বরিশাল ব্যুরো
প্রকাশ : ১৩ নভেম্বর ২০২৪, ০৭:০৭ পিএম
আপডেট : ১৩ নভেম্বর ২০২৪, ০৭:৫৫ পিএম
অনলাইন সংস্করণ

বিএনপি নেতার মামলা, আ.লীগের ১৮ নেতাকর্মী কারাগারে

আ.লীগের ১৮ জন নেতাকর্মীকে কারাগারে পাঠিয়েছেন আদালত। ছবি : কালবেলা
আ.লীগের ১৮ জন নেতাকর্মীকে কারাগারে পাঠিয়েছেন আদালত। ছবি : কালবেলা

বরিশালে বিএনপি নেতাকর্মীদের ওপর হামলার অভিযোগে করা মামলায় বাকেরগঞ্জের সাবেক পৌর মেয়রসহ আওয়ামী লীগের ১৮ জন নেতাকর্মীকে কারাগারে পাঠিয়েছেন আদালত।

বুধবার (১৩ নভেম্বর) বরিশালের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করলে বিচারক তানভীর রহমান তা নামঞ্জুর করে তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।

বাকেরগঞ্জ থানার দায়িত্বপ্রাপ্ত সরকারি নিবন্ধন কর্মকর্তা (জিআরও) পুলিশের সহকারী উপপরিদর্শক নূর মোহাম্মদ এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, আসামিদের জামিন নামঞ্জুর হলে আদালত থেকে তাদের বরিশাল কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে।

কারাগারে যাওয়া নেতাকর্মীরা হলেন বাকেরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক পৌর মেয়র লোকমান হোসেন ডাকুয়া, আওয়ামী লীগ নেতা খোন্দকার জিয়াউর রহমান রিপন, গাড়-রিয়া ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক আব্দুল কুদ্দুস নান্টু, মোখলেছুর রহমান, ইকবাল তালুকদার, মাসুদ আকন, পংকজ দাস, সুজন চন্দ্র দাস, হাফিজুল ইসলাম পান্ডে, লিটন গাজী, মো. মাহবুব, মাহফুজ মুসুল্লী, মাসুদ আলম খান, শফিক ডাকুয়া, পরিতোষ দাস, আরিফুর রহমান চুন্নু, ফারুক সিকদার ও সোহেল রানা।

মামলার বরাতে উপপরিদর্শক জানান, ২০২২ সালের ২৭ আগস্ট উপজেলা বিএনপির সাংগঠনিক প্রস্তুতি সভার আয়োজন করে। সভায় যোগ দেওয়ার জন্য বিএনপি নেতাকর্মীরা উপজেলার চর আউলিয়া পুর দেলোয়ার হোসেনের বাড়ির সামনে জড়ো হন।

তখন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র লোকমান হোসেন ডাকুয়ার নেতৃত্বে আওয়ামী লীগের প্রায় ২০০ নেতাকর্মী সশস্ত্র অবস্থায় তাদের ওপর হামলা করেন। তারা লাঠি ও হকিস্টিক দিয়ে পিটিয়ে নেতাকর্মীদের আহত করেন। এ ছাড়া বেশ কিছু রিকশা, ইজিবাইক, মোটরসাইকেল ও ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ও ভাঙচুর করেন আওয়ামী লীগের নেতাকর্মীরা।

এ ঘটনার প্রায় দুই বছর পর গত ৭ নভেম্বর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক কমিটির সদস্য হাসান সিকদার বাদী হয়ে ৯০ জনের নামে এবং অজ্ঞাত ২০০ জনকে আসামি করে মামলা করেন।

মামলার আসামি হিসেবে আওয়ামী লীগের ১৮ জন নেতাকর্মী আদালতে হাজির হয়ে জামিনের প্রার্থনা করেন। এ সময় বিচারক জামিন নামঞ্জুর করে তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

থাইরয়েড হরমোনের সমস্যা নিয়ন্ত্রণে রাখবে এই ৫ পানীয়

পাকিস্তানে আত্মঘাতী হামলা, অভিযোগ ভারতের বিরুদ্ধে

ড্যাফোডিলে পর্তুগিজ রাজবংশের আগমন ও লন্ডন টি এক্সচেঞ্জ চুক্তি 

ডেঙ্গুতে একদিনে আরও তিনজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৯১২

আ.লীগের বিরুদ্ধে যত মামলা আছে তুলে নেব : মির্জা ফখরুল

গোবিন্দই আমাকে প্রথম হিরো হতে বলেছিলেন : অক্ষয় কুমার

যানবাহন ভাড়া দেওয়ার আগে যাচাই করুন : ডিএমপি কমিশনার

বিইউবিটিতে ক্যারিয়ার ডেভেলপমেন্ট কর্মশালা ‘গ্রিটকোয়েস্ট’র উদ্বোধন

রাতে যেভাবে যুক্তরাষ্ট্রে যাত্রা করবেন, জানালেন সোহেল তাজ

চার প্রতিবন্ধীকে নিয়ে স্বামীহারা জাহানারার জীবনসংগ্রাম

১০

গাজায় ‘নো ওয়ার-নো পিস’ মডেলে এগোচ্ছে ইসরায়েল

১১

ঘরের ভেতর তৈরি করা ‘বিশেষ’ সুড়ঙ্গে লুকিয়ে থাকতেন যুবলীগ নেতা

১২

অবৈধ স্থাপনা নিয়ে ডিসি সারওয়ারের হুঁশিয়ারি

১৩

ধানের শীষে ভোট চাইলেন মির্জা ফখরুলের পত্নী

১৪

গুজব ও বিভ্রান্তি প্রতিরোধে বিশেষ সাইবার সেল

১৫

অনন্ত জলিলের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ

১৬

ধানের শীষের প্রার্থীর দাবিতে আমরণ অনশনে রিয়াজুল

১৭

চলন্ত ট্রেন থেকে পড়ে স্টেশন মাস্টার গুরুতর আহত

১৮

শেষ সেশনে স্বস্তি বাংলাদেশের, আয়ারল্যান্ড ২৭০/৮

১৯

‘শিল্প লবণের নামে খাবার লবণ আমদানি করতে দেওয়া হবে না’

২০
X