হত্যা করা হয়েছে, ধারণা পুলিশের

২০
X