কুষ্টিয়া প্রতিনিধি
প্রকাশ : ১৯ ফেব্রুয়ারি ২০২৫, ০৩:০৮ পিএম
অনলাইন সংস্করণ

কুষ্টিয়ায় বালুঘাটে অস্ত্রধারী সন্ত্রাসীদের তাণ্ডব, গুলিবিদ্ধ ১

কুষ্টিয়ার গড়াই নদীতে বালুঘাটের নিয়ন্ত্রণ নিতে অস্ত্রধারী সন্ত্রাসীদের ঠিকাদারি অফিসে হামলা। ছবি : কালবেলা
কুষ্টিয়ার গড়াই নদীতে বালুঘাটের নিয়ন্ত্রণ নিতে অস্ত্রধারী সন্ত্রাসীদের ঠিকাদারি অফিসে হামলা। ছবি : কালবেলা

কুষ্টিয়ার গড়াই নদীতে বালুঘাটের নিয়ন্ত্রণ নিতে অস্ত্রধারী সন্ত্রাসীরা ঘাটের ঠিকাদারি অফিসে হামলা চালিয়েছে। মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) রাতে এ ঘটনা ঘটে। এতে অস্ত্রধারীদের গুলিতে ওই ঠিকাদারি প্রতিষ্ঠানের ম্যানেজার সামিউল ইসলাম সবুজ আহত হয়েছেন। এ ছাড়া প্রায় দুই লাখ টাকা লুট করার অভিযোগ উঠেছে।

পরে রক্তাক্ত অবস্থায় সবুজকে কুষ্টিয়ার ২৫০ শয্যার হাসপাতালে ভর্তি করা হয়। যদিও এখনো পুলিশ অস্ত্রধারী সন্ত্রাসীদের চিহ্নিত এবং তাদের আইনের আওতায় আনতে পারেনি। তবে এ ঘটনায় এলাকাজুড়ে চরম আতঙ্ক ছড়িয়েছে। এ সংক্রান্ত একটি ভিডিও ফুটেজ সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, গত বছরের ৩০ জুন কুষ্টিয়া পানি উন্নয়ন বোর্ড থেকে কয়া রায়ডাঙ্গা বালুঘাটে গড়াই নদী খনননের মাধ্যমে তোলা বালুর স্তূপ অপসারণের জন্য ইজারা নেয় জাহিদুল ইসলাম নামে এক ঠিকাদার। প্রায় সাড়ে ৫ কোটি টাকার বিনিময়ে ওই ঘাটের ইজারা পান তিনি। মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে ওই বালুঘাটে ১০ থেকে ১২ জনের একদল মুখোশপরা অস্ত্রধারী সন্ত্রাসী অতর্কিত হানা দিয়ে গুলিবর্ষণ শুরু করে। এ সময় বালুঘাটের দায়িত্বে থাকা ম্যানেজার সামিউল ইসলাম সবুজ নামে এক ব্যক্তির পায়ে পিস্তল ঠেকিয়ে একজন গুলি করে। এ সময় বালুঘাটে থাকা ছোট্ট একটি ঘরে ঢুকে বালু বিক্রির প্রায় দুই লাখ টাকা ছিনিয়ে নিয়ে দ্রুত এলাকা ত্যাগ করে সন্ত্রাসীরা।

পরে সন্ত্রাসীদের গুলিতে আহত সবুজকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। আহত সবুজ কুষ্টিয়া সদর উপজেলার ঢাকা-ঝালুপাড়া গ্রামের শহিদুল বিশ্বাসের ছেলে। ঘটনার পর কুমারখালী থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

ঘাটের ইজারা নেওয়া ঠিকাদারি প্রতিষ্ঠানের মালিক জাহিদুল ইসলাম জানান, বৈধভাবেই পানি উন্নয়ন বোর্ড থেকে সাড়ে ৫ কোটি টাকায় ইজারা নিয়েছি। গত বছরের ৩০ জুন কর্তৃপক্ষ আমাদের বালু তোলার অনুমোদন দিলেও চলতি বছরের জানুয়ারি থেকে বালু তোলার কাজ শুরু করি। এজন্য নির্দিষ্ট কোনো সময় বেঁধে দেওয়া হয়নি। মঙ্গলবার রাতে কারা এ হামলার ঘটনা ঘটিয়েছে তা জানি না। তবে ঘাটের নিয়ন্ত্রণ নিতে সন্ত্রাসীরা এ ঘটনা ঘটাতে থাকতে পারে বলেও মনে করেন তিনি।

