রংপুর ব্যুরো
প্রকাশ : ২০ আগস্ট ২০২৪, ০৬:৩০ পিএম
আপডেট : ২০ আগস্ট ২০২৪, ০৯:২৪ পিএম
অনলাইন সংস্করণ

রংপুরে পুলিশ সদস্যের স্ট্যাটাস ভাইরাল

গ্রাফিক্স : কালবেলা
গ্রাফিক্স : কালবেলা

রংপুরে সামাজিকযোগাযোগ মাধ্যম ফেসবুকে দেওয়া এক পুলিশ সদস্যের স্ট্যাটাস নিয়ে পুলিশ ও সিভিল প্রশাসনে ব্যাপক তোলপাড় শুরু হয়েছে। মঙ্গলবার (২০ আগস্ট) বিকেলে রংপুর মেট্রোপলিটন পুলিশের নবাবগঞ্জ পুলিশ ফাঁড়ির ইনচার্জ মিসির আলী (এসআই মজনু) তার স্ট্যাটাসে নগরীর সিটি বাজারের সামনে রংপুর রেঞ্জ ডিআইজি, বিভাগীয় কমিশনার, ডিসি এবং এসপির নেতৃত্বে ছাত্র-জনতার ওপর গুলি চালানো হয়েছে বলে উল্লেখ করেন।

এখন পর্যন্ত হওয়া পাঁচটি মামলায় তাদের নাম না আসায় ক্ষোভ প্রকাশ করেছেন পুলিশের এই সদস্য। প্রশ্ন তুলেছেন, তাহলে তারা কী ঈশ্বরের থেকেও ক্ষমতাশালী, সব আমলেই সুফল ভোগ করবেন।

এসআই মজনু তার ফেসবুক পোস্টে সাংবাদিকদের উদ্দেশ্যে করে উল্লেখ করেন, ‘প্রিয় মিডিয়া/ সাংবাদিক/ আইনজীবী ভাই। প্রতিদিন কোর্টে মামলা হচ্ছে। ঘটনাস্থল সিটি বাজারের সামনে রংপুর রেঞ্জ ডিআইজি, জেলার পুলিশ সুপার বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসকের নেতৃত্বে জেলা পুলিশের রায়ট টিম। আর মামলা হচ্ছে যারা ঘটনাস্থলে ছিল না। এত ফুটেজ, মিডিয়া কাভার থাকতে এটা উদ্দেশ্যপ্রণোদিতভাবে হচ্ছে।’

‘সুফল ভোগীরা কী আজীবন আর সব আমলেই সুফল ভোগ করবেন?’ ফেসবুক পোস্টে এই প্রশ্ন রাখেন তিনি।

পোস্টটি এসআই মজনু রংপুর জেলা ও মহানগর পুলিশের মিডিয়াসেলেও দেন।

ফেসবুক সম্পর্কে জানতে এসআই মজনুর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘আপনারা সংবাদকর্মীরা সত্য প্রকাশ করুন। আমি আমার বক্তব্য আমার ফেসবুকে দিয়েছি। শত শত ফুটেজ আছে। গত ১৯ জুলাইয়ে সিটি বাজার এলাকায় জেলা পুলিশের পোশাকধারীরা ছিলেন। এখানে মেট্রোপলিটন পুলিশের কেউ ছিল না। অথচ তাদের নামে মামলা হচ্ছে না। তাদের কারা বাঁচাচ্ছেন?’

