সিলেট ব্যুরো
প্রকাশ : ০৬ ডিসেম্বর ২০২৪, ১০:২৬ পিএম
আপডেট : ০৭ ডিসেম্বর ২০২৪, ০১:৩৮ এএম
অনলাইন সংস্করণ

পঞ্চমের প্রশ্নে তৃতীয় শ্রেণির পরীক্ষা, পাত্তা দেননি কর্মকর্তা

সিলমানপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রশ্ন। ছবি : কালবেলা
সিলমানপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রশ্ন। ছবি : কালবেলা

সিলেটের একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রঞ্চম শ্রেণির প্রশ্ন দিয়ে তৃতীয় শ্রেণির পরীক্ষা নেওয়া হয়েছে। এ নিয়ে অভিভাবক ও শিক্ষকদের মধ্যে তোলপাড় চলছে।

বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) জেলার ওসমানীনগর উপজেলার তাজপুর ইউনিয়নের সিলমানপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়।

শুক্রবার (৬ ডিসেম্বর) বিষয়টি জানাজানি হলে উপজেলায় তুমুল আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়। তবে এমন ভুল হতেই পারে বলে জানিয়েছেন ওসমানীনগর উপজেলা ভারপ্রাপ্ত শিক্ষা কর্মকর্তা সানাউল হক সানি।

জানা গেছে, তৃতীয় শ্রেণির শিক্ষার্থীদের বাংলাদেশ ও বিশ্ব পরিচয় পরীক্ষায় পঞ্চম শ্রেণির প্রশ্নপত্রে গ্রহণ করা হয়েছে। এতে তৃতীয় শ্রেণির শিক্ষার্থীরা ঠিকমতো পরীক্ষা দিতে পারেনি। পরীক্ষা শেষে অভিভাবকরা প্রশ্নপত্র দেখে শিক্ষকদের বিষয়টি জানালে এই বিষয়ে আর কারও সঙ্গে আলাপ না করার পরামর্শ দেন সংশ্লিষ্ট প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক উম্মে সালমা।

এ ছাড়া এসব বিষয়ে সংবাদ প্রকাশ না করার জন্য একাধিক ব্যক্তিদের দিয়ে সাংবাদিকদের কাছে তদবির করান উম্মে সালমা। তবে ভুল প্রশ্নপত্রে পরীক্ষা গ্রহণে অভিভাবকরা ক্ষোভ প্রকাশ করায় শনিবার বেলা ১১টায় বিদ্যালয়ে একটি সভার আয়োজন করেন প্রধান শিক্ষক।

জানা গেছে, গত ৩ ডিসেম্বর থেকে একযোগে উপজেলার সব প্রাথমিক বিদ্যালয়ে তৃতীয় প্রান্তিক মূল্যায়ন পরীক্ষা শুরু হয়ে আগামী ১১ ডিসেম্বর শেষ হবে। বৃহস্পতিবার সকাল ১০টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত তৃতীয় শ্রেণির বাংলাদেশ ও বিশ্ব পরিচয় পরীক্ষা অনুষ্ঠিত হয়। দুপুর ১টা ৩০ মিনিট থেকে বিকাল ৪টা পর্যন্ত অন্যান্য শ্রেণির পাশাপাশি পঞ্চম শ্রেণির বাংলাদেশ ও বিশ্ব পরিচয় পরীক্ষা অনুষ্ঠিত হয়।

সিলমানপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃহস্পতিবার সকাল ১০টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত বাংলাদেশ ও বিশ্ব পরিচয় পরীক্ষায় পঞ্চম শ্রেণির প্রশ্নপত্র দিয়ে নেওয়া হয় তৃতীয় শ্রেণির পরীক্ষা। এতে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীরা পরীক্ষার আগেই পেয়ে যায় প্রশ্নপত্র।

একাধিক অভিভাবক জানান, এই বিদ্যালয়ে অবহেলার মাধ্যমে কোমলমতি শিক্ষার্থীদের পরীক্ষা গ্রহণ করা হচ্ছে। এত বড় একটি ভুল শিক্ষকদের কাছ থেকে আশা করা যায় না। তৃতীয় শ্রেণির শিক্ষার্থীরা পঞ্চম শ্রেণির প্রশ্নপত্রে পরীক্ষা দেওয়া সম্ভব নয়। পরীক্ষার পরে আমরা বিষয়টি প্রধান শিক্ষক উম্মে সালমাকে জানালে তিনি কারও সঙ্গে এ বিষয়ে কথা না বলার জন্য বলেন।

বিষয়টি স্বীকার করে সিলমানপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক উম্মে সালমা বলেন, এটা ভুল হয়েছে। এই বিষয়ে স্থানীয়দের নিয়ে আলোচনা চলছে।

জানতে চাইলে ওসমানীনগর উপজেলা ভারপ্রাপ্ত শিক্ষা কর্মকর্তা সানাউল হক কালবেলাকে বলেন, এটা কীভাবে সম্ভব? পরক্ষণেই তিনি বলেন, এমন ভুল হতেই পারে। তবে এই বিষয়ে তিনি কিছুই জানেন বলেন।

এ বিষয়ে সিলেট জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা শাখাওয়াত এরশেদ কালবেলাকে বলেন, আমি এই বিষয়ে খবর পেয়েছি। স্কুলের প্রধান শিক্ষক ও যারা পরীক্ষার ডিউটি করেছে, তাদের শোকজ করেছি। তাদের তলব করে ব্যবস্থা নেওয়া হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমাদের সিনেমা আন্তর্জাতিক অঙ্গনে অবস্থান তৈরি করছে: মেহজাবীন

দেশে অর্থনীতির করুণ অবস্থা চলছে : রিজভী 

নামাজ শেষে বাড়ি ফেরার সময় ছুরিকাঘাতে বৃদ্ধ খুন

আসামিদের টাকা ‘লুটের’ অভিযোগ পুলিশ সদস্যদের বিরুদ্ধে

যুক্তরাষ্ট্র-চীন উত্তেজনার মধ্যেই মালয়েশিয়ায় রুবিও-ওয়াং ই বৈঠক

সেপ্টেম্বর-অক্টোবরে দেশে দুর্ভিক্ষ হয় কি না, এটা এখন মানুষের মনে মনে : রিজভী

তারেক রহমান এ দেশের প্রধানমন্ত্রী হবেন : ড. ফরহাদ

নেইমার ম্যাজিক! নতুন হেয়ারস্টাইলে ফিরেই গোল আর অ্যাসিস্ট

সমুদ্রের মাঝে প্রশান্তি খুঁজে পাই: ববি

এক সপ্তাহের ব্যবধানে ৪০ টাকার কাঁচামরিচ ২৪০

১০

ফরিদা পারভীনের খোঁজ নিলেন খালেদা জিয়া

১১

দুর্নীতির অভিযোগে বিচার হবে সাবেক এই প্রেসিডেন্টের

১২

মুল্ডারের সেই ইনিংস নিয়ে লারার চমকপ্রদ প্রতিক্রিয়া

১৩

দুবাইকে ম্যাচ জিতিয়ে যা বললেন সাকিব

১৪

কাঁচামরিচের কেজি ৩০০ টাকা ছুঁইছুঁই

১৫

ভারতে বাবার গুলিতে টেনিস তারকা নিহত

১৬

এখনই বিশাল চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে জলবায়ু পরিবর্তন

১৭

ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে ২ কোটি ডলারের ক্ষতিপূরণ দাবি

১৮

সন্ধ্যার মধ্যে ৬ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস

১৯

শিল্পার সৌন্দর্যের গোপন রহস্য ফাঁস করলেন সঞ্জয়

২০
X