চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ : ২৯ জুলাই ২০২৪, ০৮:০৮ পিএম
অনলাইন সংস্করণ

চট্টগ্রামে পুলিশ-আন্দোলনকারীদের হাতাহাতি, আহত ২০

চট্টগ্রামে কোটা সংস্কার আন্দোলনের একটি চিত্র। ছবি : কালবেলা
চট্টগ্রামে কোটা সংস্কার আন্দোলনের একটি চিত্র। ছবি : কালবেলা

বন্দর নগরী চট্টগ্রামে পুলিশের সঙ্গে কোটা সংস্কার আন্দোলনকারীদের কয়েকদফা হাতাহাতি ও তর্কাতর্কি হয়েছে। সোমবার (২৯ জুলাই) বিকেলে নগরের চেরাগি মোড় এলাকায় এ ঘটনা ঘটে।

একপর্যায়ে ছত্রভঙ্গ হয় যায় আন্দোলনকারীরা এবং কয়েকজনকে আটকও করা হয়। এসব ঘটনায় ২০ জন আহত হয়েছেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, সোমবার বেলা ৩টার দিকে আন্দোলনকারীদের প্রেস ক্লাবের সামনে পূর্বঘোষিত বিক্ষোভ সমাবেশে আসার আগেই সেখানে সতর্ক অবস্থান নেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। সমাবেশস্থলে আসতে না পেরে চেরাগি মোড়ে খণ্ড খণ্ডভাবে এসে জড়ো হন তারা। একপর্যায়ে আন্দোলনকারীরা বিভিন্ন স্লোগান দিলে পুলিশের সঙ্গে তাদের হাতাহাতি ও তর্কাতর্কি হয়। সেখান থেকে কয়েকজনকে আটক করা হয়। পরে আন্দোলনকারীরা কদম মোবারম শাহি জামে মসজিদের সামনে বিকেল ৪টার পর সড়ক অবরোধ করে ফের বিক্ষোভ শুরু করেন।

আটককৃতরা হলেন বেসরকারি সাউদার্ন ইউনিভার্সিটির ইঞ্জিনিয়ারিং দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী মো. ইমন, বাকলিয়া সরকারি কলেজের উচ্চ মাধ্যমিক প্রথম বর্ষের ছাত্র আজমাঈন করিম নিহাল, গাছবাড়িয়া ডিগ্রি কলেজের শিক্ষার্থী জুলহাজ হোসেন এবং চট্টগ্রাম আইন কলেজের শিক্ষার্থী মো. নজরুল।

একপর্যায়ে পরিস্থিতি নিজেদের অনুকূলে না থাকায় বিকেল সাড়ে ৪টায় কর্মসূচি সমাপ্ত করে আন্দোলনকারীদের নিরাপদে সরে যাওয়ার নির্দেশ দেন চট্টগ্রামের সমন্বয়ক খান তালাত মাহমুদ রাফি।

তিনি বলেন, হাতাহাতির ঘটনায় আমাদের ২০ জন আন্দোলনকারী আহত হয়েছেন। এ ঘটনায় কয়েকজন সাংবাদিক ও পুলিশ সদস্যও আহত হয়েছেন।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের চট্টগ্রামের সমন্বয়ক খান তালাত মাহমুদ রাফি বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের জিম্মি করে বিবৃতি আদায় এবং আন্দোলনকারীদের গুম, খুন এবং মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে বিকেল ৩টায় চট্টগ্রাম প্রেস ক্লাবের সামনে এই বিক্ষোভ সমাবেশের ডাক দেওয়া হয়। কিন্তু এর আগেই সেখানে পুলিশ অবস্থান নেয়। দুপক্ষের অবস্থানের একপর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হলে আমাদের কর্মসূচি সমাপ্ত ঘোষণা করা হয়।

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) কমিশনার মো. সাইফুল ইসলাম বলেন, চট্টগ্রামে ১৫ ঘণ্টার জন্য কারফিউ শিথিল রাখা হয়েছে। এ সময় কোনো সভা-সমাবেশ করার অনুমতি নেই। যারা আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর চেষ্টা করে, তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেবে সিএমপি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বরইতলা নদীকে গলা চেপে ধরেছে অপরিকল্পিত বাঁধ

নুরের ওপর হামলা, রাতেই বিক্ষোভের ডাক এনসিপির

রাকসু নির্বাচনে মনোনয়ন বিতরণ শেষ রোববার

ইউসিটিসিতে নবীন শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠান

হলুদ হেলমেট পরে হামলা করেছে কারা?

মার্কিন শুল্ক ইস্যুতে বাংলাদেশ নিয়ে যা বললেন ভারতীয় সাংবাদিক

‘জয় বাংলা স্লোগান দিয়ে হামলা করেছে জাপা’

ভারতের দাপুটে জয়, সাফ শিরোপা হাতছাড়া বাংলাদেশের

গাজায় সাংবাদিক হত্যার প্রতিবাদে চট্টগ্রামে বিচার দাবি

অশুভ শক্তি দমনে ব্যর্থ হলে দেশে ভয়াবহ অবস্থার সৃষ্টি হবে : কামাল হোসেন

১০

জাপা কার্যালয়ের সামনে ফের হামলা, গুরুতর আহত নুর

১১

চ্যাম্পিয়ন্স লিগে জমজমাট লড়াই : মিস করা যাবে না এই ১০ ম্যাচ

১২

বে গ্রুপে আবেদন করুন, আর দুদিন বাকি

১৩

নারী সেজে কিশোরীকে ধর্ষণ করলেন মেট্রোপলিটন পুলিশের কর্মকর্তা

১৪

শাপলা ফুল তুলতে গিয়ে দুই শিশুর মৃত্যু

১৫

সবচেয়ে সুবিধাবাদী দল জামায়াতে ইসলামী : এলডিপি মহাসচিব

১৬

শনিবার যেসব জেলায় বিদ্যুৎ থাকবে না

১৭

চাকসুর দপ্তরের দুই পদে প্রার্থী হতে পারবেন নারীরাও

১৮

দেশে অরাজকতা সৃষ্টি করতে আ.লীগ নেতারা ফান্ডিং করছে : সপু

১৯

ফুডপান্ডায় অভিজ্ঞতা ছাড়াই নিয়োগ, আবেদন করুন আজই

২০
X