এ ব্যাপারে জানতে রংপুরের পুলিশ সুপার মো. শাহজাহান এর সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, এ ধরনের কোনো ফেসবুক পোস্ট এখনো তার চোখে পড়েনি।

বিষয়টি জানতে রংপুরের জেলা প্রশাসক মোহাম্মদ মোবাশ্বের হাসান এবং বিভাগীয় কমিশনার জাকির হোসেনের সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগ করা হলেও তারা কোনো সাড়া দেয়নি।

রংপুর রেঞ্জ ডিআইজি আব্দুল বাতেনকে বাধ্যতামূলক অবসরের কারণে তার সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।

জানা গেছে, গত ১৯ জুলাই রংপুর সিটি বাজারের সামনে পুলিশ এবং আওয়ামী লীগ নেতাকর্মীদের গুলিতে নিহত পলিটেকনিক শিক্ষার্থী আব্দুল্লাহ আল তাহির হত্যা মামলায় নবাবগঞ্জ পুলিশ ফাঁড়ির ইনচার্জ এস আই মজনুকে আসামি করা হয়েছে।

রংপুরে ছাত্র জনতার অভ্যুত্থানের ঘটনায় এখন পর্যন্ত দায়ের করা পাঁচটি হত্যা মামলার পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আব্দুল্লাহ আল মামুন, রংপুর রেঞ্জ ডিআইজি আব্দুল বাতেন, রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. মনিরুজ্জামান, মেট্রোপলিটন ডিসি ক্রাইম আবু মারুফ হোসেন, এসি আরিফুজ্জামান, আল ইমরান, ওসি মোন্তাসির, এসআই, কনস্টেবলসহ প্রায় ১৭ কর্মকর্তার নাম উল্লেখ করে মামলা করা হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘প্রমাণ ছাড়া যেকোনো ঘটনায় তারেক রহমানকে জড়ানো ফ্যাসিবাদী সংস্কৃতির প্রতিফলন’

মূল জনগোষ্ঠীর মধ্যে নীরবে ছড়িয়ে পড়ছে এইচআইভি

উত্তরায় সরকারি হাসপাতাল নির্মাণের প্রতিশ্রুতি তারেক রহমানের

ইসলামনগরে আগুন, জাবির দুই শিক্ষার্থীসহ দগ্ধ ৪

নাসীরুদ্দীনের অভিযোগের প্রতিক্রিয়া জানালেন মির্জা আব্বাস

মুস্তাফিজ ইস্যুতে ভারতের সিদ্ধান্তকে ‘শক্তির অপব্যবহার’ বলে আখ্যা ভারতীয় সাংবাদিকের

পৌনে ২ লাখ লোকের ইতিবাচক পরিবর্তন আনল ব্র্যাক ব্যাংক 

ডিমের আঁশটে গন্ধ দূর করার সহজ উপায়

কৃত্রিম বুদ্ধিমত্তার অপব্যবহারে উদ্বিগ্ন নির্বাচন কমিশন

বাংলাদেশের ওপর যুক্তরাষ্ট্রের শুল্ক কমানো নিয়ে বড় সুখবর দিলেন লুৎফে সিদ্দিকী

১০

শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান নিয়োগে পরিবর্তন এনে পরিপত্র জারি

১১

সংশোধিত তামাক নিয়ন্ত্রণ অধ্যাদেশ ২০২৫ দ্রুত পাসের দাবি আহছানিয়া মিশনের

১২

ক্ষমতায় গেলে কেরু অ্যান্ড কোং-সহ সব কারখানা সচল করা হবে : জামায়াত আমির

১৩

যুব সমাজ ও নতুনরা ভোটের চিত্র বদলে দেবে : তুলি

১৪

নির্বাচনের ফলাফল না নিয়ে আমরা কেউ বাড়ি ফিরব না : আবু আশফাক

১৫

ধানের শীষের প্রচারণায় হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের কমিটি গঠন

১৬

টেকনাফে পাহাড় থেকে ৬ কৃষককে অপহরণ

১৭

তারেক রহমানের গাড়ি থামিয়ে কী বললেন তরুণী

১৮

হাবিবুল্লাহ বাহার কলেজে কেউ আমন্ত্রিত ছিলেন না, দাবি কলেজ কর্তৃপক্ষের

১৯

বিজয় থালাপতি এখন বিপাকে

২০
X