লালমনিরহাট প্রতিনিধি
প্রকাশ : ০২ ডিসেম্বর ২০২৪, ০৬:১২ পিএম
অনলাইন সংস্করণ

বিনা টিকিটের যাত্রীদের কাছে টাকা নেওয়ার ভিডিও ভাইরাল, অতঃপর...

প্রতীকী ছবি।
প্রতীকী ছবি।

বিনা টিকেটে ট্রেনে ভ্রমণ করা যাত্রীদের টিকিট না দিয়ে টাকা নেওয়ার অভিযোগে লালমনিরহাট রেলওয়ে কর্মরত দুই অ্যাটেনডেন্টকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। সম্প্রতি ঘুষ নেওয়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভাইরাল হয়। পরে অভিযুক্তদের বিষয়ে দুই সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করে রেল বিভাগ।

ভিডিওতে দেখা যায়, গত ১৯ নভেম্বর ঢাকা থেকে ছেড়ে আসা ‘রংপুর এক্সপ্রেস’ নামে একটি আন্তঃনগর ট্রেনে ইউনিফর্ম পরিহিত দুই পরিচর্যক (অ্যাটেনডেন্ট) বিনা টিকিটের যাত্রীদের কাছ থেকে দরদাম করে টাকা নিচ্ছেন। এ ঘটনার ভিডিও একজন যাত্রী তার মোবাইল ফোনে ধারণ করেন। পরে নিশ্চিত হওয়া যায়, ওই দুই পরিচর্যকের একজনের নাম সোহেল রানা ও অপরজন আব্দুর রব রাহাত।

জানা গেছে, দীর্ঘদিন থেকে একটি চক্র বিনা টিকেটে টেনে ভ্রমণ করা যাত্রীদের কাছ থেকে ঘুষ নিয়ে আসছে। সম্প্রতি ফেসবুকে ছড়িয়ে পড়া ওই ভিডিও লালমনিরহাট রেলওয়ে বিভাগীয় কর্তৃপক্ষের নজরে আসে। পরে মো. সোহেল রানা ও আব্দুর রব রাহাত নামে দুই রেলওয়ে কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করে নোটিশ জারি করে রেল কর্তৃপক্ষ। এ বিষয়ে প্রধান যন্ত্র প্রকৌশলীর (পশ্চিম) নির্দেশে লালমনিরহাট বিভাগীয় রেলওয়ে ঊর্ধ্বতন উপসহকারী প্রকৌশলী (লোকো), কাজী সুমনকে আহ্বায়ক করে ঊর্ধ্বতন উপসহকারী প্রকৌশলী (সান্তাহার) সোহেল রানার সমন্বয়ে ৩ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়ে দুই সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়।

এদিকে লালমনিরহাট রেলওয়ে বিভাগীয় যন্ত্র প্রকৌশলী তাসরুজ্জামান বাবু স্বাক্ষরিত ওই নোটিশে বলা হয়, ‘আপনার ডিউটি চলাকালীন সময়ে যাত্রীদের কাছ থেকে অবৈধভাবে অর্থ গ্রহণ করার বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নজরে আসে। একজন দায়িত্বশীল অ্যাটেনডেন্ট হিসেবে এ ধরনের কর্মকাণ্ড মোটেও কাম্য নয়। ফলে রেলওয়ের ভাবমূর্তি ক্ষুন্ন হয়েছে এবং সেইসঙ্গে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিব্রতকর অবস্থায় পড়তে হয়েছে। আপনার এ ধরনের কর্মকাণ্ডে সরকারি দায়িত্ব ও কর্তব্য পালনে অবহেলা, গাফিলতি ও উদাসিনতার শামিল। তাই দক্ষতা ও শৃঙ্খলা বিধি/১৯৬১ এর ৩ এর ‘খ’ ধারায় বিভাগীয় শাস্তিমূলক ব্যবস্থা হবে না, তা নোটিশ ফর্ম প্রাপ্তির ৭ কার্যদিবসের মধ্যে দপ্তরে প্রদানের জন্য নির্দেশ প্রদান করা হলো।’

