কিশোরগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ২১ এপ্রিল ২০২৫, ১২:৪১ এএম
অনলাইন সংস্করণ

কিশোরগঞ্জে সাবেক ভাইস চেয়ারম্যান গ্রেপ্তার

বদরুল আলম নাঈম। ছবি : সংগৃহীত
বদরুল আলম নাঈম। ছবি : সংগৃহীত

বিগত সময়ের কোনো মামলা ছাড়াই আটক করা হয়েছে কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান বদরুল আলম নাঈমকে। শুধু তাই নয়, বৈষম্যবিরোধী আন্দোলনের প্রায় সাড়ে আট মাস পর সেখানে হামলার একটি মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।

কিশোরগঞ্জ সদর ও কটিয়াদী থানা পুলিশ জানিয়েছে, ৫ আগস্ট-পরবর্তী কোনো মামলায় তার নাম নেই। তবে নির্দিষ্ট কিছু অভিযোগের ভিত্তিতে তাকে আটক করা হয়। তবে কী অভিযোগ, তা বলেনি পুলিশ।

গত শনিবার (১৯ এপ্রিল) রাতে থানা এলাকায় তাকে আটক করে কটিয়াদী থানা পুলিশ। পরে তাকে কিশোরগঞ্জ সদর থানায় স্থানান্তর করা হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, বদরুল আলম নাঈম কটিয়াদী উপজেলা ছাত্র ইউনিয়নের সাবেক সভাপতি এবং উদীচী শিল্পী গোষ্ঠীর সাবেক সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছেন। বিভিন্ন সাহিত্য, সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের সঙ্গে সক্রিয়ভাবে জড়িত। বিপদে-আপদে তার সামর্থ্য অনুযায়ী এলাকার অসহায় মানুষের পাশে থাকেন। বিশেষ করে কটিয়াদী রক্তদান সমিতি নামে একটি সেবামূলক প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা তিনি। বেশ কয়েক বছর ধরে নিজ উপজেলা ছাড়াও জেলার অন্যান্য উপজেলায় মুমূর্ষু রোগীদের রক্তদানে তার অবদান স্মরণীয়। সে কারণে নিজ উপজেলায় সাধারণ মানুষের কাছে নাঈমের জনপ্রিয়তা তুঙ্গে। সেই জনপ্রিয়তার কারণে গত উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে বিপুল ভোটে তিনি জয়লাভ করেন।

কটিয়াদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তরিকুল ইসলাম কালবেলাকে জানান, শনিবার রাত সাড়ে ১০টার দিকে থানার কাছ থেকে নাঈমকে আটক করা হয়। তার বিরুদ্ধে কটিয়াদী থানায় কোনো মামলা নেই। তবে কিছু সুনির্দিষ্ট অভিযোগ আসায় নাঈমকে আটক করে কিশোরগঞ্জ সদর থানায় হস্তান্তর করা হয়।

এ বিষয়ে কিশোরগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন কালবেলাকে জানিয়েছেন, সদর থানায়ও নাঈমের নামে কোনো মামলা নেই। তবে কিছু সুনির্দিষ্ট অভিযোগ ছিল। সেগুলো যাচাই-বাছাই করে তাকে বৈষম্যবিরোধী আন্দোলনে হামলার ঘটনায় কিশোরগঞ্জ সদর মডেল থানায় দায়ের করা একটি মামলায় (মামলা নং ৪৫(৩)২০২৫) সন্দিগ্ধ আসামি হিসেবে গ্রেপ্তার দেখানো হয়েছে। রোববার দুপুরে তাকে আদালতে পাঠানো হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দলীয় কর্মসূচি থেকে ফেরার পথে কৃষকদলের আহ্বায়ক নিহত

মাদারীপুরে তিতুমীর কলেজ ছাত্রলীগের সহ-সভাপতি গ্রেপ্তার

যশোর-৪ আসনে বাপ-ছেলের মনোনয়নপত্র সংগ্রহ

গুরুত্বপূর্ণ অবদানের জন্য তিন প্রথিতযশা পেলেন গুণীজন সংবর্ধনা

বিমান বিধ্বস্ত হয়ে লিবিয়ার সেনাপ্রধানসহ শীর্ষ কর্মকর্তারা নিহত

লিবিয়ার সেনাপ্রধানকে বহনকারী বিমান যোগাযোগ বিচ্ছিন্ন

কাবুলের রাস্তায় একা হাঁটতে পারেন না রশিদ খান

ধর্মীয়-জাতিগত সংখ্যালঘুদের ‘মাইনরিটি ঐক্যজোট’র আত্মপ্রকাশ

রাবিতে নির্বাচনে জামাতপন্থিদের ভরাডুবি

ইবনে সিনায় সাশ্রয়ী খরচে স্বাস্থ্যসেবা পাবেন সিএমজেএফ পরিবার

১০

জাতীয় নির্বাচনের স্বতন্ত্র প্রার্থী গ্রেপ্তার

১১

জামায়াতে যোগদান করায় বিএনপি নেতা বহিষ্কার

১২

এবার দিল্লিতে বাংলাদেশের হাইকমিশনারকে তলব

১৩

নির্বাচন-গণভোটের ৮ গান, ঢাকা বিভাগেরটা রিলিজ

১৪

সব রেকর্ড ভেঙে স্বর্ণের নতুন দাম নির্ধারণ, বুধবার থেকে কার্যকর

১৫

ডাকসু জিএস ও এজিএসের বাগদান কাল

১৬

ডাকসু জিএস ফরহাদের বাগদান বুধবার, পাত্রী কে?

১৭

২৫ ডিসেম্বরের পর মিত্রদের নিয়ে যে সিদ্ধান্ত নিচ্ছে বিএনপি

১৮

গণহত্যা মামলার আসামি, তবু অধরা জাপার আনিস

১৯

খালেদা জিয়ার আসনে এবার বাবা-ছেলের মনোনয়ন সংগ্রহ

২০
X