বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি
প্রকাশ : ১৯ জানুয়ারি ২০২৫, ০৩:২৪ পিএম
আপডেট : ১৯ জানুয়ারি ২০২৫, ০৩:২৭ পিএম
অনলাইন সংস্করণ

বরাদ্দের চাল ‘ইঁদুর-কাকপক্ষী খেয়েছে’ বললেন প্যানেল চেয়ারম্যান

প্যানেল চেয়ারম্যান মো. শাহজাহান গাজী । ছবি : সংগৃহীত
প্যানেল চেয়ারম্যান মো. শাহজাহান গাজী । ছবি : সংগৃহীত

পটুয়াখালীর বাউফল উপজেলার কেশবপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মো. শাহজাহান গাজীর বিরুদ্ধে ভালনারেবল উইমেন বেনেফিট (ভিডব্লিউবি) কর্মসূচির ১২ নারীর বরাদ্দের ৬৬০ কেজি চাল আত্মসাতের অভিযোগ উঠেছে। তবে বিষয়টি অস্বীকার করে শাহজাহান গাজী বলেছেন, বরাদ্দের চাল ‘ইঁদুর-কাকপক্ষী খেয়ে ফেলেছে’।

এদিকে লিখিত অভিযোগের পরও কোনো ব্যবস্থা না নেওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন ভুক্তভোগীরা।

জানা যায়, উত্তর কেশবপুর গ্রামের নাসির হাওলাদারের স্ত্রী শাহিনুর আক্তার ও একই গ্রামের মো. রাসেলের স্ত্রী মোসা. সীমা বেগম নামে দুই নারী চাল না পেয়ে উপজেলা নির্বাহী অফিসারের (ইউএনও) কাছে আলাদাভাবে গত ১২ জানুয়ারি লিখিত অভিযোগ দেন। অভিযোগ দেওয়ার পরও কোনো ব্যবস্থা না নেওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন তারা।

অভিযোগকারী শাহিনুর আক্তার জানান, ভিডব্লিউবি কর্মসূচির তালিকাভুক্ত (কার্ড নম্বর-২১) হয়ে প্রতি মাসে ৩০ কেজি করে চাল পেয়েছেন তিনি। কিন্তু গত বছরের (২০২৪ সালের) এপ্রিল ও ডিসেম্বর মাসের ৬০ কেজি চাল দেওয়া হয়নি তাকে। চালের জন্য তিনি প্যানেল চেয়ারম্যান শাহজাহান গাজীর কাছে অভিযোগ করতে গেলে তিনি ‘চাল ইঁদুর-কাকপক্ষী খেয়ে ফেলেছে’ জানান।

আরেক অভিযোগকারী সীমা বেগম জানান, কর্মসূচির আওতায় ২০২৪ সালের এপ্রিল, অক্টোবর, নভেম্বর ও ডিসেম্বর এ চার মাসের ১২০ কেজি চাল পাননি তিনিও। উপরন্তু প্যানেল চেয়ারম্যানের ঘনিষ্ঠজন হিসেবে পরিচিত ৩ নম্বর ওয়ার্ডের মেম্বার মো. শহিদুল ইসলাম চাল না দিয়ে জোরপূর্বক তার ভিডব্লিউবি কার্ডে টিপসই দিতে বাধ্য করে। একপর্যায়ে ভিডব্লিউবি কার্ড নিতে চাইলে জোর করে কার্ড নিয়ে চলে আসেন তিনি। পরে এ বিষয়ে অভিযোগ নিয়ে গেলে তাকেও একই ধরনের কথা বলেন ওই প্যানেল চেয়ারম্যান শাহজাহান গাজী।

সংশ্লিষ্ট কয়েকজন জানান, ২০২৩-২৪ অর্থবছরে ভিডব্লিউবি কর্মসূচির আওতায় কেশবপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের (উত্তর কেশবপুর) শায়লা আক্তার, হ্যাপী বেগম, মোসা. হোসনেয়ারা ও হাসি বেগমসহ ১২ নারীর ৬৬০ কেজি চাল আত্মসাতের অভিযোগ উঠেছে প্যানেল চেয়ারম্যান শাহজাহানের বিরুদ্ধে।

ওই ইউপির ২ নম্বর ওয়ার্ডের মেম্বার মো. সাইফুল ইসলাম বলেন, ‘ওয়ার্ডে ২২ কার্ডধারী নারী ভিডব্লিউবি কর্মসূচির চাল পান। প্যানেল চেয়ারম্যানের দায়িত্ব নেওয়ার পর গত চার মাসের বরাদ্দের চাল নয়-ছয় করেন শাহজাহান গাজী। তিনি জেলেদের চাল, বকনা বাছুর বিতরণ, কৃষকের সার-বীজ ও কীটনাশক, টিসিবির পণ্যসহ নানা বিষয়ে ব্যাপক অনিয়ম করেন।’

