বৃহস্পতিবার, ০১ মে ২০২৫, ১৮ বৈশাখ ১৪৩২
বাগাতিপাড়া (নাটোর) প্রতিনিধি
প্রকাশ : ০৭ ফেব্রুয়ারি ২০২৫, ০৩:৩৮ পিএম
অনলাইন সংস্করণ

অস্বাস্থ্যকর টয়লেটে বাড়ছে শিক্ষার্থীদের স্বাস্থ্যঝুঁকি

নাটোরের শিক্ষাপ্রতিষ্ঠানে অস্বাস্থ্যকর টয়লেট। ছবি : কালবেলা
নাটোরের শিক্ষাপ্রতিষ্ঠানে অস্বাস্থ্যকর টয়লেট। ছবি : কালবেলা

শিক্ষাপ্রতিষ্ঠানে মানসম্মত এবং পরিচ্ছন্ন টয়লেট থাকার সরকারি নির্দেশনা থাকলেও নাটোরের বাগাতিপাড়ার অধিকাংশ মাধ্যমিক বিদ্যালয়ে তা মানা হচ্ছে না। নোংরা আর অস্বাস্থ্যকর টয়লেট ব্যবহারের কারণে একদিকে যেমন শিক্ষার্থীদের স্বাস্থ্যঝুঁকি বাড়ছে, সেসঙ্গে কমছে ঋতুকালীন সময়ে ছাত্রীদের বিদ্যালয়ে উপস্থিতি।

সরেজমিনে বেশ কয়েকটি বিদ্যালয় ঘুরে দেখা যায়, আধুনিক ভবন থাকলেও অধিকাংশ স্কুলের শৌচাগারের অবস্থা শোচনীয়। বিদ্যালয়ের শিক্ষার্থী বিবেচনায় টয়লেটের সংখ্যাও অপর্যাপ্ত। বিদ্যমান শৌচাগারগুলোর বেশির ভাগই নোংরা ও অপরিষ্কার। দীর্ঘদিনের অব্যবস্থাপনায় ময়লা-আবর্জনায় ভরে গেছে টয়লেটগুলো। নেই পর্যাপ্ত পানি ও পরিচ্ছন্নতার ব্যবস্থা। অনেক টয়লেটের পানির কল অকেজো, নষ্ট দরজা পেরিয়ে ছড়াচ্ছে দুর্গন্ধ। আলাদা স্বাস্থ্যকর টয়লেট এবং হাইজেনিক কর্নার না থাকায় সবচেয়ে বেশি সমস্যায় রয়েছে ছাত্রীরা।

উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, বাগাতিপাড়ায় মোট ৪৭টি মাধ্যমিক পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠান রয়েছে। এর মধ্যে ৪১টি উচ্চ বিদ্যালয়, ছয়টি বালিকা উচ্চ বিদ্যালয় ও পাঁচটি মাদ্রাসা রয়েছে। এসব প্রতিষ্ঠানে প্রায় ১৭ হাজার ২০০ শিক্ষার্থী পড়াশোনা করছে।

বাগাতিপাড়া বালিকা উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রী সাফোয়া খান মাইশা ও ফাহামিদা ইয়াসমিন অনিকা বলেন, আমাদের বিদ্যালয়ে কোনো হাইজেনিক কর্নার নেই। টয়লেটগুলোর অবস্থা এতটাই খারাপ যে সেখানে ঢোকা যায় না। দুর্গন্ধে অনেক সময় বমি আসে। পাশাপাশি ছাত্রীদের জন্য ন্যূনতম স্বাস্থ্যসেবার ব্যবস্থাও নেই। শুধু এই বিদ্যালয়ই নয়, পুরো উপজেলাজুড়েই একই চিত্র।

হিজলী সোনাপুর উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আব্দুল মান্নান জানান, বেশি শিক্ষার্থী হওয়ায় টয়লেট নিয়মিত পরিষ্কার রাখা সম্ভব হয় না। তবে, আমরা যথাসাধ্য চেষ্টা করি। বিদ্যালয়ে হাইজেনিক কর্নারের কোনো ব্যবস্থা নেই। বিদ্যালয়ের ছাত্রীদের পাশাপাশি শিক্ষিকাদের নিয়ে এ বিষয়ে আলোচনা হয়েছে।

বাগাতিপাড়া বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কায়সার ওয়াদুদ বাবর বলেন, আমরা যতটুকু পারি টয়লেট পরিষ্কার রাখার চেষ্টা করি। তবে সরকারি সহযোগিতা পেলে আরও ভালোভাবে এ সমস্যার সমাধান করা সম্ভব হবে।

