পর্যটন দ্বীপ সেন্টমার্টিন। ভ্রমণপিপাসুদের জন্য সেন্টমার্টিনের অবস্থান অন্যতম। ভরা মৌসুমে পর্যটকদের ভিড় লেগে যায় সেখানে। তবে জানলে অবাক হবেন সেই সেন্টমার্টিনে প্রতিদিন প্রায় তিন হাজার কেজি প্লাস্টিক বর্জ্য ফেলেন পর্যটকরা।
এমনই তথ্য জানিয়েছে কমিউনিটি ডেভেলপমেন্ট এবং পরিবেশ নিয়ে কাজ করা অলাভজনক সংস্থা দ্য আর্থ।
গত বুধবার রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বাংলাদেশ ট্যুরিজম বোর্ড (বিটিবি) আয়োজিত প্লাস্টিকমুক্ত সেন্টমার্টিনবিষয়ক প্যানেল আলোচনায় এসব তথ্য তুলে ধরা হয়।
দ্য আর্থের তথ্যানুসারে, অক্টোবর থেকে মার্চ পর্যন্ত প্রতিদিন প্রায় সাড়ে তিন হাজার থেকে চার হাজার পর্যটক দ্বীপটিতে ঘুরতে যান, কিন্তু ডিসেম্বর থেকে জানুয়ারি পর্যন্ত ভরা মৌসুমে পর্যটকের সংখ্যা বেড়ে যায়।
দ্য আর্থের সহকারী প্রোগ্রাম ম্যানেজার সিনথিয়া তাবাসসুম বলেন, সেন্টমার্টিন দ্বীপে পর্যটকের সংখ্যা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে এবং স্থানীয় জনসংখ্যাও অনেক বেড়েছে।
সিনথিয়া তাবাসসুম জানান, বাংলাদেশের উপকূলীয় এলাকা দিয়ে বছরে প্রায় ৮৭ হাজার টন প্লাস্টিক বর্জ্য সমুদ্রে ফেলা হয়। এর বেশিরভাগ বর্জ্য পদ্মা, যমুনা ও মেঘনা নদীতে ফেলা হয়, যা বঙ্গোপসাগরে গিয়ে মেশে।
মন্তব্য করুন