এ বিষয়ে লালমনিরহাট রেলওয়ে বিভাগীয় যন্ত্র প্রকৌশলী তাসরুজ্জামান বাবু জানান, ‘বিনা টিকেটে রেল ভ্রমণ করা যাত্রীদের কাছ থেকে টাকা নেওয়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে (ফেসবুক) ছড়িয়ে পড়লে তা বিভাগীয় রেলওয়ে কর্তৃপক্ষের নজরে আসে। পরে অভিযুক্ত অ্যাটেনডেন্ট মো. সোহেল রানা ও আব্দুর রব রাহাতকে সাময়িক বরখাস্ত করে ৭ কার্যদিবসের মধ্যে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। এছাড়াও এ ব্যাপারে ৩ কার্যদিবস সময় বেঁধে দিয়ে দুই সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।’

এদিকে রোববার (১ ডিসেম্বর) বিকেলে এ ঘটনায় বক্তব্য নিতে স্থানীয় সাংবাদিকরা রেলওয়ের বিভাগীয় যান্ত্রিক প্রকৌশলী (ক্যারেজ অ্যান্ড ওয়াগন) তাসরুজ্জামান বাবুর কক্ষে গেলে তিনি সাংবাদিকদের উপর ক্ষেপে গিয়ে ‘গেটআউট’ বলে লাঞ্ছিত করার অভিযোগ উঠেছে। লাঞ্ছিতের শিকার ওই তিন সাংবাদিক হলেন ঢাকা পোস্ট ও খোলা কাগজের প্রতিনিধি নিয়াজ আহমেদ সিপন, ঢাকা ট্রিবিউনের মহসীন ইসলাম শাওন ও দূরবীন নিউজের জুয়াবের আহমেদ খান।

লালমনিরহাট বিভাগীয় রেলওয়ে ম্যানেজার (ডিআরএম) মো. আব্দু সালাম বলেন, ‘বিনা টিকিটের যাত্রীদের কাছ থেকে টাকা নেওয়ায় অভিযুক্ত অ্যাটেনডেন্টদেরকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। আর এ ঘটনায় সাংবাদিকদের সঙ্গে রেলওয়ের বিভাগীয় যান্ত্রিক প্রকৌশলীর অসদাচরণের বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। যাত্রীসেবার সঙ্গে সংশ্লিষ্ট কোনো ধরনের অনিয়ম মেনে নেওয়া হবে না।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হাসিনার আমলে শিক্ষক নিয়োগে অনিয়মের তথ্য সংগ্রহ করবে ঢাবি সাদা দল

ভারত থেকে এল ৫ হাজার ৭৫০ মেট্রিক টন চাল

বৈষম্যবিরোধী আন্দোলনের কেন্দ্রীয় কার্যালয়ে দুপক্ষের সংঘর্ষ

সাংবাদিকদের আর্থিক নিরাপত্তা নিশ্চিত জরুরি : কামাল আহমেদ

‘আট লাখ টন চাল আমদানি করবে সরকার’

এনসিটিবি চেয়ারম্যানের দুর্নীতি অনুসন্ধান চেয়ে রিট

বাড়ি ফিরলেন সাইফ

বেক্সিমকোর বন্ধ কারখানা চালুর দাবিতে শ্রমিকদের গণসমাবেশ

৪৭তম বিসিএসের আবেদনের সময়সীমা বাড়ল

পিলখানা হত্যাকাণ্ড / ১৭৮ বিডিআর জোয়ানের কারামুক্তিতে বাধা নেই

১০

নিজের সেরাটা দিয়ে জাতীয় দলে ফিরতে চান সোহান

১১

যুক্তরাষ্ট্রের কারাগার থেকে ড. আফিয়া সিদ্দিকী মুক্তি পাননি

১২

পুলিশের সব ইউনিটে একই পোশাক থাকবে : ডিএমপি কমিশনার

১৩

শিশুকে পুকুরে ফেলে দেওয়া কুমিল্লার সেই শিক্ষক কারাগারে

১৪

প্রসারিত হচ্ছে বাংলাদেশ-পাকিস্তানের সম্পর্ক, বাণিজ্য বাড়ার আশা চারগুণ

১৫

আন্তঃবিভাগ বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ান আইন বিভাগ

১৬

সপ্তাহব্যাপী মধুমেলা / সাগরদাঁড়িকে সাজানো হচ্ছে বর্ণিল সাজে

১৭

‘তামাক সেবন বন্ধে করারোপ একমাত্র পদ্ধতি নয়’

১৮

ভুয়া ইস্ট এশিয়ান বিশ্ববিদ্যালয়ে ভর্তিতে ইউজিসির সতর্কতা

১৯

তথ্য উপদেষ্টার সঙ্গে অনলাইন এডিটরস অ্যালায়েন্সের মতবিনিময় অনুষ্ঠিত

২০
X