বরিশাল ব্যুরো
প্রকাশ : ১৩ নভেম্বর ২০২৪, ০৭:০৭ পিএম
আপডেট : ১৩ নভেম্বর ২০২৪, ০৭:৫৫ পিএম
অনলাইন সংস্করণ

বিএনপি নেতার মামলা, আ.লীগের ১৮ নেতাকর্মী কারাগারে

আ.লীগের ১৮ জন নেতাকর্মীকে কারাগারে পাঠিয়েছেন আদালত। ছবি : কালবেলা
আ.লীগের ১৮ জন নেতাকর্মীকে কারাগারে পাঠিয়েছেন আদালত। ছবি : কালবেলা

বরিশালে বিএনপি নেতাকর্মীদের ওপর হামলার অভিযোগে করা মামলায় বাকেরগঞ্জের সাবেক পৌর মেয়রসহ আওয়ামী লীগের ১৮ জন নেতাকর্মীকে কারাগারে পাঠিয়েছেন আদালত।

বুধবার (১৩ নভেম্বর) বরিশালের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করলে বিচারক তানভীর রহমান তা নামঞ্জুর করে তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।

বাকেরগঞ্জ থানার দায়িত্বপ্রাপ্ত সরকারি নিবন্ধন কর্মকর্তা (জিআরও) পুলিশের সহকারী উপপরিদর্শক নূর মোহাম্মদ এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, আসামিদের জামিন নামঞ্জুর হলে আদালত থেকে তাদের বরিশাল কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে।

কারাগারে যাওয়া নেতাকর্মীরা হলেন বাকেরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক পৌর মেয়র লোকমান হোসেন ডাকুয়া, আওয়ামী লীগ নেতা খোন্দকার জিয়াউর রহমান রিপন, গাড়-রিয়া ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক আব্দুল কুদ্দুস নান্টু, মোখলেছুর রহমান, ইকবাল তালুকদার, মাসুদ আকন, পংকজ দাস, সুজন চন্দ্র দাস, হাফিজুল ইসলাম পান্ডে, লিটন গাজী, মো. মাহবুব, মাহফুজ মুসুল্লী, মাসুদ আলম খান, শফিক ডাকুয়া, পরিতোষ দাস, আরিফুর রহমান চুন্নু, ফারুক সিকদার ও সোহেল রানা।

মামলার বরাতে উপপরিদর্শক জানান, ২০২২ সালের ২৭ আগস্ট উপজেলা বিএনপির সাংগঠনিক প্রস্তুতি সভার আয়োজন করে। সভায় যোগ দেওয়ার জন্য বিএনপি নেতাকর্মীরা উপজেলার চর আউলিয়া পুর দেলোয়ার হোসেনের বাড়ির সামনে জড়ো হন।

তখন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র লোকমান হোসেন ডাকুয়ার নেতৃত্বে আওয়ামী লীগের প্রায় ২০০ নেতাকর্মী সশস্ত্র অবস্থায় তাদের ওপর হামলা করেন। তারা লাঠি ও হকিস্টিক দিয়ে পিটিয়ে নেতাকর্মীদের আহত করেন। এ ছাড়া বেশ কিছু রিকশা, ইজিবাইক, মোটরসাইকেল ও ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ও ভাঙচুর করেন আওয়ামী লীগের নেতাকর্মীরা।

এ ঘটনার প্রায় দুই বছর পর গত ৭ নভেম্বর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক কমিটির সদস্য হাসান সিকদার বাদী হয়ে ৯০ জনের নামে এবং অজ্ঞাত ২০০ জনকে আসামি করে মামলা করেন।

মামলার আসামি হিসেবে আওয়ামী লীগের ১৮ জন নেতাকর্মী আদালতে হাজির হয়ে জামিনের প্রার্থনা করেন। এ সময় বিচারক জামিন নামঞ্জুর করে তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভারতের কারাগারে বাংলাদেশি ৩ কিশোর, উৎকণ্ঠায় পরিবার

দূরে সরে যাচ্ছে চাঁদ, বিপদে পড়ছে পৃথিবী?

বিশ্লেষণ / ইসরায়েলের ভয়াবহ তাণ্ডব, স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠন কি সম্ভব

৪ জেলায় চাকরি দিচ্ছে আরএফএল, পাবেন আবাসন সুবিধা

‘ফেসবুক মনিটাইজেশনের নেশায় ব্যক্তিত্ব হারাচ্ছে অনেকেই’

রাজধানীতে আজ কোথায় কী

লিবিয়া থেকে দেশে ফিরছেন ১৭৬ বাংলাদেশি

যুক্তরাষ্ট্রে গুলিতে ৩ পুলিশ সদস্য নিহত

প্লাস্টিক পণ্যে ঝুঁকছে মানুষ, ঐতিহ্য হারাচ্ছে বাঁশ-বেতশিল্প

অবশেষে চালু হচ্ছে আল-নাসিরিয়াহ আন্তর্জাতিক বিমানবন্দর

১০

অনেক কাজ করেছি, যা বাংলাদেশের ইতিহাসে কোনো দিন হয়নি : আসিফ নজরুল

১১

১৮ সেপ্টেম্বর : কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

১২

বৃহস্পতিবার রাজধানীর যেসব এলাকার মার্কেট বন্ধ

১৩

১৮ সেপ্টেম্বর : আজকের নামাজের সময়সূচি

১৪

পাকিস্তান ও সৌদি আরবের মধ্যে প্রতিরক্ষা চুক্তি সই

১৫

ভোট সুষ্ঠু ও গ্রহণযোগ্য করতে রাকসু নির্বাচনে ৬ দাবি ছাত্রদলের

১৬

পুকুরে ডুবে দুই ভাইয়ের মৃত্যু

১৭

সাজেক থেকে ক্যাম্পাসে ফেরা হলো না খুবি ছাত্রীর

১৮

ভূমধ্যসাগরে নিখোঁজ ৩৮ বাংলাদেশির সন্ধান মিলেছে

১৯

বিজিবির অভিযানে ৩০ হাজার মার্কিন ডলার উদ্ধার

২০
X