তিনি আরও বলেন, ‘প্রতিবাদ করলে গত ৮ জানুয়ারি আমার ওপর চড়াও হয় শাহজাহান গাজীর লোকজন। আমিও ইউএনও কার্যালয়ে অভিযোগ করেছি।’

এ বিষয়ে প্যানেল চেয়ারম্যান মো. শাহজাহান গাজী রোববার কালবেলাকে বলেন,

আমার ওপেন হার্ট সার্জারি করা। আমি ওই বরাদ্দের চালের অথরাইজড দিয়েছিলাম ২নং প্যানেল চেয়ারম্যান ৩ নম্বর ওয়ার্ডের মেম্বার শহীদ শিকদারকে। তিনি কৃষি অফিসের কর্মকর্তা মো. রেদোয়ান সাহেবের উপস্থিতিতে চাল বিতরণ করেন। আমাদের গোডাউন নেই। চালের বস্তা রাখার নিরাপদ জায়গাও নেই। পরিষদ কার্যালয়ের দোতলায় বস্তা রাখা হয়। সেখানকার দরজা-জানালা নেই বললেই চলে। ইঁদুর-কাকপক্ষী বস্তা কেটে ফেলায় অপচয় হয়। ওইদিন সবার সামনেই কিছু পরিমাণে চাল কম দেওয়ার কথা জেনেছি। এর ২০-২৫ দিন পরে দুই সুবিধাভোগী নারী দুই বস্তা চাল কম পাওয়ার অভিযোগ জানালে আমি ‘ইঁদুর-কাকপক্ষী খেয়ে ফেলেছে’ তাই কম দেওয়া হয়েছে বলে জানাই। আমার ইমেজ ক্ষুণ্ন করতে এসব অভিযোগ তোলা হয়েছে।

এ বিষয়ে ইউএনও মো. আমিনুল ইসলাম রোববার কালবেলাকে বলেন, ‘আমি কয়েক দিন আগে এখানে যোগদান করেছি। তদন্তে অভিযোগ প্রমাণিত হলে ব্যবস্থা নেওয়া হবে।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রোজার ঈদের পর দেশে ফিরতে পারেন খালেদা জিয়া

ইরানে বড়সর হামলা করবে ইসরায়েল, সমর্থন দেবেন ট্রাম্প!

বিদেশিদের সুখবর দিল সরকার

মামলা করলেন কন্টেন্ট ক্রিয়েটর কাফি

সাফায় মুগ্ধ দর্শক

৮৪৮ নেতা-কর্মী নিহতের ঘটনায় ট্রাইব্যুনালে অভিযোগ বিএনপির 

মির্জা ফখরুলের সঙ্গে বৈঠকে ভারপ্রাপ্ত ব্রিটিশ হাইকমিশনার

ঋতুরাজ বসন্তকে বরণ করতে প্রস্তুত শিমুল বাগান

পিকনিকে আসা শিক্ষার্থীদের সঙ্গে পার্ক কর্মচারীদের সংঘর্ষ, আহত ৩০

গোলাপগঞ্জে সাইনবোর্ডে ভেসে উঠল ‘চাচা হাসু আপা কোথায়?’

১০

এক যুগেরও বেশি সময় পর নির্বাচন কমিশনে জামায়াত 

১১

প্রধান উপদেষ্টার নেতৃত্বে ঐকমত্য কমিশন গঠন

১২

মাঘের শেষে ফের দুই বিভাগে বৃষ্টির সম্ভাবনা

১৩

পাকিস্তানে রিসেপ তাইয়েপ এরদোয়ান

১৪

দলীয় নেতা হত্যায় ওয়ার্ড যুবদল সভাপতি গ্রেপ্তার

১৫

বিক্ষোভ দমনে যেসব পরিকল্পনা করেছিলেন শেখ হাসিনা

১৬

শবেবরাতে করণীয় ও বর্জনসমূহ

১৭

টাঙ্গুয়ার হাওরে জীববৈচিত্র্য সংরক্ষণে বনায়ন কার্যক্রম চালু

১৮

আ.লীগপন্থি অধ্যাপককে প্রো-ভিসি নিয়োগের চেষ্টা, শিক্ষার্থীদের বিক্ষোভ

১৯

মাঘের শেষ দিনে পঞ্চগড়ে বেড়েছে শীতের তীব্রতা

২০
X