সাতক্ষীরা প্রতিনিধি
প্রকাশ : ২০ এপ্রিল ২০২৫, ০৮:৩৫ পিএম
অনলাইন সংস্করণ

বিজিবির প্রতিবাদের মুখে নৌকা ফেরত দিয়েছে বিএসএফ

সাতক্ষীরার শ্যামনগরে ছিনিয়ে নেওয়া বাংলাদেশি জেলেদের ৩টি নৌকা ফেরত দিয়েছে বিএসএফ। ছবি : সংগৃহীত
সাতক্ষীরার শ্যামনগরে ছিনিয়ে নেওয়া বাংলাদেশি জেলেদের ৩টি নৌকা ফেরত দিয়েছে বিএসএফ। ছবি : সংগৃহীত

সাতক্ষীরার শ্যামনগরে ছিনিয়ে নেওয়া বাংলাদেশি জেলেদের ৩টি নৌকা ফেরত দিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) কড়া প্রতিবাদের পর রোববার (২০ এপ্রিল) বেলা ১১টার দিকে সীমান্তের কালিন্দি নদীর জিরো পয়েন্টে নৌকাগুলো বাংলাদেশি জেলেদের কাছে হস্তন্তার করা হয়।

এর আগে গত শুক্রবার (১৮ এপ্রিল) ও শনিবার (১৯ এপ্রিল) বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি) কৈখালী ও ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) শমসেরনগরে ক্যাম্প কমান্ডার পর্যায়ে দুদফা পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়।

কালিন্দি নদীতে অনুষ্ঠিত পতাকা বৈঠকে বিজিবি কৈখালী ক্যাম্প কমান্ডার সুবেদার আবুবক্কার ও বিএসএফের শমসেরনগর ক্যাম্প কমান্ডার আবু বক্কার উপস্থিত ছিলেন।

সাতক্ষীরার শ্যামনগরের নীলডুমুরস্থ বিজিবি-১৭ ব্যাটালিয়নের কৈখালী ক্যাম্প কমান্ডার সুবেদার আবু বক্কার জানান, বাংলাদেশি জেলেদের কাছ থেকে ছিনিয়ে নেওয়া ৩টি নৌকাসহ সেখানে থাকা জাল-দোড়া, বাজার সময়সহ যাবতীয় টাকা-পয়সা ফেরত দিয়েছে বিএসএফ।

এ সময় উভয় দেশের সীমান্তরক্ষী বাহিনীর প্রতিনিধি দল আন্তঃসীমানা মধ্যে নিশ্ছিদ্র নিরাপত্তা নিশ্চিতসহ পরস্পরের প্রতি সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজার রাখার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন।

প্রসঙ্গত, মঙ্গলবার (১৫ এপ্রিল) সাতক্ষীরার শ্যামনগর উপজেলাধীন সীমান্তবর্তী কালিন্দি নদীর বয়ারসিং সংলগ্ন উলোখালীর চর এলাকায় বিএসএফ সদস্যরা স্পিডবোট নিয়ে বাংলাদেশের জলসীমায় ঢুকে জেলেদের উপর হামলা চালায়। মাছ ধরার সময় ওইদিন রাত সাড়ে ১০টার দিকে হামলার সময় জেলেরা ছত্রভঙ্গ হয়ে সুন্দরবনের মধ্যে চলে যায়। এ সময় বিএসএফ সদস্যরা মাছ ধরা সরঞ্জাম ও অন্যান্য মালামালসহ জেলেদের ৩টি নৌকা ছিনিয়ে নিয়ে যায়।

বিএসএফের হামলায় আহত জেলেরা হলেন সাতক্ষীরার শ্যামনগর উপজেলার রমজান, শাহাজান, শাহাদাৎ, শাহাজান, আতাউর, আব্দুল এবং মানিকপুর গ্রামের কেরামত ও কৈখালীর নুর মোহাম্মদ।

এদিকে বিএসএফের হামলায় নৌকা হারিয়ে টানা দুদিন বনের মধ্য দিয়ে পায়ে হেঁটে শ্যামনগর উপজেলার টেংরাখালী, মানিকপুর ও শৈলখালী গ্রামের আট জেলে লোকালয়ে ফিরে আসে। বিষয়টি জানার পর কৈখালী বিজিবি’র পক্ষ থেকে শমসেরনগর বিএসএফের কাছে পতাকা বৈঠকের আমন্ত্রণ জানিয়ে ঘটনাটি আপত্তি আকারে উপস্থাপন করা হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জুলাই শহীদ দিবসের অনুষ্ঠানে প্রধান অতিথি আবু সাঈদের বাবা

ভারতে গেল প্রধান উপদেষ্টার উপহারের আম

এবার আমাদের লক্ষ্য সংসদ ভবন : নাহিদ

মালয়েশিয়ায় প্রবাসী বাংলাদেশিদের জন্য সুখবর

বানরের উৎপাতে অতিষ্ঠ শিক্ষার্থীদের বিক্ষোভ

‘সংস্কার কমিশনকে বলেছি, ৫ আগস্টের আগে জুলাই সনদ করতে হবে’

কোনো দলের সম্পদ নয়, গোপালগঞ্জ বাংলাদেশের : সারজিস

ফিফার নিষেধাজ্ঞার তালিকায় আরও এক ক্লাব

বিসিএস স্বাস্থ্য ক্যাডার অ্যাসোসিয়েশনের নতুন কমিটি গঠন

ওসি পদায়নে ২২ দফা নীতিমালা

১০

সত্যজিৎ রায়ের পৈতৃক সম্পত্তি মেরামতে সহযোগিতা দেবে ভার‍ত

১১

যশোরে আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারকে সেনাবাহিনীর সহায়তা

১২

নতুন রাজনৈতিক দলের ঘোষণা ইমরান খানের সাবেক স্ত্রীর

১৩

তারেক রহমানের বিরুদ্ধে মিথ্যাচারের প্রতিবাদে উত্তরায় বিএনপির বিক্ষোভ মিছিল 

১৪

কিছু ষড়যন্ত্রকারী দেশের স্থিতিশীলতা ব্যাহত করতে চায় : এনডিপি

১৫

চীন সফর শেষে দেশে ফিরেছেন জামায়াতের আমির

১৬

বাঙলা কলেজ ছাত্রশিবিরের সভাপতি আবির ও সেক্রেটারি সাকিব

১৭

উপুড় হয়ে ঘুমানোর অভ্যাস, ডেকে আনছেন যেসব ক্ষতি

১৮

পাল্টা শুল্ক নিয়ে তৃতীয় ধাপের প্রস্তুতি নিচ্ছে সরকার

১৯

পুলিশ সদর দপ্তরের পর্যালোচনা / ছয় মাসে ২৭ হত্যার কোনোটিই সাম্প্রদায়িক সহিংসতায় নয়

২০
X