২০১৮ সালে প্রকাশিত বাংলাদেশ ন্যাশনাল হাইজিন বেজলাইন সার্ভে অনুযায়ী, শিক্ষাপ্রতিষ্ঠানের ১টি টয়লেট ব্যবহার করছে গড়ে ১১৩ শিক্ষার্থী। এছাড়া, দেশের ৯৯ শতাংশ স্কুলে টয়লেটের ব্যবস্থা থাকলেও নানা কারণে ৩৪ শতাংশ টয়লেট বন্ধ থাকে। শিক্ষার্থীদের ব্যবহারের জন্য উন্মুক্ত থাকা ৬৪ শতাংশ টয়লেটের মধ্যে ৩৬ শতাংশই অপরিষ্কার। অথচ, শিক্ষাপ্রতিষ্ঠানে মেয়েদের জন্য আলাদা টয়লেট ও মানসম্মত স্যানিটেশন ব্যবস্থা নিশ্চিতের সরকারি বাধ্যবাধকতা রয়েছে।

বাগাতিপাড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আব্দুর রাজ্জাক বলেন, নোংরা ও অস্বাস্থ্যকর স্যানিটেশন ব্যবস্থার ফলে পেট ব্যথা, ডায়রিয়া, কলেরার মতো সংক্রামক ব্যাধি ছড়ানোর আশঙ্কা তৈরি হয়। মানসম্মত স্যানিটেশন নিশ্চিত করা না গেলে বিশেষ করে ছাত্রীরা ভয়াবহ স্বাস্থ্যঝুঁকিতে পড়তে পারে।

শিক্ষার্থীদের স্বাস্থ্য সচেতনতা নিশ্চিতে কাজ করা সংগঠন ‘নিজেরা করি’-এর প্রধান সমন্বয়ক জাহাঙ্গীর আলম বলেন, উপজেলার দু-একটি বিদ্যালয় ছাড়া প্রায় সব স্কুলের শৌচাগারের অবস্থা শোচনীয়। কোনো বিদ্যালয়ে হাইজেনিক কর্নার নেই। আমরা দুই বছর ধরে এ বিষয়ে শিক্ষার্থীদের মধ্যে সচেতনতা তৈরির জন্য কাজ করছি। বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের সঙ্গেও এ বিষয়ে আমরা পরামর্শ করছি।

এ বিষয়ে সহকারী জেলা শিক্ষা অফিসার সুভাস কুমার মণ্ডল বলেন, সংশ্লিষ্ট প্রতিষ্ঠান প্রধানকে শিক্ষার্থীদের জন্য স্বাস্থ্যসম্মত স্যানিটেশন ব্যবস্থা নিশ্চিত করতে হবে। এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশনা দেওয়া হবে। এছাড়াও, সরাসরি বিভিন্ন প্রতিষ্ঠান পরিদর্শন করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস প্রদান করেন এই কর্মকর্তা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রকৌশলীদের উন্নয়ন ও সংস্কার নিয়ে আইইবি’র মতবিনিময় সভা 

সৈয়দপুরে শাটল বাস সার্ভিস চালু করল বিমান

প্রকৌশলীদের অধিকার আদায়ে সারাদেশে শিক্ষার্থীদের বিক্ষোভ

সার্জেন্ট হেলালের সাহসিকতায় ২ ছিনতাইকারী আটক

শ্রমিকদের অধিকার আদায়ের ‘মহান মে দিবস’ আজ

নোবিপ্রবির পুকুরে ছাত্র-ছাত্রীদের গোসলের ছবি ভাইরাল, প্রশাসনের সতর্কতা

রাজধানী থেকে পুরনো যানবাহন সরাতে অ্যাকশনে নামছে বিআরটিএ

কালবেলায় সংবাদ প্রকাশের পর ইউএনওকে বদলি

ববি প্রশাসনকে ‘মৃত’ ঘোষণা করে গায়েবানা জানাজা

স্কুলের ১৮টি গাছ কাটলেন প্রধান শিক্ষক

১০

শাহ আমানত বিমানবন্দরের রানওয়েতে কুকুর, ব্যবস্থা নিতে মেয়রকে চিঠি

১১

আধিপত্য বিস্তারের দ্বন্দ্বে কুপিয়ে হত্যা

১২

বাবরি মসজিদ বানাবেন পাকিস্তানি সেনারা : পাকিস্তানের সিনেটর

১৩

কাশ্মীর হামলার পর চাপে ভারতের মুসলিমরা, বেড়েছে দমনপীড়ন

১৪

ছাত্রদের ক্ষমতায় এনে দেশের ক্ষতি করা হয়েছে : সোহেল

১৫

সন্ধ্যা নদীতে বাঁধ নির্মাণের দাবি

১৬

মে মাসে হতে পারে ২টি ঘূর্ণিঝড়

১৭

শ্রমিক সমাবেশে নির্দেশনামূলক বক্তব্য দেবেন তারেক রহমান

১৮

ভয়াবহ পরিস্থিতিতে ‘জরুরি অবস্থা’ ঘোষণা ইসরায়েলে

১৯

গ্রাহকদের জন্য বাড়তি সুবিধা আনল বাংলালিংক

২০
X