কুষ্টিয়া প্রতিনিধি
প্রকাশ : ১৯ ফেব্রুয়ারি ২০২৫, ০৩:০৮ পিএম
অনলাইন সংস্করণ

কুষ্টিয়ায় বালুঘাটে অস্ত্রধারী সন্ত্রাসীদের তাণ্ডব, গুলিবিদ্ধ ১

কুষ্টিয়ার গড়াই নদীতে বালুঘাটের নিয়ন্ত্রণ নিতে অস্ত্রধারী সন্ত্রাসীদের ঠিকাদারি অফিসে হামলা। ছবি : কালবেলা
কুষ্টিয়ার গড়াই নদীতে বালুঘাটের নিয়ন্ত্রণ নিতে অস্ত্রধারী সন্ত্রাসীদের ঠিকাদারি অফিসে হামলা। ছবি : কালবেলা

কুষ্টিয়ার গড়াই নদীতে বালুঘাটের নিয়ন্ত্রণ নিতে অস্ত্রধারী সন্ত্রাসীরা ঘাটের ঠিকাদারি অফিসে হামলা চালিয়েছে। মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) রাতে এ ঘটনা ঘটে। এতে অস্ত্রধারীদের গুলিতে ওই ঠিকাদারি প্রতিষ্ঠানের ম্যানেজার সামিউল ইসলাম সবুজ আহত হয়েছেন। এ ছাড়া প্রায় দুই লাখ টাকা লুট করার অভিযোগ উঠেছে।

পরে রক্তাক্ত অবস্থায় সবুজকে কুষ্টিয়ার ২৫০ শয্যার হাসপাতালে ভর্তি করা হয়। যদিও এখনো পুলিশ অস্ত্রধারী সন্ত্রাসীদের চিহ্নিত এবং তাদের আইনের আওতায় আনতে পারেনি। তবে এ ঘটনায় এলাকাজুড়ে চরম আতঙ্ক ছড়িয়েছে। এ সংক্রান্ত একটি ভিডিও ফুটেজ সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, গত বছরের ৩০ জুন কুষ্টিয়া পানি উন্নয়ন বোর্ড থেকে কয়া রায়ডাঙ্গা বালুঘাটে গড়াই নদী খনননের মাধ্যমে তোলা বালুর স্তূপ অপসারণের জন্য ইজারা নেয় জাহিদুল ইসলাম নামে এক ঠিকাদার। প্রায় সাড়ে ৫ কোটি টাকার বিনিময়ে ওই ঘাটের ইজারা পান তিনি। মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে ওই বালুঘাটে ১০ থেকে ১২ জনের একদল মুখোশপরা অস্ত্রধারী সন্ত্রাসী অতর্কিত হানা দিয়ে গুলিবর্ষণ শুরু করে। এ সময় বালুঘাটের দায়িত্বে থাকা ম্যানেজার সামিউল ইসলাম সবুজ নামে এক ব্যক্তির পায়ে পিস্তল ঠেকিয়ে একজন গুলি করে। এ সময় বালুঘাটে থাকা ছোট্ট একটি ঘরে ঢুকে বালু বিক্রির প্রায় দুই লাখ টাকা ছিনিয়ে নিয়ে দ্রুত এলাকা ত্যাগ করে সন্ত্রাসীরা।

পরে সন্ত্রাসীদের গুলিতে আহত সবুজকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। আহত সবুজ কুষ্টিয়া সদর উপজেলার ঢাকা-ঝালুপাড়া গ্রামের শহিদুল বিশ্বাসের ছেলে। ঘটনার পর কুমারখালী থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

ঘাটের ইজারা নেওয়া ঠিকাদারি প্রতিষ্ঠানের মালিক জাহিদুল ইসলাম জানান, বৈধভাবেই পানি উন্নয়ন বোর্ড থেকে সাড়ে ৫ কোটি টাকায় ইজারা নিয়েছি। গত বছরের ৩০ জুন কর্তৃপক্ষ আমাদের বালু তোলার অনুমোদন দিলেও চলতি বছরের জানুয়ারি থেকে বালু তোলার কাজ শুরু করি। এজন্য নির্দিষ্ট কোনো সময় বেঁধে দেওয়া হয়নি। মঙ্গলবার রাতে কারা এ হামলার ঘটনা ঘটিয়েছে তা জানি না। তবে ঘাটের নিয়ন্ত্রণ নিতে সন্ত্রাসীরা এ ঘটনা ঘটাতে থাকতে পারে বলেও মনে করেন তিনি।

