জৈন্তাপুর (সিলেট) প্রতিনিধি
প্রকাশ : ০১ জানুয়ারি ২০২৫, ১২:১৭ পিএম
অনলাইন সংস্করণ

জৈন্তাপুরে সাংবাদিককে হুমকির প্রতিবাদে কলম বিরতি

মুখে কালো কাপড় বেঁধে প্রতিবাদ সভায় সাংবাদিকরা। ছবি : কালবেলা
মুখে কালো কাপড় বেঁধে প্রতিবাদ সভায় সাংবাদিকরা। ছবি : কালবেলা

সিলেটের জৈন্তাপুর উপজেলার দৈনিক কালবেলার প্রতিনিধি নাজমুল ইসলামকে হুমকির প্রতিবাদে স্থানীয় সাংবাদিকরা কলম বিরতি ও প্রতিবাদ সভা করেছেন।

মঙ্গলবার (৩১ ডিসেম্বর) দুপুর ২টায় উপজেলার সাংবাদিকদের আয়োজনে বাসস্ট্যান্ড সংলগ্ন মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভে কলম বিরতি ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।

উপজেলায় কর্মরতদের পাশাপাশি গোয়াইনঘাট উপজেলা প্রেস ক্লাব ও স্থানীয় সাংবাদিকরা প্রতিবাদ সভায় অংশ নেন। প্রতিবাদ সভা শুরুর পূর্বে উপস্থিত সব সাংবাদিকরা মুখে কালো কাপড় বেঁধে কলম মাটিতে রেখে বিরতি কার্যক্রম শুরু করেন।

বক্তারা বলেন, সাংবাদিক নাজমুল ইসলামের হাত কেটে ফেলার হুমকিতে তীব্র নিন্দা জানাই। এ ঘটনায় সাধারণ ডায়েরি হলেও এখন পর্যন্ত প্রশাসনের কোনো কার্যকর ব্যবস্থা না নেওয়ায় ক্ষোভ প্রকাশ করছি। একই সঙ্গে শ্রমিকদের কষ্টার্জিত বালু উত্তোলনে চাঁদাবাজির সঙ্গে জড়িত ও সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের আহ্বান জানাই।

সাংবাদিকদের কলম বিরতি চলাকালে তাদের সঙ্গে সহমর্মিতা ও সংহতি প্রকাশ করে সভায় অংশগ্রহণ করেন জৈন্তাপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল হাফিজ, উপজেলা বিএনপির সহসভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান হাজি আলমগীর হোসেন, উপজেলা বিএনপির সাবেক সহ-সম্পাদক মাসুক আহমেদ, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক নুরুল হক।

বিএনপি নেতা আব্দুল হাফিজ সাংবাদিককে হুমকির ঘটনায় নিন্দা জানিয়ে তাদের পাশে থাকার আশাবাদ ব্যক্ত করেন। তিনি বলেন, সাংবাদিকরা সমাজের দর্পণ। সমাজের অনিয়ম, দুর্নীতি, অব্যবস্থাপনাকে তুলে ধরতে সাংবাদিকরা উপজেলায় কাজ করে যাচ্ছে। সাংবাদিকদের মুখ বন্ধ করার ক্ষমতা কারো নেই। যে বা যারা এ ক্ষমতার অপব্যবহার করতে চাইবে তাদের জৈন্তাপুর উপজেলা বিএনপিসহ সর্বস্তরের জনগণ প্রতিহত করতে প্রস্তুত রয়েছে।

সভায় উপজেলার প্রবীণ সাংবাদিক ও জৈন্তাপুর প্রেস ক্লাবের সাবেক সভাপতি ফয়েজ আহমেদের সভাপতিত্বে ও জৈন্তাপুর অনলাইন প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক রেজওয়ান করিম সাব্বিরের সঞ্চালনায় বক্তব্য দেন সিনিয়র সাংবাদিক দৈনিক জালালাবাদ পত্রিকার জৈন্তাপুর প্রতিনিধি গোলাম সারওয়ার বিলাল।

