কিশোরগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ২১ এপ্রিল ২০২৫, ১২:৪১ এএম
অনলাইন সংস্করণ

কিশোরগঞ্জে সাবেক ভাইস চেয়ারম্যান গ্রেপ্তার

বদরুল আলম নাঈম। ছবি : সংগৃহীত
বদরুল আলম নাঈম। ছবি : সংগৃহীত

বিগত সময়ের কোনো মামলা ছাড়াই আটক করা হয়েছে কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান বদরুল আলম নাঈমকে। শুধু তাই নয়, বৈষম্যবিরোধী আন্দোলনের প্রায় সাড়ে আট মাস পর সেখানে হামলার একটি মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।

কিশোরগঞ্জ সদর ও কটিয়াদী থানা পুলিশ জানিয়েছে, ৫ আগস্ট-পরবর্তী কোনো মামলায় তার নাম নেই। তবে নির্দিষ্ট কিছু অভিযোগের ভিত্তিতে তাকে আটক করা হয়। তবে কী অভিযোগ, তা বলেনি পুলিশ।

গত শনিবার (১৯ এপ্রিল) রাতে থানা এলাকায় তাকে আটক করে কটিয়াদী থানা পুলিশ। পরে তাকে কিশোরগঞ্জ সদর থানায় স্থানান্তর করা হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, বদরুল আলম নাঈম কটিয়াদী উপজেলা ছাত্র ইউনিয়নের সাবেক সভাপতি এবং উদীচী শিল্পী গোষ্ঠীর সাবেক সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছেন। বিভিন্ন সাহিত্য, সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের সঙ্গে সক্রিয়ভাবে জড়িত। বিপদে-আপদে তার সামর্থ্য অনুযায়ী এলাকার অসহায় মানুষের পাশে থাকেন। বিশেষ করে কটিয়াদী রক্তদান সমিতি নামে একটি সেবামূলক প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা তিনি। বেশ কয়েক বছর ধরে নিজ উপজেলা ছাড়াও জেলার অন্যান্য উপজেলায় মুমূর্ষু রোগীদের রক্তদানে তার অবদান স্মরণীয়। সে কারণে নিজ উপজেলায় সাধারণ মানুষের কাছে নাঈমের জনপ্রিয়তা তুঙ্গে। সেই জনপ্রিয়তার কারণে গত উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে বিপুল ভোটে তিনি জয়লাভ করেন।

কটিয়াদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তরিকুল ইসলাম কালবেলাকে জানান, শনিবার রাত সাড়ে ১০টার দিকে থানার কাছ থেকে নাঈমকে আটক করা হয়। তার বিরুদ্ধে কটিয়াদী থানায় কোনো মামলা নেই। তবে কিছু সুনির্দিষ্ট অভিযোগ আসায় নাঈমকে আটক করে কিশোরগঞ্জ সদর থানায় হস্তান্তর করা হয়।

এ বিষয়ে কিশোরগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন কালবেলাকে জানিয়েছেন, সদর থানায়ও নাঈমের নামে কোনো মামলা নেই। তবে কিছু সুনির্দিষ্ট অভিযোগ ছিল। সেগুলো যাচাই-বাছাই করে তাকে বৈষম্যবিরোধী আন্দোলনে হামলার ঘটনায় কিশোরগঞ্জ সদর মডেল থানায় দায়ের করা একটি মামলায় (মামলা নং ৪৫(৩)২০২৫) সন্দিগ্ধ আসামি হিসেবে গ্রেপ্তার দেখানো হয়েছে। রোববার দুপুরে তাকে আদালতে পাঠানো হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নবীন প্রজন্মই আগামী দিনের রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নেবে : কফিল উদ্দিন

মন্ত্রীপাড়ার সন্দেহজনক ঘোরাঘুরি / মার্কিন নাগরিক এনায়েত করিম ২ দিনের রিমান্ডে

১৩ দিনে প্রায় ১৬ হাজার কোটি টাকা পাঠালেন প্রবাসীরা

দোকানদারকে চাপা দিয়ে খাদে পড়ল বাস

ছাগল চুরির অপরাধে ৬ জনকে গণপিটুনি

চাকরি গেলেও কৌশল বদলাবেন না আমোরিম

নেপালে ফের বিক্ষোভ, নতুন প্রধানমন্ত্রীকেও চায় না জেন-জি

যশোর সদর হাসপাতালে দুদকের অভিযান

৩ জেলায় বন্যার পূর্বাভাস, সতর্কবাতা

রাকসু নির্বাচন : আচরণবিধি লঙ্ঘন করে ছাত্রদলের জিএস প্রার্থীর প্রচারণা

১০

তরুণীকে ধর্ষণের পর হত্যার দায়ে ২ জনের মৃত্যুদণ্ড

১১

৭ পুলিশ কর্মকর্তার পদক প্রত্যাহার

১২

আমেরিকার সঙ্গে জোট কখনো এত শক্তিশালী ছিল না : নেতানিয়াহু  

১৩

পেটের মেদ কমানোর সহজ ৬ উপায়

১৪

আড়াই মণ হরিণের মাংসসহ আটক ১

১৫

মুসলিম দেশগুলোকে ইসরায়েলের সঙ্গে সম্পর্ক না রাখার আহ্বান ইরানের

১৬

নিষিদ্ধপল্লি থেকে যুবলীগ নেতা জনি গ্রেপ্তার

১৭

কোলন ক্যানসার সম্পর্কে জানুন

১৮

মানব পাচারে জড়িত অভিযোগে চীনা নাগরিকসহ গ্রেপ্তার ২

১৯

সম্পর্ক টিকিয়ে রাখার অনুপ্রেরণা হয়ে উঠেছে ‘সহযাত্রী’

২০
X