সাতক্ষীরার শ্যামনগরে ছিনিয়ে নেওয়া বাংলাদেশি জেলেদের ৩টি নৌকা ফেরত দিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) কড়া প্রতিবাদের পর রোববার (২০ এপ্রিল) বেলা ১১টার দিকে সীমান্তের কালিন্দি নদীর জিরো পয়েন্টে নৌকাগুলো বাংলাদেশি জেলেদের কাছে হস্তন্তার করা হয়।
এর আগে গত শুক্রবার (১৮ এপ্রিল) ও শনিবার (১৯ এপ্রিল) বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি) কৈখালী ও ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) শমসেরনগরে ক্যাম্প কমান্ডার পর্যায়ে দুদফা পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়।
কালিন্দি নদীতে অনুষ্ঠিত পতাকা বৈঠকে বিজিবি কৈখালী ক্যাম্প কমান্ডার সুবেদার আবুবক্কার ও বিএসএফের শমসেরনগর ক্যাম্প কমান্ডার আবু বক্কার উপস্থিত ছিলেন।
সাতক্ষীরার শ্যামনগরের নীলডুমুরস্থ বিজিবি-১৭ ব্যাটালিয়নের কৈখালী ক্যাম্প কমান্ডার সুবেদার আবু বক্কার জানান, বাংলাদেশি জেলেদের কাছ থেকে ছিনিয়ে নেওয়া ৩টি নৌকাসহ সেখানে থাকা জাল-দোড়া, বাজার সময়সহ যাবতীয় টাকা-পয়সা ফেরত দিয়েছে বিএসএফ।
এ সময় উভয় দেশের সীমান্তরক্ষী বাহিনীর প্রতিনিধি দল আন্তঃসীমানা মধ্যে নিশ্ছিদ্র নিরাপত্তা নিশ্চিতসহ পরস্পরের প্রতি সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজার রাখার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন।
প্রসঙ্গত, মঙ্গলবার (১৫ এপ্রিল) সাতক্ষীরার শ্যামনগর উপজেলাধীন সীমান্তবর্তী কালিন্দি নদীর বয়ারসিং সংলগ্ন উলোখালীর চর এলাকায় বিএসএফ সদস্যরা স্পিডবোট নিয়ে বাংলাদেশের জলসীমায় ঢুকে জেলেদের উপর হামলা চালায়। মাছ ধরার সময় ওইদিন রাত সাড়ে ১০টার দিকে হামলার সময় জেলেরা ছত্রভঙ্গ হয়ে সুন্দরবনের মধ্যে চলে যায়। এ সময় বিএসএফ সদস্যরা মাছ ধরা সরঞ্জাম ও অন্যান্য মালামালসহ জেলেদের ৩টি নৌকা ছিনিয়ে নিয়ে যায়।
বিএসএফের হামলায় আহত জেলেরা হলেন সাতক্ষীরার শ্যামনগর উপজেলার রমজান, শাহাজান, শাহাদাৎ, শাহাজান, আতাউর, আব্দুল এবং মানিকপুর গ্রামের কেরামত ও কৈখালীর নুর মোহাম্মদ।
এদিকে বিএসএফের হামলায় নৌকা হারিয়ে টানা দুদিন বনের মধ্য দিয়ে পায়ে হেঁটে শ্যামনগর উপজেলার টেংরাখালী, মানিকপুর ও শৈলখালী গ্রামের আট জেলে লোকালয়ে ফিরে আসে। বিষয়টি জানার পর কৈখালী বিজিবি’র পক্ষ থেকে শমসেরনগর বিএসএফের কাছে পতাকা বৈঠকের আমন্ত্রণ জানিয়ে ঘটনাটি আপত্তি আকারে উপস্থাপন করা হয়।
মন্তব্য করুন