হাসপাতালে চিকিৎসাধীন সামিউল ইসলাম সবুজ জানান, মঙ্গলবার রাত আনুমানিক সাড়ে ১১টার দিকে ১০-১২ জন মুখোশধারী সন্ত্রাসী অস্ত্র নিয়ে বালুর ঘাটে এসে অতর্কিত গুলিবর্ষণ শুরু করে। একপর্যায়ে আমার কাছে এসে পায়ে অস্ত্র ঠেকিয়ে গুলিবর্ষণ করে। পরে টাকা আদায়ের ঘরে ঢুকে বালু বিক্রির প্রায় দুই লাখ টাকা ছিনিয়ে নেয় তারা। তবে মুখোশধারী হওয়ায় কারা এ ঘটনা ঘটিয়েছে তা চিনতে পারিনি।

এদিকে মুখোশ পরা অস্ত্রধারী সন্ত্রাসীদের হামলার ঘটনার ভিডিও রাতেই সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়। কীভাবে ঘটনাস্থলে এসে তাণ্ডব চালিয়েছে তা দেখা গেছে ভিডিওতে।

কুমারখালী থানার ওসি সোলায়মান শেখ জানান, বালুঘাটে মুখোশধারীদের গুলিতে সবজু নামে একজন আহত হয়েছেন। তিনি কুষ্টিয়ার ২৫০ শয্যার হাসপাতালে ভর্তি রয়েছেন। তবে করা এবং কেন এ হামলার ঘটা ঘটিয়েছে তা নিশ্চিত হওয়া যায়নি। ঘটনাস্থল পরিদর্শন করেছি। জড়িতদের চিহ্নিতে কাজ করা হচ্ছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশের প্রথম আন্তঃচেইন হোটেল ‘ডি মোর’ লয়্যালটি ক্লাবের যাত্রা শুরু

২৮ জেলে-মাঝিসহ ট্রলার নিয়ে গেছে ভারতীয় কোস্টগার্ড

শ্বাসরুদ্ধকর ম্যাচে সুপার ওভারে ভারতকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ

হোয়াটসঅ্যাপে ফিরছে পুরোনো সেই ফিচার, যেসব সুবিধা পাবেন

খালেদা জিয়া ও তারেক রহমানের সুস্বাস্থ্য কামনায় রাজধানীতে শীতবস্ত্র বিতরণ

পোল্যান্ডে প্যাট্রিয়টসহ সেনা মোতায়েন নেদারল্যান্ডসের

দরজার ধাক্কায় আঙুল ভেঙে ফেললেন তারকা খেলোয়াড়

নরসিংদী কেন ভূমিকম্পের কেন্দ্র?

বাংলাদেশে হিন্দু-মুসলিম-খ্রিষ্টানে ভেদাভেদ নেই : ড. এমএ কাইয়ুম

যতদিন ইনসাফ কায়েম না হবে ততদিন সংগ্রাম চলবে : সাদিক কায়েম

১০

নির্বাচন উৎসবমুখর করতে সশস্ত্র বাহিনীর সহায়তা চাইলেন প্রধান উপদেষ্টা 

১১

গ্রামীণ ব্যাংকের আরও এক শাখায় অগ্নিকাণ্ডের চেষ্টা

১২

নিলামে অংশ নিলেও ক্রিকেটার কেনার ইচ্ছে নেই এই ফ্র্যাঞ্চাইজির

১৩

তিন মুক্তিযোদ্ধার গেজেট বাতিল

১৪

শীতে কিডনিতে পাথর জমার ঝুঁকি বাড়ে, এই ৪ নিয়ম মানলে বিপদ এড়ানো সম্ভব

১৫

ভূমিকম্পে হতাহতদের দেখতে হাসপাতালে বিএনপির স্বাস্থ্য সম্পাদক 

১৬

ভূমিকম্পে হতাহতের ঘটনায় জামায়াত আমিরের শোক

১৭

বালুর ট্রাকে লুকানো ছিল ৫ কোটি টাকার ভারতীয় পণ্য, অতঃপর...

১৮

সেনাকুঞ্জে প্রধান উপদেষ্টার সঙ্গে একান্ত আলাপ খালেদা জিয়ার 

১৯

অতীত ভাবার বিষয় নয়, উন্নয়নের রাজনীতি করতে চাই : বাবর

২০
X