হাসপাতালে চিকিৎসাধীন সামিউল ইসলাম সবুজ জানান, মঙ্গলবার রাত আনুমানিক সাড়ে ১১টার দিকে ১০-১২ জন মুখোশধারী সন্ত্রাসী অস্ত্র নিয়ে বালুর ঘাটে এসে অতর্কিত গুলিবর্ষণ শুরু করে। একপর্যায়ে আমার কাছে এসে পায়ে অস্ত্র ঠেকিয়ে গুলিবর্ষণ করে। পরে টাকা আদায়ের ঘরে ঢুকে বালু বিক্রির প্রায় দুই লাখ টাকা ছিনিয়ে নেয় তারা। তবে মুখোশধারী হওয়ায় কারা এ ঘটনা ঘটিয়েছে তা চিনতে পারিনি।

এদিকে মুখোশ পরা অস্ত্রধারী সন্ত্রাসীদের হামলার ঘটনার ভিডিও রাতেই সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়। কীভাবে ঘটনাস্থলে এসে তাণ্ডব চালিয়েছে তা দেখা গেছে ভিডিওতে।

কুমারখালী থানার ওসি সোলায়মান শেখ জানান, বালুঘাটে মুখোশধারীদের গুলিতে সবজু নামে একজন আহত হয়েছেন। তিনি কুষ্টিয়ার ২৫০ শয্যার হাসপাতালে ভর্তি রয়েছেন। তবে করা এবং কেন এ হামলার ঘটা ঘটিয়েছে তা নিশ্চিত হওয়া যায়নি। ঘটনাস্থল পরিদর্শন করেছি। জড়িতদের চিহ্নিতে কাজ করা হচ্ছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রোজা শুরু হতে বাকি আর কত দিন?

ফোনের চার্জিং পোর্টে এই ৫টি জিনিস কখনোই লাগাবেন না

শহীদ মিনারে ভাষাসংগ্রামী আহমদ রফিকের প্রতি সর্বস্তরের মানুষের শ্রদ্ধা

জুবিনের স্ত্রীর কাছে ময়নাতদন্তের রিপোর্ট, যা জানা গেল

নিষেধাজ্ঞার আগে মাওয়ায় ইলিশ খাওয়ার হিড়িক

যুক্তরাষ্ট্রের শান্তিচুক্তিতে সমর্থন জানালেন ব্রিটিশ প্রধানমন্ত্রী

৪৮ ঘণ্টার মধ্যে ৩ বিভাগে ভারী বৃষ্টির পূর্বাভাস

মহাসড়কে ডাকাতির ভাইরাল ভিডিও নিয়ে যা জানা গেল

সিরিজের সাফল্যের পর যা বললেন আরিয়ান

‘সর্বকালের সেরা’ বাছাই করলেন আলভারেজ — কারা আছেন তালিকায়?

১০

ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ

১১

অক্টোবরে লঘুচাপ-নিম্নচাপ ও ঘূর্ণিঝড়ের আভাস, বৃষ্টি নিয়ে নতুন তথ্য

১২

খাগড়াছড়ির অবরোধ পুরোপুরি প্রত্যাহার

১৩

ব্যাটে-বলে ঝলমলে সাকিব, আটলান্টার দাপুটে জয়

১৪

ব্রিটিশ আমেরিকান রিসোর্স সেন্টারে চাকরির সুযোগ

১৫

বালু লুটে বিপর্যয়ের মুখে হাওরাঞ্চলের কৃষি ও পরিবেশ

১৬

চমক রেখে প্রীতি ম্যাচের জন্য আর্জেন্টিনার দল ঘোষণা

১৭

নিয়োগ দিচ্ছে আগোরা

১৮

বাগদান সারলেন বিজয়-রাশমিকা!

১৯

কেন মৌকে দেখে পালিয়ে যান পরীমণি?

২০
X