কিশোরগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ২১ এপ্রিল ২০২৫, ১২:৪১ এএম
অনলাইন সংস্করণ

কিশোরগঞ্জে সাবেক ভাইস চেয়ারম্যান গ্রেপ্তার

বদরুল আলম নাঈম। ছবি : সংগৃহীত
বদরুল আলম নাঈম। ছবি : সংগৃহীত

বিগত সময়ের কোনো মামলা ছাড়াই আটক করা হয়েছে কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান বদরুল আলম নাঈমকে। শুধু তাই নয়, বৈষম্যবিরোধী আন্দোলনের প্রায় সাড়ে আট মাস পর সেখানে হামলার একটি মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।

কিশোরগঞ্জ সদর ও কটিয়াদী থানা পুলিশ জানিয়েছে, ৫ আগস্ট-পরবর্তী কোনো মামলায় তার নাম নেই। তবে নির্দিষ্ট কিছু অভিযোগের ভিত্তিতে তাকে আটক করা হয়। তবে কী অভিযোগ, তা বলেনি পুলিশ।

গত শনিবার (১৯ এপ্রিল) রাতে থানা এলাকায় তাকে আটক করে কটিয়াদী থানা পুলিশ। পরে তাকে কিশোরগঞ্জ সদর থানায় স্থানান্তর করা হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, বদরুল আলম নাঈম কটিয়াদী উপজেলা ছাত্র ইউনিয়নের সাবেক সভাপতি এবং উদীচী শিল্পী গোষ্ঠীর সাবেক সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছেন। বিভিন্ন সাহিত্য, সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের সঙ্গে সক্রিয়ভাবে জড়িত। বিপদে-আপদে তার সামর্থ্য অনুযায়ী এলাকার অসহায় মানুষের পাশে থাকেন। বিশেষ করে কটিয়াদী রক্তদান সমিতি নামে একটি সেবামূলক প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা তিনি। বেশ কয়েক বছর ধরে নিজ উপজেলা ছাড়াও জেলার অন্যান্য উপজেলায় মুমূর্ষু রোগীদের রক্তদানে তার অবদান স্মরণীয়। সে কারণে নিজ উপজেলায় সাধারণ মানুষের কাছে নাঈমের জনপ্রিয়তা তুঙ্গে। সেই জনপ্রিয়তার কারণে গত উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে বিপুল ভোটে তিনি জয়লাভ করেন।

কটিয়াদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তরিকুল ইসলাম কালবেলাকে জানান, শনিবার রাত সাড়ে ১০টার দিকে থানার কাছ থেকে নাঈমকে আটক করা হয়। তার বিরুদ্ধে কটিয়াদী থানায় কোনো মামলা নেই। তবে কিছু সুনির্দিষ্ট অভিযোগ আসায় নাঈমকে আটক করে কিশোরগঞ্জ সদর থানায় হস্তান্তর করা হয়।

এ বিষয়ে কিশোরগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন কালবেলাকে জানিয়েছেন, সদর থানায়ও নাঈমের নামে কোনো মামলা নেই। তবে কিছু সুনির্দিষ্ট অভিযোগ ছিল। সেগুলো যাচাই-বাছাই করে তাকে বৈষম্যবিরোধী আন্দোলনে হামলার ঘটনায় কিশোরগঞ্জ সদর মডেল থানায় দায়ের করা একটি মামলায় (মামলা নং ৪৫(৩)২০২৫) সন্দিগ্ধ আসামি হিসেবে গ্রেপ্তার দেখানো হয়েছে। রোববার দুপুরে তাকে আদালতে পাঠানো হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ডাকাতিকালে মাছ ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

ত্রুটিপূর্ণ ভবন নির্মাণে রাজউকের দায় আছে : চেয়ারম্যান

ফান্ড পেলে বন্ধ চিনিকল চালু করা হবে : শিল্প উপদেষ্টা 

৮ গোলের ম্যাচে ৭ গোল হজম আর্জেন্টিনার

মাসদাইর কবরস্থান মসজিদে খালেদা জিয়ার সুস্থতা কামনায় বিশেষ দোয়ার আয়োজনে মাসুদুজ্জামান

৬১ হাজার টন গম নিয়ে যুক্তরাষ্ট্রের জাহাজ ভিড়ল চট্টগ্রামে 

গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ, ১০ শিক্ষার্থীসহ দগ্ধ ১৯

মিরপুর চিড়িয়াখানার খাঁচা থেকে পালাল সিংহ

জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে ১২ দলীয় জোট

ফুটবল বিশ্বকাপের টিকিট পেল ৪২ দল, বাকি আরও ছয়

১০

বাথরুমে পড়ে ছিল নারী প্রভাষকের লাশ, মাথায় আঘাতের চিহ্ন

১১

নভেম্বরের সেরার লড়াইয়ে বাংলাদেশের তাইজুল

১২

উইগ্রোর আন্তর্জাতিক স্বীকৃতি অর্জন

১৩

অনলাইনে ইনভেস্টমেন্টের ফাঁদে ফেলে কোটি টাকা আত্মসাৎ

১৪

খালেদা জিয়ার জন্য এয়ার অ্যাম্বুলেন্স নিয়ে কাতার দূতাবাসের বার্তা

১৫

কাতার নয়, খালেদা জিয়ার জন্য এয়ার অ্যাম্বুলেন্স আসবে যে দেশ থেকে

১৬

আরও বাড়ল স্বর্ণের দাম

১৭

কর্মবিরতিতে থাকা কর্মচারীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের হুঁশিয়ারি

১৮

নির্বাচন প্রস্তুতি সম্পন্ন, এখন মুখ্য খালেদা জিয়ার সুস্থতা : রিজভী

১৯

১০ লাখ টাকা ঘুষ চাওয়া সেই নাহিদকে পদ দিল এনসিপি

২০
X