বরিশাল ব্যুরো
প্রকাশ : ১৩ নভেম্বর ২০২৪, ০৭:০৭ পিএম
আপডেট : ১৩ নভেম্বর ২০২৪, ০৭:৫৫ পিএম
অনলাইন সংস্করণ

বিএনপি নেতার মামলা, আ.লীগের ১৮ নেতাকর্মী কারাগারে

আ.লীগের ১৮ জন নেতাকর্মীকে কারাগারে পাঠিয়েছেন আদালত। ছবি : কালবেলা
আ.লীগের ১৮ জন নেতাকর্মীকে কারাগারে পাঠিয়েছেন আদালত। ছবি : কালবেলা

বরিশালে বিএনপি নেতাকর্মীদের ওপর হামলার অভিযোগে করা মামলায় বাকেরগঞ্জের সাবেক পৌর মেয়রসহ আওয়ামী লীগের ১৮ জন নেতাকর্মীকে কারাগারে পাঠিয়েছেন আদালত।

বুধবার (১৩ নভেম্বর) বরিশালের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করলে বিচারক তানভীর রহমান তা নামঞ্জুর করে তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।

বাকেরগঞ্জ থানার দায়িত্বপ্রাপ্ত সরকারি নিবন্ধন কর্মকর্তা (জিআরও) পুলিশের সহকারী উপপরিদর্শক নূর মোহাম্মদ এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, আসামিদের জামিন নামঞ্জুর হলে আদালত থেকে তাদের বরিশাল কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে।

কারাগারে যাওয়া নেতাকর্মীরা হলেন বাকেরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক পৌর মেয়র লোকমান হোসেন ডাকুয়া, আওয়ামী লীগ নেতা খোন্দকার জিয়াউর রহমান রিপন, গাড়-রিয়া ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক আব্দুল কুদ্দুস নান্টু, মোখলেছুর রহমান, ইকবাল তালুকদার, মাসুদ আকন, পংকজ দাস, সুজন চন্দ্র দাস, হাফিজুল ইসলাম পান্ডে, লিটন গাজী, মো. মাহবুব, মাহফুজ মুসুল্লী, মাসুদ আলম খান, শফিক ডাকুয়া, পরিতোষ দাস, আরিফুর রহমান চুন্নু, ফারুক সিকদার ও সোহেল রানা।

মামলার বরাতে উপপরিদর্শক জানান, ২০২২ সালের ২৭ আগস্ট উপজেলা বিএনপির সাংগঠনিক প্রস্তুতি সভার আয়োজন করে। সভায় যোগ দেওয়ার জন্য বিএনপি নেতাকর্মীরা উপজেলার চর আউলিয়া পুর দেলোয়ার হোসেনের বাড়ির সামনে জড়ো হন।

তখন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র লোকমান হোসেন ডাকুয়ার নেতৃত্বে আওয়ামী লীগের প্রায় ২০০ নেতাকর্মী সশস্ত্র অবস্থায় তাদের ওপর হামলা করেন। তারা লাঠি ও হকিস্টিক দিয়ে পিটিয়ে নেতাকর্মীদের আহত করেন। এ ছাড়া বেশ কিছু রিকশা, ইজিবাইক, মোটরসাইকেল ও ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ও ভাঙচুর করেন আওয়ামী লীগের নেতাকর্মীরা।

এ ঘটনার প্রায় দুই বছর পর গত ৭ নভেম্বর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক কমিটির সদস্য হাসান সিকদার বাদী হয়ে ৯০ জনের নামে এবং অজ্ঞাত ২০০ জনকে আসামি করে মামলা করেন।

মামলার আসামি হিসেবে আওয়ামী লীগের ১৮ জন নেতাকর্মী আদালতে হাজির হয়ে জামিনের প্রার্থনা করেন। এ সময় বিচারক জামিন নামঞ্জুর করে তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নতুন ‘বাবরি মসজিদের’ ভিত্তিপ্রস্তর স্থাপন শনিবার

নতুন প্রজন্ম শান্তিপূর্ণ রাজনীতি প্রত্যাশা করে : ইশরাক

ঢাবির ব্যবসায় শিক্ষা ইউনিটে ভর্তি পরীক্ষা আজ

‘খালেদা জিয়া বাংলাদেশের মানুষের আপনজন’

২০ বছরের ব্যবসা বাঁচাতে ছাড়লেন চেয়ারম্যান পদ

তাসনিম অনন্যার অনুসন্ধানে মহাবিশ্বের চাঞ্চল্যকর রহস্য উন্মোচন

২০২৬ বিশ্বকাপে কবে মুখোমুখি হতে পারে আর্জেন্টিনা-ব্রাজিল?

বিশ্বকাপের গ্রুপ অব ডেথে ফ্রান্স

নুরুদ্দিন অপুর হাত ধরে আ.লীগ নেতার বিএনপিতে যোগদান

২০২৬ বিশ্বকাপের ড্র অনুষ্ঠিত: দেখে নিন কোন গ্রুপে কোন দল

১০

২০২৬ বিশ্বকাপে আর্জেন্টিনা ও ব্রাজিলের প্রতিপক্ষ যারা

১১

রাতে আবার হাসপাতালে গেলেন জুবাইদা রহমান

১২

যুক্তরাষ্ট্রে ভ্রমণ নিষেধাজ্ঞার পরিধি বাড়ছে, তালিকায় ৩০টির বেশি দেশ

১৩

খালেদা জিয়ার এন্ডোসকপি সম্পন্ন, বন্ধ হয়েছে রক্তক্ষরণ

১৪

‘বাঁধের মাটি বড় বড় খণ্ড হয়ে ঝুপঝাপ শব্দে ভেঙে পড়ে’

১৫

রাজমিস্ত্রির বাড়ি থেকে অস্ত্র-গুলি উদ্ধার

১৬

দেড় হাজার দৌড়বিদের অংশগ্রহণে হাফ ম্যারাথন

১৭

খালেদা জিয়ার সুস্থতা কামনায় ফ্রি যাত্রীসেবা

১৮

বিদেশি কোম্পানিকে ইজারা, প্রতিবাদে বিক্ষোভ 

১৯

যুবদল নেতা সুমনের বহিষ্কারাদেশ প্রত্যাহার

২০
X