পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি
প্রকাশ : ১১ অক্টোবর ২০২৪, ০৯:৫৪ পিএম
অনলাইন সংস্করণ

সীমান্তে গ্রেপ্তার ভারতীয় নাগরিকের কাছে মিলল বাংলাদেশি এনআইডি

বিজিবির হাতে গ্রেপ্তার মিন্টু মণ্ডল। ছবি : কালবেলা
বিজিবির হাতে গ্রেপ্তার মিন্টু মণ্ডল। ছবি : কালবেলা

জয়পুরহাটের পাঁচবিবির উচনা সীমান্ত এলাকায় ভারত থেকে অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশের অভিযোগে মিন্টু মন্ডল (৪০) নামে এক ভারতীয় নাগরিককে গ্রেপ্তার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

শুক্রবার (১১ অক্টোবর) সন্ধ্যায় প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন জয়পুরহাট-২০ বিজিবির অধিনায়ক লে. কর্নেল নাহিদ নেওয়াজ।

এ সময় গ্রেপ্তার মিন্টুর কাছ থেকে পাঁচবিবি উপজেলার উচনা গ্রামের ঠিকানার একটি বাংলাদেশি এনআইডি জব্দ করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ১০ অক্টোবর সন্ধ্যায় জেলার পাঁচবিবি উপজেলার হাটখোলা বিওপির পিলার ২৮১/২০ এস থেকে ৫০ গজ বাংলাদেশের ভেতর থেকে তাকে আটক করা হয়েছে। এ সময় তার কাছ থেকে একটি মোবাইল ফোন ও ভারতীয় সিম জব্দ করা হয়েছে। পরবর্তীতে তার বিরুদ্ধে পাঁচবিবি থানায় মামলার পর আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

জয়পুরহাট ব্যাটালিয়ন-২০ বিজিবি কোম্পানি অধিনায়ক লে. কর্নেল নাহিদ নেওয়াজ জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জয়পুরহাট ব্যাটালিয়ন-২০ বিজিবি অধীনস্থ হাটখোলা বিওপি কমান্ডার নায়েব সুবেদার সাইদুল বারীর উপস্থিতিতে টহল কমান্ডার নায়েক আব্দুর রহিমের নেতৃত্বে একটি বিশেষ টহল দল হাটখোলা বিওপি থেকে উত্তর দিকে আনুমানিক দুই কিলোমিটার দূরে পশ্চিম উচনা সীমান্ত থেকে ৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে ওই ভারতীয় নাগরিককে আটক করেছে।

লে. কর্নেল নাহিদ নেওয়াজ আরও জানান, মিন্টু মণ্ডল দীর্ঘদিন ধরে বাংলাদেশ থেকে ভারতে অবৈধভাবে মানব পারাপারে জড়িত। সে এ সংক্রান্ত অপরাধে বিভিন্নভাবে সহযোগিতা করে আসছে বলে স্বীকারোক্তি প্রদান করেছে। অবৈধভাবে মানব পারাপার সংক্রান্ত অপরাধ চালানোর জন্য মিন্টু বাংলাদেশি নাগরিকত্বের ভুয়া কাগজপত্র তৈরি করেছেন। পাঁচবিবি থানার ওসি কাওসার আলী জানান, হাটখোলা বিওপির বিজিবির পক্ষ থেকে ভারতীয় নাগরিক মিন্টু মণ্ডলের নামে থানায় মামলা করা হয়েছে। তবে তার কাছ থেকে মিন্টু রহমান, পিতা : কাশেম উদ্দিন, উচনা, ধরঞ্জী, পাঁচবিবি, জয়পুরহাট এই ঠিকানার একটি বাংলাদেশি এনআইডি (জাতীয় পরিচয়পত্র) পাওয়া গেছে। মামলার পর তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

১২ ঘণ্টায়ও ফলাফল ঘোষণা না হলে অসৎ উদ্দেশ্য আছে : মির্জা আব্বাস

নতুন করে কোনো স্বৈরাচারের উৎপত্তি হতে দেওয়া হবে না : সালাহউদ্দিন

প্রথম ১০০ দিনে জনগণের সমস্যা নিরসনের আশ্বাস হামিদুরের

তারেক রহমান প্রধানমন্ত্রী হলে আ.লীগকে রাজনীতি করার সুযোগ দেবেন, দাবি বিএনপি প্রার্থীর

লর্ডসে ঠাঁই পেল বাংলাদেশের স্মরণীয় সেই ৫০ ম্যাচের টিকিট

পাকিস্তানে সামরিক অভিযানের আশঙ্কা, পালাচ্ছেন হাজারো বাসিন্দা

চট্টগ্রাম-১৩ আসনে জামায়াতের পাশে না থাকার ঘোষণা এনসিপির

ইসলামের প্রায়োগিক বিধান জনসম্মুখে তুলে ধরতে হবে : ইবি ভিসি

দীর্ঘদিন পর পাবনায় ফিরলেন গুমের শিকার সাবেক ছাত্রদল নেতা তুষার

৪০ বছর ইমামতির পর রাজকীয় বিদায়

১০

চ্যাম্পিয়ন হওয়াই বাংলাদেশের লক্ষ্য 

১১

নানা কৌশলে নির্বাচনে ইঞ্জিনিয়ারিংয়ের চেষ্টা চলছে : নাহিদ

১২

চিকিৎসা শেষে আবারও জেলে ফিরলেন ইমরান খান

১৩

বিএনপি-জামায়াতের তুমুল সংঘর্ষ

১৪

সেন্টমার্টিনে পর্যটক ভ্রমণ বন্ধ ঘোষণা, কবে চালু হবে?

১৫

রেলে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা জোরদারের নির্দেশ দিল রেলপথ মন্ত্রণালয়

১৬

এবারের নির্বাচনে পরিবর্তন চেয়েছে মানুষ : গোলাম পরওয়ার

১৭

কথায় নয়, কাজের মাধ্যমে প্রমাণ দিতে চাই : আবু আশফাক

১৮

উৎপাদন ও কর্মপরিবেশ উন্নয়নে নতুন দিগন্তে ইসিএল

১৯

বাণিজ্য মেলায় ৩৯৩ কোটি টাকার পণ্য বিক্রি

২০
X