রাজধানীতে তীব্র যানজট যেন নিত্যদিনের সঙ্গী। রমজানে অনেকে সঠিক সময়ে অফিস থেকে বের হলেও বাসায় পৌঁছানোর আগেই ইফতারের সময় হয়ে যায়। এমন সব মানুষের একটু স্বস্তি দিতে ভিন্নধর্মী উদ্যোগ নিয়েছে ‘স্বপ্ন’।
বৃহস্পতিবার (১৪ মার্চ) বিকেলে গুলশান ১, কাকলি, বিজয় সরনি, কারওয়ান বাজার মোড়সহ রাজধানীর বেশ কয়েকটি জায়গায় লাল রংয়ের টি-শার্ট, লাল ক্যাপ পরিহিত একদল তরুণকে রাস্তায় আটকে আছেন এমন মানুষের মধ্যে ফ্রি পানি বিতরণ করতে দেখা যায়।
স্বপ্ন কর্তৃপক্ষ জানিয়েছে, ইট-পাথরের এ শহরে ট্রাফিক জ্যামসহ নানা কারণে সঠিক সময়ে বাসায় ফিরতে না পারা মানুষের জন্য আমাদের এ ক্ষুদ্র প্রয়াস।
মূলত ইফতারের জন্য সঠিক সময়ে ঘরে ফিরতে না পারা মানুষ এবং সামাজিক দায়বদ্ধতার কথা চিন্তা করে এই উদ্যোগ নিয়েছে সুপারশপ ‘স্বপ্ন’।
মন্তব্য করুন