পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি
প্রকাশ : ১১ অক্টোবর ২০২৪, ০৯:৫৪ পিএম
অনলাইন সংস্করণ

সীমান্তে গ্রেপ্তার ভারতীয় নাগরিকের কাছে মিলল বাংলাদেশি এনআইডি

বিজিবির হাতে গ্রেপ্তার মিন্টু মণ্ডল। ছবি : কালবেলা
বিজিবির হাতে গ্রেপ্তার মিন্টু মণ্ডল। ছবি : কালবেলা

জয়পুরহাটের পাঁচবিবির উচনা সীমান্ত এলাকায় ভারত থেকে অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশের অভিযোগে মিন্টু মন্ডল (৪০) নামে এক ভারতীয় নাগরিককে গ্রেপ্তার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

শুক্রবার (১১ অক্টোবর) সন্ধ্যায় প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন জয়পুরহাট-২০ বিজিবির অধিনায়ক লে. কর্নেল নাহিদ নেওয়াজ।

এ সময় গ্রেপ্তার মিন্টুর কাছ থেকে পাঁচবিবি উপজেলার উচনা গ্রামের ঠিকানার একটি বাংলাদেশি এনআইডি জব্দ করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ১০ অক্টোবর সন্ধ্যায় জেলার পাঁচবিবি উপজেলার হাটখোলা বিওপির পিলার ২৮১/২০ এস থেকে ৫০ গজ বাংলাদেশের ভেতর থেকে তাকে আটক করা হয়েছে। এ সময় তার কাছ থেকে একটি মোবাইল ফোন ও ভারতীয় সিম জব্দ করা হয়েছে। পরবর্তীতে তার বিরুদ্ধে পাঁচবিবি থানায় মামলার পর আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

জয়পুরহাট ব্যাটালিয়ন-২০ বিজিবি কোম্পানি অধিনায়ক লে. কর্নেল নাহিদ নেওয়াজ জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জয়পুরহাট ব্যাটালিয়ন-২০ বিজিবি অধীনস্থ হাটখোলা বিওপি কমান্ডার নায়েব সুবেদার সাইদুল বারীর উপস্থিতিতে টহল কমান্ডার নায়েক আব্দুর রহিমের নেতৃত্বে একটি বিশেষ টহল দল হাটখোলা বিওপি থেকে উত্তর দিকে আনুমানিক দুই কিলোমিটার দূরে পশ্চিম উচনা সীমান্ত থেকে ৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে ওই ভারতীয় নাগরিককে আটক করেছে।

লে. কর্নেল নাহিদ নেওয়াজ আরও জানান, মিন্টু মণ্ডল দীর্ঘদিন ধরে বাংলাদেশ থেকে ভারতে অবৈধভাবে মানব পারাপারে জড়িত। সে এ সংক্রান্ত অপরাধে বিভিন্নভাবে সহযোগিতা করে আসছে বলে স্বীকারোক্তি প্রদান করেছে। অবৈধভাবে মানব পারাপার সংক্রান্ত অপরাধ চালানোর জন্য মিন্টু বাংলাদেশি নাগরিকত্বের ভুয়া কাগজপত্র তৈরি করেছেন। পাঁচবিবি থানার ওসি কাওসার আলী জানান, হাটখোলা বিওপির বিজিবির পক্ষ থেকে ভারতীয় নাগরিক মিন্টু মণ্ডলের নামে থানায় মামলা করা হয়েছে। তবে তার কাছ থেকে মিন্টু রহমান, পিতা : কাশেম উদ্দিন, উচনা, ধরঞ্জী, পাঁচবিবি, জয়পুরহাট এই ঠিকানার একটি বাংলাদেশি এনআইডি (জাতীয় পরিচয়পত্র) পাওয়া গেছে। মামলার পর তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

লটারির মাধ্যমে ডিসিদের পদায়ন হবে না : জনপ্রশাসন সচিব

ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা, শহরজুড়ে বেজে উঠল সাইরেন 

যে পরিস্থিতিতে হবে ‘না’ ভোট

মহাকাশে ‘গোয়েন্দা স্যাটেলাইট’ পাঠিয়ে যে বার্তা দিল ইসরায়েল

এ দেশের মানুষের শেষ ভরসার প্রতীক বিএনপি : লায়ন হারুনুর রশিদ

পিএসসির প্রশ্নফাঁস / সামাজিক যোগাযোগমাধ্যমে প্রশ্ন সরবরাহ করতেন মতিউর

এতিমদের সব খাবার নিয়ে গেল চোর

জাহাজভাঙা শিল্প উপকূলের জন্য মারাত্মক : পরিবেশ উপদেষ্টা

তারেক রহমান : গণতন্ত্র ও সার্বভৌমত্ব সুরক্ষার অতন্দ্র প্রহরী

কুয়েতে প্রবাসী বাংলাদেশির ঝুলন্ত মরদেহ উদ্ধার

১০

হাসপাতালে ভর্তি বাংলাদেশের কোচ

১১

অদৃশ্য শক্তি সরকারের চেয়েও বড় হয়ে উঠেছে : চরমোনাই পীর

১২

দুই টাইগার ক্রিকেটারকে সুখবর দিল আইসিসি

১৩

দ্রুত হাঁটলে কি ডায়াবেটিসের মাত্রা কমে?

১৪

হার মানিনি, প্রতিটা ভুল আমাকে শিখিয়েছে : শাকিব খান

১৫

পে-স্কেল নিয়ে নতুন তথ্য

১৬

লোহালিয়া নদী থেকে ২ যুবকের মরদেহ উদ্ধার

১৭

ভারত-পাকিস্তানের মাঝে আটকে রাষ্ট্রহীন দুই বোন

১৮

নারায়ণগঞ্জে তুলার গুদামে আগুন

১৯

রাকসু নির্বাচনে লড়ছেন ৫১ বছর বয়সী মোর্শেদ

২০
X