বাকেরগঞ্জ (বরিশাল) প্রতিনিধি
প্রকাশ : ২৭ এপ্রিল ২০২৫, ০৫:০৯ পিএম
আপডেট : ২৭ এপ্রিল ২০২৫, ০৬:৪০ পিএম
অনলাইন সংস্করণ

ঋণের চাপে যুবকের আত্মহত্যার অভিযোগ

বাকেরগঞ্জ থানা। ছবি : কালবেলা
বাকেরগঞ্জ থানা। ছবি : কালবেলা

বরিশালের বাকেরগঞ্জে ঋণের টাকা পরিশোধে এনজিও মাঠকর্মীর চাপে সুমন ফকির (৩০) নামের এক যুবক ঘরের খুঁটির সঙ্গে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। সুমন উপজেলার ফরিদপুর ইউনিয়নের মধ্য ভাতশালা গ্রামের মৃত আবদুল রশিদ ফকিরের ছেলে।

শনিবার (২৬ এপ্রিল) গভীর রাতে লাশ উদ্ধার করে থানায় রাখা হয়। রোববার (২৭ এপ্রিল) সকালে ময়নাতদন্তের জন্য শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায় পুলিশ।

বাকেরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম স্থানীয়দের বরাত দিয়ে জানান, বেসরকারি সংস্থা ব্র্যাক থেকে আড়াই লাখ টাকা ঋণ নিয়েছিলেন সুমন। সর্বশেষ গত শনিবার ব্র্যাকের মাঠকর্মী খালেদা বেগম কিছু লোকজন নিয়ে সুমনের বাড়িতে যান। সুমন তাদের দেখামাত্র ঘরের দরজা বন্ধ করে দেন। এ সময় খালেদা ও তার সঙ্গে থাকা ব্যক্তিরা সুমনকে ঘর থেকে বের হয়ে টাকা পরিশোধের বিষয়ে কথা বলার জন্য চাপ প্রয়োগ করে। কিন্তু কোনোভাবেই সুমন ঘরের দরজা না খোলায় একপর্যায়ে তারা সেখান থেকে চলে যান।

ওসি আরও জানান, পরে সন্ধ্যায় পরিবারের সদস্যরা দরজা খোলার জন্য সুমনকে ডাকাডাকি করেন। কিন্তু সুমনের কোনো সাড়া না পেয়ে জানালা দিয়ে ঘরের ভেতর দেখতে পান খুঁটির সঙ্গে গলায় ফাঁস দেওয়া অবস্থায় রয়েছে সুমন। গভীর রাতে বিষয়টি জানার পর পুলিশ পাঠিয়ে লাশ উদ্ধার করে থানায় রাখা হয়। রোববার সকালে ময়নাতদন্তের জন্য লাশ মর্গে পাঠানো হয়।

এ বিষয়ে ব্র্যাকের মাঠকর্মী খালেদা বেগম বলেন, ঋণ নেওয়ার পর থেকেই কিস্তি নিয়ে টালবাহানা শুরু করেন সুমন। তাকে বারবার বলা সত্ত্বেও কোনোভাবেই কিস্তি দিচ্ছিলেন না। সর্বশেষ গত শনিবার বিকেলে ঋণের টাকা আনতে গেলে তার ঘরের দরজা তালাবদ্ধ দেখি। পার্শ্ববর্তী বাড়িতে সুমনের বিষয়ে খোঁজ নেওয়া হয়। তারা জানান সুমন বাড়িতে ছিলেন। কিছুক্ষণ সুমনের জন্য অপেক্ষা করে সেখান থেকে চলে আসি। গভীর রাতে জানতে পারি, সুমন আত্মহত্যা করেছে।

খালেদা আরও বলেন, আমি সুমনের বাড়িতে যাওয়ার পর সুমনের সঙ্গে আমার দেখা হয়নি। তা ছাড়া ঘরের দরজায় তালা ছিল। সেখানে কীভাবে আমি তার ওপর চাপ প্রয়োগ করলাম?

নিহতের চাচা মোতলেব ফকির বলেন, খালেদা মিথ্যাচার করছে। সুমনের ঘরের দরজায় কোনো তালা ছিল না। খালেদা লোকজন নিয়ে আসার সঙ্গে সঙ্গে সুমন দরজা বন্ধ করে ঘরে আশ্রয় নেয়। পরে তার লাশ বের করা হয়। তাদের চাপের কারণেই সে (সুমন) আত্মহত্যা করেছে বলে দাবি করেন তিনি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কেমন থাকবে আজ ঢাকার আবহাওয়া

তিন সাংবাদিকের চাকরিচ্যুতির ঘটনায় আমাদের কোনো সংশ্লিষ্টতা নেই : ফারুকী

শেষ হয়েছে দুই মাসের নিষেধাজ্ঞা, ইলিশ ধরতে প্রস্তুত ভোলার জেলেরা

পাট শ্রমিক দলের সভাপতি হলেন সাঈদ আল নোমান

সাতক্ষীরায় বিএনপির সার্চ কমিটিতে আ.লীগ

৩০ এপ্রিল : কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

বুধবার রাজধানীর যেসব মার্কেট বন্ধ

৩০ এপ্রিল : আজকের নামাজের সময়সূচি

বিজেপি নেতার তোপে মোদি ও অমিত শাহ

ইট মারলে আমরা পাথর ছুড়ব, ভারতকে ইসহাক দার

১০

পাকিস্তানের তথ্যমন্ত্রী / ৩৬ ঘণ্টার মধ্যে পাকিস্তানে হামলা চালাতে পারে ভারত

১১

নিরাপদ ভোজ্যতেল প্রাপ্তির বাধা দূর করতে হবে

১২

সাড়ে সাত হাজার চিকিৎসকের পদোন্নতি আটকে

১৩

বগা সেতু বাস্তবায়নে উপদেষ্টার সঙ্গে ড. মাসুদের বৈঠক

১৪

মানবিক সহায়তা করিডোর বিষয়ে গণসংহতি আন্দোলনের বিবৃতি

১৫

আর্সেনালকে হারিয়ে ফাইনালে এক পা পিএসজির

১৬

স্বাস্থ্য পরামর্শ / ডায়াবেটিস নিয়ন্ত্রণে জীবনযাপনে পরিবর্তন প্রয়োজন

১৭

ঢাবির বাসে হামলা, বিচার চায় ছাত্রদল-শিবির-ছাত্রফ্রন্ট

১৮

শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে— স্লোগানে ফরিদপুরে মিছিল

১৯

বিশ্লেষণ / ভারত কি এবার সত্যিই আক্রমণ করবে? 

২০
X