কলম বিরতি ও প্রতিবাদ সভায় বক্তব্য দেন- জৈন্তাপুর অনলাইন প্রেস ক্লাবের সভাপতি এমএম রুহেল, সিনিয়র সাংবাদিক ও জৈন্তাপুর প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক আবুল হোসেন মোহাম্মদ হানিফ, বাংলা টিভির প্রতিনিধি দুলাল আহমেদ রাজু, গোয়াইনঘাট প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক করিম মাহমুদ লিমন, জৈন্তাপুর প্রেস ক্লাবের অর্থ সম্পাদক মীর শোয়েব আহমেদ, দৈনিক আজকের সিলেটের প্রতিনিধি ইমাম উদ্দিন।

আরও উপস্থিত ছিলেন- জৈন্তাপুর অনলাইন প্রেস ক্লাবের সহসভাপতি শোয়াইবুর রহমান, চ্যানেল এসের গোয়াইনঘাট ও জৈন্তাপুর প্রতিনিধি সালমান শাহ, ভোরের কাগজের প্রতিনিধি সাইফুল ইসলাম বাবু, আলোকিত সিলেটের স্টাফ রিপোর্টার সাজ উদ্দিন সাজু, এশিয়ান টিভির প্রতিনিধি ইউসুফুর রহমান, সিলেটের বাণীর প্রতিনিধি মোহাম্মদ আবদুল্লাহ, কাজির বাজার প্রতিনিধি মুরাদ হাসান। গোয়াইনঘাট প্রেস ক্লাবের সহ-সম্পাদক মিনহাজ মির্জা, সদস্য সাইদুল ইসলাম, সংবাদকর্মী রাসেল আহমেদ, আনন্দ টিভির প্রতিনিধি মোহাম্মদ ইব্রাহিম, জুমবাংলার প্রতিবেদক শোয়েব রানা, জৈন্তার চিত্রের প্রতিবেদক হাসান মোহাম্মদ বদরুলসহ স্থানীয় সাংবাদিকরা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নরসিংদীতে স্পিনিং মিলের তুলার গোডাউনে ভয়াবহ আগুন

মা-বাবা ও স্ত্রীর নামে কসম করলে কী হয়? জানালেন বিশেষজ্ঞ আলেম

৭ ডিসেম্বর : আজকের নামাজের সময়সূচি

ঢাকা-৮ আসনে সাদিক কায়েমের প্রার্থিতার খবরে যা বলছেন হাদি

নির্বাচন কোনোভাবেই ঝুঁকিতে ফেলা যাবে না : সাইফুল হক

মৃত আত্মীয়কে দেখে ফেরার পথে সড়কে লাশ হলেন শাশুড়ি-পুত্রবধূ

খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ড. ওবায়দুল ইসলামের উদ্যোগে দোয়া মাহফিল

খালেদা জিয়ার আরোগ্য লাভের অপেক্ষায় কোটি জনতা : অপর্ণা রায়

ঢাকায় রুশ গণ-কূটনীতির শতবর্ষ উদযাপন

ইনসাফভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠায় ইসলামী শক্তি ঐক্যবদ্ধ : মুফতি মোস্তফা কামাল

১০

দক্ষিণ আফ্রিকায় বন্দুকধারীদের নির্বিচার গুলি, শিশুসহ অন্তত ১২ জন নিহত

১১

সুখে-দুঃখে পাশে থাকার প্রতিশ্রুতি শুভ্রার

১২

ঘুষ নেওয়ার সংবাদ প্রকাশ / সাংবাদিককে গালি দিয়ে ভূমি কর্মকর্তার ফেসবুক পোস্ট

১৩

কুয়াশা নিয়ে যে তথ্য জানাল আবহাওয়া অফিস

১৪

নির্ধারিত সময়ের আগে অফিসে প্রবেশ, নারী কর্মীকে চাকরিচ্যুত করল কোম্পানি

১৫

শহীদ শিহাবের কবর জিয়ারতে জেলা এনসিপির নতুন কমিটির নেতারা

১৬

২-৪টা আসনের জন্য কারও সঙ্গে জোট করব না : নুর

১৭

‘আমাকে সাসপেন্ড করেন’ বলতে থাকা চিকিৎসককে অব্যাহতি

১৮

বাংলাদেশে খালেদা জিয়ার বিকল্প কেউ নেই : কায়কোবাদ

১৯

গণতন্ত্র উত্তরণে খালেদা জিয়ার বেঁচে থাকা জরুরি : অমিত

২০
X