চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ : ২৯ জুলাই ২০২৪, ০৮:০৮ পিএম
অনলাইন সংস্করণ

চট্টগ্রামে পুলিশ-আন্দোলনকারীদের হাতাহাতি, আহত ২০

চট্টগ্রামে কোটা সংস্কার আন্দোলনের একটি চিত্র। ছবি : কালবেলা
চট্টগ্রামে কোটা সংস্কার আন্দোলনের একটি চিত্র। ছবি : কালবেলা

বন্দর নগরী চট্টগ্রামে পুলিশের সঙ্গে কোটা সংস্কার আন্দোলনকারীদের কয়েকদফা হাতাহাতি ও তর্কাতর্কি হয়েছে। সোমবার (২৯ জুলাই) বিকেলে নগরের চেরাগি মোড় এলাকায় এ ঘটনা ঘটে।

একপর্যায়ে ছত্রভঙ্গ হয় যায় আন্দোলনকারীরা এবং কয়েকজনকে আটকও করা হয়। এসব ঘটনায় ২০ জন আহত হয়েছেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, সোমবার বেলা ৩টার দিকে আন্দোলনকারীদের প্রেস ক্লাবের সামনে পূর্বঘোষিত বিক্ষোভ সমাবেশে আসার আগেই সেখানে সতর্ক অবস্থান নেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। সমাবেশস্থলে আসতে না পেরে চেরাগি মোড়ে খণ্ড খণ্ডভাবে এসে জড়ো হন তারা। একপর্যায়ে আন্দোলনকারীরা বিভিন্ন স্লোগান দিলে পুলিশের সঙ্গে তাদের হাতাহাতি ও তর্কাতর্কি হয়। সেখান থেকে কয়েকজনকে আটক করা হয়। পরে আন্দোলনকারীরা কদম মোবারম শাহি জামে মসজিদের সামনে বিকেল ৪টার পর সড়ক অবরোধ করে ফের বিক্ষোভ শুরু করেন।

আটককৃতরা হলেন বেসরকারি সাউদার্ন ইউনিভার্সিটির ইঞ্জিনিয়ারিং দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী মো. ইমন, বাকলিয়া সরকারি কলেজের উচ্চ মাধ্যমিক প্রথম বর্ষের ছাত্র আজমাঈন করিম নিহাল, গাছবাড়িয়া ডিগ্রি কলেজের শিক্ষার্থী জুলহাজ হোসেন এবং চট্টগ্রাম আইন কলেজের শিক্ষার্থী মো. নজরুল।

একপর্যায়ে পরিস্থিতি নিজেদের অনুকূলে না থাকায় বিকেল সাড়ে ৪টায় কর্মসূচি সমাপ্ত করে আন্দোলনকারীদের নিরাপদে সরে যাওয়ার নির্দেশ দেন চট্টগ্রামের সমন্বয়ক খান তালাত মাহমুদ রাফি।

তিনি বলেন, হাতাহাতির ঘটনায় আমাদের ২০ জন আন্দোলনকারী আহত হয়েছেন। এ ঘটনায় কয়েকজন সাংবাদিক ও পুলিশ সদস্যও আহত হয়েছেন।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের চট্টগ্রামের সমন্বয়ক খান তালাত মাহমুদ রাফি বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের জিম্মি করে বিবৃতি আদায় এবং আন্দোলনকারীদের গুম, খুন এবং মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে বিকেল ৩টায় চট্টগ্রাম প্রেস ক্লাবের সামনে এই বিক্ষোভ সমাবেশের ডাক দেওয়া হয়। কিন্তু এর আগেই সেখানে পুলিশ অবস্থান নেয়। দুপক্ষের অবস্থানের একপর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হলে আমাদের কর্মসূচি সমাপ্ত ঘোষণা করা হয়।

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) কমিশনার মো. সাইফুল ইসলাম বলেন, চট্টগ্রামে ১৫ ঘণ্টার জন্য কারফিউ শিথিল রাখা হয়েছে। এ সময় কোনো সভা-সমাবেশ করার অনুমতি নেই। যারা আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর চেষ্টা করে, তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেবে সিএমপি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

লক্ষ্মীপুরে যাচ্ছেন জামায়াত আমির

বিয়ের আগে যে ৭ প্রস্তুতি নেওয়া জরুরি

প্রতিটি মুসলিম যেন এই অনুভূতি পায় : মারিয়া মিম

রমজানে বিনামূল্যে ইফতার পাবেন ১২ লাখ মানুষ

মুক্তিযোদ্ধা চাচাকে বাবা বানিয়ে চাকরি, কারাগারে জেষ্ঠ্য সহকারী সচিব

বিএনপি ও জামায়াতের নেতাকে শোকজ

ইরানে মোসাদের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে একজনের মৃত্যদণ্ড কার্যকর

সাত সাগর আর তেরো নদী পাড়ি দিয়ে মুখোমুখি জায়েদ-তানিয়া

দেশে ফিরতে চান সালাউদ্দিন

ব্র্যান্ড অ্যাম্বাসাডর হলেন হাবিব ওয়াহিদ

১০

সবচেয়ে দুর্বল লিগের তকমা পেল বিপিএল

১১

অতীতের ভয়াবহ অভিজ্ঞতার কথা জানালেন রাভিনা

১২

জুলাই আন্দোলনকারীরাই একদিন বিশ্বে নেতৃত্ব দেবে : প্রধান উপদেষ্টা

১৩

১২ ফেব্রুয়ারি ধানের শীষের ভূমিধস বিজয় হবে : সালাহউদ্দিন আহমদ 

১৪

২৫ বছরের কৃষি পরিকল্পনা ঠিক করেছে সরকার

১৫

ট্রাম্পের সমালোচনা করতে গিয়ে হামলার শিকার কংগ্রেসের মুসলিম নারী সদস্য

১৬

ঘুমের মধ্যে পায়ের রগে টান লাগলে যে দোয়া পড়বেন

১৭

অস্ত্রোপচারের পর রোগীর মৃত্যু

১৮

৪ বছর পর চেয়ারম্যান হিসেবে ফিরলেন জামায়াত নেতা

১৯

অরিজিতের প্লেব্যাক ছাড়ার সিদ্ধান্তে অবাক উদিত নারায়ণ

২০
X